যখন বিপদ আসে তখন চারপাশ থেকে বিপদ আঁকড়ে ধরে। আপনার দেবর দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি। ঠিক বলেছেন আপু নতুন বছরকে ঘিরে অনেক কিছুর প্ল্যান করে থাকি কিন্তু আসলে আমরা কি সেই প্লান গুলো আদৌ পূরণ করতে পারি। দেখতে দেখতে বছরের অর্ধেক কেটে গেল। হয়তো এভাবেই পুরো বছরটা কেটে যাবে। আবারো পরের বছরের জন্য প্রিপারেশন নেব। আর যেতে যেতে এভাবেই জীবন থেকে অনেকগুলো বছর চলে যাবে। বেশ ভালো লাগলো আপু আপনার পোস্ট টি। শুভকামনা রইল আপনার জন্য।