দিনশেষে নিজেকে নিয়ে একটু হলেও ভাবা উচিত

in আমার বাংলা ব্লগ2 months ago

1000004285.jpg

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। ভাবছি কিছুদিনের জন্য সংসার থেকে ছুটি নেব। সবকিছু সামলাতে গিয়ে আমি যেন অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। বিশেষ করে সন্ধ্যা লাগলে একদমই ক্লান্ত হয়ে পড়ি। দীর্ঘ চার মাস থেকে বাড়ির কাজ চলছে। প্রচুর ব্যস্তময় দিন পার করতে হয়।প্রত্যেকদিন মায়ের সাথে রান্নাবান্না করতে হয় দুপুরে। কারণ বাসায় অনেকগুলো মিস্ত্রি থাকে দুপুর বেলা। তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করতে হয় প্রত্যেক দিন। শহরে অবশ্য এসব ভেজাল নেই। কিন্তু গ্রামে বাড়িতে যেকোনো লোকই কাজ করুক না কেন তাদেরকে খাওয়াতে হয়।

একটানা এতদিন বাড়িতে থেকে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে কিছুদিনের জন্য বেড়াতে যেতে পারলে ভালো হতো। একদিকে বাড়ির কাজ অন্যদিকে বাবুর দেখাশোনা অপরদিকে আপনাদের ভাইয়া অসুস্থ তাকে দেখাশোনা সব মিলিয়ে আমি কেমন জানি একটা হয়ে গেছি। আমরা মেয়েরা হয়তো এরকমই সবাইকে নিয়ে চিন্তা করার মত সময় আমাদের আছে কিন্তু নিজেকে নিয়ে একটু ভাবার মত সময় আমাদের হাতে নেই। তারপরও হয়তো মাঝেমধ্যে আমাদের কে শুনতে হয় আমরা সারাটা দিন কি করি। অবশ্য এক্ষেত্রে আপনাদের ভাইয়া আমাকে কখনো এ ধরনের কথা বলেনি। তারপরও মাঝেমধ্যেই মনে হয় সবকিছুর বাইরে গিয়ে একটু স্বার্থপর হয়ে নিজেকে নিয়ে ভাবা উচিত।

আরো মোটামুটি এক মাসের মত সময় লাগতে পারে আমার বাড়ির কাজ শেষ হতে। ভাবছি বাড়ির কাজ শেষ হয়ে গেলে কোথাও কিছুদিনের জন্য ঘুরতে যাব। একটু নিজের মতো করে সময় কাটাবো। যদিও জানি না কতটুকু পারবো তবে খুব করে চেষ্টা করব। আমরা আমাদের আপনজনদের জন্য কত কি করে থাকি কিন্তু দিনশেষে নিজের থেকে আপন কেউ নেই। সব সময় সংসার নিয়ে, স্বামী নিয়ে, সন্তান নিয়ে কত ব্যস্ত থাকি, তাদের জন্য কত সময় কিন্তু নিজেকে দেওয়ার মতো এতোটুকু সময় আমাদের অবশিষ্ট থাকে না।

আমার মনে হয় সপ্তাহে একটা দিন অন্তত নিজের জন্য ভাবা উচিত অথবা মাসে একবার। সবকিছুর যেমন সহ্য ক্ষমতা আছে তেমনটাই নিজেরও। সবকিছুর বাহিরে গিয়ে অন্তত নিজেকে নিয়ে একটু হলেও ভাবা দরকার। কথাগুলো ঠিক বললাম কিনা জানাবেন আপনাদের মন্তব্যের মাধ্যমে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000000117.png

1000000118.png

1000000119.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আমিও তাই মনে করি।সবকিছুর মধ্যে নিজেকে নিয়ে ভাবা উচিত।আমরা মেয়েরা সবার জন্য করলেও নিজের জন্য কিছুই করিনা।এটা একদম ঠিক নয়।আগে নিজেকে ভালোবাসতে হবে।নিজের কথা নিজে না ভাবলে অন্য কেউ কেন ভাববে।

 last month 

সেটাই আপু নিজেকে কখনো কিছুনা ভাবা যাবেনা।তাহলে কেউ মূল্যায়ন করবে না।

 2 months ago 

হৃদয়ে দাগ কাটার মত কথাগুলো আপু। আসলেই। নারীরা সবাইকে নিয়ে ভাবতে ভাবতে এমন হয়ে যায় যে নিজেকে নিয়েও যে আলাদা করে ভাবা উচিৎ, তা তারা ভুলেই যায়। আর হ্যাঁ, গ্রামে কাজ করালে এক বেলা খাওয়াতেও হয়। 😅

 last month 

নারীদের কষ্ট বুঝতে পেরেছেন দেখে ভালো লাগলো।ধন্যবাদ।

 2 months ago 

আসলে আপু একটা জিনিস কষ্টকর হলেও সত্য এই যে এই জীবনে যারা সব সময় কাজ করে তারা কিন্তু নিজেদের দিকে একটু তাকানোর চেষ্টা করে না এবং নিজেরা ভালো আছি কিনা মন্দ আছে তা কখনো ভাবার সময় থাকে না। কেননা সবার জন্য করতে করতে আমরা আমাদের নিজেদেরকে ভুলে যাই। আসলে আপনি আপনার পোস্টে যে কথাগুলো বলেছেন সবগুলোই একদম সঠিক কথা।

 last month 

হ্যাঁ দাদা ঠিক বলেছেন সবসময় অন্যের কথা ভাবতে গিয়ে নিজেদের কথা আমরা ভুলেই যাই।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

এটা আপনি একদম ঠিক কথা বলছেন আমরা সব সময় অপরের জন্য ভাবি। সংসারের জন্য, বাচ্চাদের জন্য, স্বামী জন্য কিন্তু কখনো কি নিজের কথা চিন্তা করি? আমাদের প্রতিটি মানুষের উচিত নিজের চাহিদা গুলোকে নিজের চাওয়াকে গুরুত্ব দেওয়া। কারণ দিন শেষে আমরা নিজেই হচ্ছে নিজের আপন সবাই হচ্ছে পর। আপনি খুব সুন্দর লেখাগুলো লিখলেন ধন্যবাদ।

 last month 

হ্যাঁ আপু দিনশেষে নিজেকে নিয়ে একটু হলেও ভাবা উচিত। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপনার সাথে একমত আপু। অবশ্যই নিজের জন্য ভাবা উচিত এবং নিজেকে নিয়ে একটু সময় বেড় করা ও সেই সময়টা যে সময়টা নিজে অনেক বেশি ভালো ফিল করব।

 last month 

হুমম আপু সেই চেষ্টা করছি তবে পারছি আর কই। তবে সত্যিই নিজেকে সময় দেওয়া দরকার।

 last month 

মাঝেমধ্যে আসলেই নিজেকে নিয়ে একটু ভাবা উচিত এবং সম্ভব হলে নিজের মতো করে সময় কাটানো উচিত। তাহলে মনটা কিছুটা হলেও ভালো লাগে। যাইহোক বাড়ির কাজ শেষ হলে কক্সবাজার থেকে ঘুরে আসতে পারেন। তাছাড়া নভেম্বর ডিসেম্বর মাসে কক্সবাজার ঘুরতেও দারুণ লাগবে। একেবারে সব ক্লান্তি দূর হয়ে যাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

ইচ্ছে আছে ভাইয়া দেখা যাক কি হয়। তবে সত্যিই একটু নিজেকে সময় দেওয়া দরকার। ধন্যবাদ সুন্দর উপদেশ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 92456.60
ETH 3136.76
USDT 1.00
SBD 3.21