পুরো মাসের বাজার করার অভিজ্ঞতা
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম।না কোনো ভাবেই পিছু ছাড়ছে না। আসলে আমরা যারা গৃহিনী আছে তাদের জীবনটা হয়তো এমনই। আমি এর আগেও বহুবার বলেছি আমি পুরো মাসের বাজারটা একবারে করে রাখি তো আমি গতদিন বাজারে গিয়েছিলাম এবং কি কি বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেকোনো কাজে এই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে থাকি আমরা। আমি এ মাসে বাজার করতে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি।
শনিবার আমাদের শহরে পাইকারি হাট বসে। আমি যেদিন পুরো মাসের বাজার করতে যাই সেদিন আমি পাইকারি হাটেই যাই। সেখানে কম দামে অনেক ভালো ডাক্তার শাকসবজি কিনতে পাওয়া যায়। যা খুচরা বাজারে অনেক টাকা দিয়ে কিনতে হয়। আর পাইকারি হাট বাজার করতে হলে অনেক সকাল বেলা যেতে হয়। এবার বিপদ হচ্ছে গতকাল রাতে খুব একটা ঘুম হয়নি ভালো।সকালবেলা কোনভাবে ঘুম থেকে উঠতে পারছিলাম না এদিকে আব্বু আম্মু খুব ডাকাডাকি শুরু করে দিয়েছিল।
বাধ্য হয়ে ঘুম থেকে উঠলাম এবং বাবুকে ডাকার চেষ্টা করলাম কিন্তু ও কিছুতেই ঘুম থেকে উঠল না তাই ওকে রেখেই চলে গেলাম শহরে। প্রথমে আমি পাইকারি হাটে গিয়ে শাকসবজি কিনলাম। গিয়ে দেখলাম সব সবজির দাম খুবই কম। যাইহোক আমি বেশ কিছু সবচেয়ে বেশি করে কিনলাম ফ্রিজিং করার জন্য। যেমন টমেটো, বাঁধাকপি, শিম, গাজর এগুলো আমি সংরক্ষণ করে রাখি প্রত্যেক বছর। তবে এক মামার কথা শুনে বেশ খারাপ লাগলো। আমাকে বলছিল যখন সবজির দাম বেশি ছিল তখন আপনাদের কত আন্দোলন কিন্তু এখন যখন সবজির দাম কম আমাদের মতো কৃষকদের আবাদির টাকাও ঘরে উঠছে না তখন আপনারা চুপ কেন।
সত্যি কথা বলতে এই কথার উত্তর আমি দিতে পারিনি।কিন্তু এই কথাটা একদমই ঠিক। যাইহোক এরপর চলে আসলাম মাছ বাজারে। মাছের বাজারে এসে রুই মাছ, চিংড়ি মাছ,মোরলা মাছ এবং ইলিশ মাছ কিনেছি।এই ইলিশ গুলো ছিলো মাঝারি সাইজের থেকে একটু ছোট তারপরও দাম নিয়েছিলো ১২০০ টাকা কেজি।আগের মাসের তুলনায় মাছের দাম অনেক বেশি।যাইহোক কি আর করার বাঁচতে হলে খেতে হবে।
এরপর গিয়েছিলাম ছেলের জন্য মুরগি কিনতে। ছেলে এবং ছেলের বাবার রোস্ট খেতে পছন্দ করে তাই কিছু সোনালি মুরগি এবং বাড়ির সবার জন্য কিছু পোল্ট্রি মুরগি নিয়েছিলাম। বাজার করা শেষে যখন চলে আসছিলাম দেখলাম পাশে বেশ তরতাজা শাক বিক্রি হচ্ছে। আমি বেশ কয়েক প্রকার শাক কিনলাম লাউ শাক, বতুয়া শাক, লাল শাক এবং কিছু শিমের বিচি কিনেছিলাম।
যাইহোক বাজার করা শেষে ছেলের জন্য কিছু খাবার নিয়ে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে দেখলাম ছেলে মাত্র ঘুম থেকে উঠেছে কান্নাকাটি করেনি। যাইহোক এই ছিল আমার পুরো মাসের সবজি থেকে মাছ বাজার করার অভিজ্ঞতা। বাজার করা যতটা কঠিন বাজার গোছানো তার থেকে বেশি কঠিন মনে হয় আমার কাছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/HiraHabiba67428/status/1885414187108884906?t=8q3m9AoEeKTu9Fnm9NK0rA&s=19
হ্যাঁ আপু ঠিক বলেছেন বাজারে গেলে দাম শুনে মাথা ঘুরে যায়। তারপরও কি আর করার বাঁচতে হলে তো আমাদের খেতে হবে। পুরো মাসে বাজার একবারে করেই ভালো করেছেন। এভাবে অনেক সুবিধা আছে। বারবার কষ্ট করতে হয় না। যদিও সম্পূর্ণ মাসের বাজারে অনেক টাকা লাগে। তারপর আমি মনে করি এটাই অনেক সুবিধা।
আমার জন্য এটা অনেক সুবিধা আপু কারণ বাবুকে নিয়ে প্রতিনিয়ত বাজারে যাওয়াটা অনেক কষ্টকর। আর আপনার ভাইয়াও খুব একটা বাজার করতে চায় না। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য।
কৃষকদের ঐ কথার উত্তর দেওয়ার মতো আমাদের কারোরই যোগ্যতা নেই। আসলেই অপু বর্তমানে শাক সবজির দাম এতটাই কমে গেছে যে কৃষকরা কৃষকরা ক্ষতির পাল্লায় পড়ে গেছে। যাই হোক বাজারে দেখতেছি অনেক কিছুই কিনেছেন। ইলিশের দাম দেখতেছি বেড়ে গেছে মোটামুটি। আসলেই এরকম পাইকারি বাজারগুলোতে খুব সকাল সকাল যেতে হয়। পুরো মাসের বাজার করার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জ্বি ভাইয়া কৃষকদের কথার উত্তর আমিও দিতে পারিনি। সত্যি আমাদের মতো সাধারণ মানুষের কিবা করার আছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
মাসের বাজার এরকম একবারে করে রাখলে সুবিধা। সারা মাস বাজার নিয়ে চিন্তা করতে হয় না। তাছাড়া ওই লোকটি ঠিকই বলেছে দাম যখন বেশি হয় তখন সবার হাহাকার। দাম কমলে এসব কৃষকদের অবস্থা খুব খারাপ হয়। আপনার বাজার করার অনুভূতি পড়ে ভালো লাগলো।
ক্ষেতের ফসল তুললে কৃষকের মুখে যে হাসিটা থাকে সেটা তাদের মুখে নেই। জিনিসটা আমাকে খুবই ভাবিয়েছিলো।যাইহোক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
সত্যি কিন্তু বাচঁতে হলে থেতে হবে। তাই আমরা খাই। তবে বাজারের এমন দাম শুনে কিন্তু আর খেতেও মনে চায় না। আর বাজারে গেলে তো মাথাটাই ঘুরে যায়। আপনি তো বেশ ভালোই করেছেন দাম হলেও বাজার করে নিয়েছেন। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ওই যে বললেন বাঁচতে হলে খেতে হবে তাই দাম হলেও কিনতেই হবে আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
পুরো মাসের বাজার করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সবজির দাম এখন তুলনামূলক সব জায়গাতেই কম। আর আপনি যেহেতু পাইকারি বাজারে গিয়েছেন তাহলে সেখানে আরো কমে পেয়েছেন। আসলেই উনাদের এসব কথার কোন উত্তর দেওয়া যায় না। কৃষকরা কখনোই তাদের ন্যায্য দাম পায় না। সবজি কিনার পর অনেক রকমের মাছ কিনেছেন। ইলিশ মাছ এবং চিংড়ি মাছের ছবি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে বাজার করার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু পাইকারি বাজারে সব সময় সবজির দাম অনেক কম থাকে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
ইলিশ মাছের দাম হয়তো কিছু টা বাড়ছে। তবে বাঁচতে হলে খেতে তো হবেই,যতই দাম হোক।যাইহোক আপনার পুরো মাসের বাজার করার অভিজ্ঞতা পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আসলে সারা মাসের বাজার করতে একটু কষ্টয় হয়।যেহেতু পাইকারি নিয়েছেন সেই জন্য অনেক কম দামে পেয়েছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।
মাসের বাজার করার অনুভূতি গুলো আপনি আজ শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা অনুভূতি গুলো আমার ভালো লেগেছে। আসলে এখন সবজির দাম সব জায়গাতেই কমে গেছে।আমিও আপনার মতো সবজি সংরক্ষণ করে রাখি।আপনি সবার কথা চিন্তা করেই মাসের বাজার গুছিয়ে করে নিলেন।এটা ঠিক বাজার করার চেয়ে বাজার এনে গুছিয়ে রাখা বেশী কষ্টের।