সম্পর্কের মূলমন্ত্র হচ্ছে বিশ্বাস ❤️
সোর্স
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস, মায়া-মমতার উপর গড়ে ওঠে স্বামী স্ত্রীর সম্পর্ক। কনকনে ঠান্ডায় আমি নিজে গিয়ে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসা দিয়ে দায়িত্ব পালন করে আগলে রাখে ঠিক তেমনি স্ত্রীও একইভাবে স্বামীকে আগলে রাখার চেষ্টা করে। আর সংসারে বা সম্পর্কের মূলমন্ত্র হচ্ছে বিশ্বাস। যদি কখনো সেই বিশ্বাস ভেঙ্গে যায় বা স্বামী-স্ত্রীর একে অপরের থেকে বিশ্বাস উঠে যায় তখন সেই সম্পর্ক টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে পড়ে।
আজ আমি খুব ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমার খুব কাছের একজন মানুষের সাথে ঘটে যাওয়া। যদিও আমি সমস্যাটা সমাধান করতে পেরেছি। এর জন্য সত্যিই অনেক ভালো লাগছে। যাইহোক আমার চাচাতো ভাইয়ের স্ত্রীর সাথে আমার খুব ভালো সম্পর্ক। বলতে গেলে আমরা একদম বান্ধবীর মতো। কেননা আমরা দুজন একই বয়সের।বেশ কয়েকদিন থেকে দেখছি ভাবির মন খারাপ।
অনেকবার জিজ্ঞেস করার পরও উনি কিছু বলেনি। আজকে হঠাৎ দেখলাম দুপুর বেলায় এসে আমার কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। জানতে চাইলাম কি হয়েছে? উত্তরে উনি বললেন উনার স্বামী হয়তো কোনো একটা সম্পর্কে জড়িয়েছেন। তার সাথে অনেকটাই রুক্ষ ব্যবহার করছেন। যেটা সে কিছুতেই মানতে পারছে না। যেহেতু উনি আমার সম্পর্কে বড় ভাই হয় তাই সরাসরি তো কিছু বলতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে আপনাদের ভাইয়ার সাথে বিষয়টা শেয়ার করি।
এরপর সন্ধ্যায় আমরা মানে আমি এবং আপনার ভাইয়া তাদের দুজনকে নিয়ে বসি। এবং বিষয়টা সমাধান করি। সত্যি কথা বলতে তাদের দুজনের সম্পর্ক এতই ভালো যে এটা কারো সহ্য হচ্ছিল না। কোনো একজন তাদের মধ্যে ফাটল ধরাতে চাইছিল। যাইহোক অবশেষে তাদের দুজনকে বুঝিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়েছি। স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হতে পারে তবে সেটা যদি অনেক বড় পর্যায়ে যায় তখন সেটা সত্যিই অনেক খারাপের দিকে যায়।
এটা ভেবে আমি তাদের দুজনকেই এখানেই থেমে যেতে বলেছি। কারণ তাদের ঘরে একটা ৮ বছরের ছেলে আছে। তাদের সাথে তাদের ছেলের জীবন জড়িয়ে। আমার ভাই ভাবি না এমনটা কিন্তু এখন আশেপাশেই হয়ে আসছে। বিশেষ করে পরকীয়া জিনিসটা খুবই ছড়িয়ে পড়েছে। এটি সামাজিক একটি ব্যাধি।আমার মনে হয় এটা সামাজিকভাবেই মিটানো দরকার। যাইহোক তাদের দুজনের জন্যই দোয়া করবেন যেন তারা সুখে শান্তিতে সংসার করে।
শুধু তারাই নয় আমি চাই প্রত্যেকটা সম্পর্ক অনেক সুন্দর হোক। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
https://x.com/HiraHabiba67428/status/1887569152258535704?t=1hK14F_SaFQUysAQLsDboQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সংসার সামলে রাখা মানেই দীর্ঘ যাত্রাপথ৷ মানুষ হাওয়ায় ভেসে সেই সব কিছুই ভুলে যায়৷ আজকাল এই ঘটনা হামেশাই হচ্ছে। এভাবে সংসারে ফাটল ধরে। ভেঙে যায়। আর মাঝখান থেকে পদদলিত হয় ছোট্ট ছোট্ট কচিকাচাগুলো। আপনারা যে ওনাদের সাথে বসে সব কিছু মিটিয়ে দিয়েছেন এটা সত্যিই প্রশংসনীয়৷ ভালো থাকুন হীরাভাবি৷
সত্যি কথা বলতে আপু এরকম ঘটনা আসলেই সত্যি অনেক ঘটছে আশেপাশে। বিষয়টা যখন জানতে পেরেছিলাম খুবই খারাপ লেগেছিল এবং আমার খুবই কাছের ছিল উনি।তাই দায়িত্ব নিয়ে উনাদের মিল করিয়ে দিয়েছিলাম। আপনার জন্যও শুভকামনা রইল আপু।
ঠিক বলেছেন আপু পরকীয়া এখন সবাই যে খুবই বড় রূপ ধারণ করেছে। এই পরকীয়ার কারণে হাজারো সন্তানের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি খুবই সুন্দর মতামত দিয়েছেন আপু টাকে। আশা করছি ওনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। ধন্যবাদ আপু এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।
আজকাল পরকীয়াটা একদম জীবাণুর মত ছড়িয়ে পড়েছে। আর যার ফল ভোগ করছে ছোট ছোট বাচ্চারা। আশা করা যায় তাদের জীবনে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
প্রত্যেকটা সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক বেশিদিন টিকে থাকে না। ছোট বড় প্রতিটা সম্পর্কের মধ্যে বিশ্বাস অবশ্যই থাকতে হবে। এটার মধ্যে দিয়ে আপনি ছোট একটা ঘটনা শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো। অনেক ভালো লেগেছে আমার কাছে আপনার লেখা পোস্টটি পড়তে।
এটা ঠিক বলেছেন আপু প্রত্যেকটা সম্পর্কে বিশ্বাস থাকা জরুরী।তাহলে সম্পর্ক টিকে থাকে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
সংসার হলো বিশ্বাস আর ভালোবাসার এক সুন্দর বন্ধন। কিন্তু যখন এই বিশ্বাসে ফাটল ধরে, তখন সবকিছু ভেঙে পড়ে। আজকাল পরকীয়ার কারণে অনেক সংসার নষ্ট হচ্ছে, আর সবচেয়ে বেশি কষ্ট পায় নিষ্পাপ শিশুরা। তারা কিছুই বোঝে না, তবু তাদের শৈশব হারিয়ে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক বোঝাপড়া আর বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন যদি ভুল করে, তাহলে অন্যজনকে ধৈর্য ধরে সমাধানের পথ খুঁজতে হবে। সম্পর্ক ভাঙার চেয়ে মেরামত করাই শ্রেয়। আশা করি, সবার সংসার ভালোবাসা আর বিশ্বাসে পরিপূর্ণ থাকুক। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি কথা বলতে আমার সেই বান্ধবী তুল্য ভাবীর ঘটনাটি শুনে খুবই কষ্ট পেয়েছিলাম। তাই চেষ্টা করেছি তাদের সম্পর্কটা ঠিকঠাক করে দেওয়ার। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
পৃথিবীর সবচাইতে বাজে অনূভুতি হচ্ছে এটা দেখা যে নিজের প্রিয় মানুষ অন্য কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়েছে। এটা কষ্ট তো দেয় সঙ্গে অপমানও করে। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাসের গুরুত্ব অনেক ।
একদম ঠিক বলেছেন ভাইয়া এটা আসলেই সবচেয়ে বাজে একটা অনুভূতি। আর যার কারণে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
পরকীয়া আসলেই চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। পরকীয়ার কারণে অনেক সুন্দর সুন্দর সংসার গুলো নষ্ট হয়ে যাচ্ছে। যাইহোক আপনি এবং শুভ ভাই তাদের দু'জনকে নিয়ে বসে ব্যাপারটা সমাধান করেছেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো। এটা সত্যিই খুব ভালো একটা কাজ করেছেন। দোয়া করি তাদের সংসারে যাতে সব সময়ই সুখ শান্তি বজায় থাকে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।