নতুন অতিথি || জেনারেল রাইটিং
সোর্স
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। কখনো ভাবিনি যে আমার একটা পোষা প্রাণী হবে। সত্যি কথা বলতে কুকুর বিড়ালকে আমি প্রচন্ড ভয় পায়। কিন্তু যখন সোশ্যাল মিডিয়াগুলো তো দেখতাম সবাই সুন্দর সুন্দর কুকুর বিড়াল পোষে তখন খুব ইচ্ছা হতো নিজেরও।আসলে অতিথি যে কেউ হোক না কেন বাড়িতে আসলে খুশি হওয়া উচিত।আমার বাসায় গত কয়দিন হলো নতুন একটা কুকুর এসেছে। কোথা থেকে এসেছে আমার জানা নেই তবে এই কয়েকটা দিনে বেশ আপন হয়ে গেছে।
গত কয়েকদিন আগে সন্ধ্যার পর বাড়ির মেইন গেট খুলতেই দেখলাম একটি কুকুর বসে আছে। আমাকে দেখা মাত্র সে সরে যায়। পরের দিন আবারো দেখলাম কুকুরটি একই জায়গায় বসে আছে। সারাদিন আমাদের উঠোনেই ঘোরাফেরা করে। যাইহোক একদিন রাতে আমি পাশের বাসায় আমার এক ভাবীর কাছে যাচ্ছিলাম কোনো একটা দরকারি কাজে। এবার লক্ষ্য করলাম সেও আমার পেছন পিছন যাচ্ছে। তখন সেই বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসছিলাম আবারও সে আমার পেছন পেছনে আমার বাড়ি পর্যন্ত আসলো। এখন বুঝতে পারলাম সে তার আশ্রয়স্থল হিসেবে আমার বাসাটাই বেছে নিয়েছে।
আর তখন থেকে আমি ওর দেখাশোনা খাওয়া-দাওয়া বিষয়ে লক্ষ্য রাখতে শুরু করলাম।বিষয়টা আপনাদের ভাইয়া কেউ জানালাম সে তো অনেক খুশি। ঠিক আছে মামা কেউ যদি নিজের সারাদিন আমার নিয়মিত ওকে খাবার দেই। এবং ও সারারাত আমাদের বাড়ি পাহারা দেয়। আমার ছেলে ওর নাম দিয়েছে ডগি।ওকে নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে যেখানেই থাকুক না কেন দৌড়ে আমাদের সামনে হাজির হয়।
ডগিকে দেখলে আমার শ্বশুর মশাইয়ের কথা মনে হয় উনি একসাথে বেশ কয়েকটা কুকুর পোষেন।আর ওরা আমার শ্বশুরের সব কথাই শুনে।ঠিক তেমনি আমাদের ডগিও।বাড়ির সামনে অন্য কোন কুকুরকে এসে দেখতে পারে না এবং সন্ধ্যার পর কোনো অপরিচিত লোক আসলে সে অনেক চেঁচামেচি শুরু করে। এটাতে বুঝলাম সে আমাদের পোষা হয়ে গেছে। বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। মানুষের থেকে পশু পাখিকে বিশ্বাস করা অনেক ভালো এবং তাদের থেকে ভালো কিছু আশা করা যায়।
যাই হোক আজ এখানেই বিদায় নিচ্ছি। সময় পেলে ডগির সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নতুন অতিথির নামটা বেশ সুন্দর হয়েছে।পশু-পাখিকে পোষ মানানো গেলে সে আর কখনও ছেড়ে যায় না।পশুপাখি সবার কাছে যায় ও না।এরা মানুষ চিনেই আশ্রয় নেয়।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।