নানুভাই || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভাল আছি আমি গতকাল আমার নানুর বাসায় গিয়েছিলাম। আমার নানু ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে দেখতে গিয়েছিলাম। তো আমি সেখানে তার সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটিয়েছি। আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

20220909_142338.jpg

দু তিন দিন আগে আমার মেজ খালামনি ফোন দিয়ে আমাকে বলেছিলেন আমার নানু হার্ট অ্যাটাক করেছিলেন তো আমি সেদিন সাথে সাথে আসতে পারিনি। যেহেতু আমার আগে থেকে ঠিক করা ছিল যে শুক্রবারে বাবার বাসায় যাব। তো আমি শুক্রবারে বাবার বাসায় না গিয়ে সোজা আমার নানুর বাসায় গিয়েছিলাম এবং তার জন্য আমি বেশ কিছু খাবার রান্না করে নিয়েছিলাম। সেগুলো আপনারা ছবিতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি মুরগির মাংস, বড় রুই মাছের মাথা রান্না করে নিয়েছিলাম তার জন্য। আমি নিজে বসিয়ে নানু ভাইকে খাইয়েছি। আমার খুবই ভালো লেগেছে।

20220909_142319.jpg

আমি নানুর বাসায় যাওয়ার সময় কাউকে ফোন করে যায়নি। এজন্য সবাই আমাকে দেখে বেশ খুশী হয়েছিল। আমার নানু ভাই বেশী খুশী হয়েছিল কারণ উনি আমাকে খুবই ভালোবাসে। যেহেতু আমি তাদের বর নাতনি এর জন্য তারা আমাকে একটু বেশিই ভালোবাসে। তো তারা হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে আনন্দে আটখানা হয়ে গিয়েছিল।

20220909_142325.jpg

আমি যাওয়ার পর নানু ভাই গোসল করে নামাজ পড়তে গিয়েছিলেন মসজিদে। নামাজ পড়ে আসার পর আমি তাকে খাবার বেড়ে বসে থেকে খাওয়াইছি। খুব ভালো লেগেছে খাবারগুলো। আমার রান্নাগুলো ওনার খুব পছন্দ হয়েছিল। তো আমি কিছু খাবার রেখে দিয়েছিলাম যাতে করে উনি রাত্রে খেতে পারে। যেহেতু আমি রাত্রি থাকব না ওখানে। এজন্য আমি বিকেল বিকেল ওখান থেকে চলে এসেছি। আমার নানু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি যেন সবসময় সুস্থ এবং সুরক্ষিত থাকে।

20220909_142343.jpg

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

প্রথমে দোয়া করি যাতে তারাতাড়ি আপনার নানু ভাই সুস্থ হয়ে ওঠে। নিজের হাতে রান্না করে নিজের মানুষকে খাওয়ানো যে কতোটা আনন্দের বলা মুশকিল। নিজের হাতে খাওয়াতে পেরেছেন জেনে অনেক ভালো লাগল।খাবার গুলো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ

 2 years ago 

ভাবি আপনি বরাবরই রান্না খুব ভালো করেন এতে কোন সন্দেহ নেই।নানু ভাই এর জন্য সুন্দর সুন্দর রান্না করে নিয়ে গেছেন এবং উনি খুব তৃপ্তি সহকারে খেয়েছেন দেখে খুবই ভালো লাগলো।আশাকরি নানু ভাই এর শরীর এখন ভালো আছে।আপনি না জানিয়ে নানু বাড়িতে গেছেন সবাই খুব খুশি হয়েছিল এটা অনেক মজার ছিল। নানু ভাই এর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু না জানিয়ে গিয়ে নানা ভাইকে সারপ্রাইজ দিয়ে দিলেন। নানাভাইযে রুই মাছের মাথা পেয়ে অনেক খুশি হয়েছে ,সেটা দেখেই বুঝা যাচ্ছে। আপনি যেহেতু তাদের বড় নাতিন,নানাভাইকে দেখে এসেছেন খুব ভাল করেছেন। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100104.47
ETH 3619.58
USDT 1.00
SBD 3.10