মুচমুচে আলুর চিপস্ এর রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

InShot_20230213_215334837-01.jpeg

সবাইকে আবার নতুন রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি শেয়ার করব ঘরে তৈরি মুচমুচে সুস্বাদু আলুর চিপস্। এটা খুব সহজে তৈরি করা যায়। আসলে আমি এটা বানাইনি মা এসেছে বাসায়। আর মা মানে নতুন নতুন রান্নাবান্না আর খাওয়া-দাওয়া।

সন্ধ্যা বেলায় মাকে বললাম কিছু একটা বানিয়ে দিতে। মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে। যে কোন কিছু হলেই হবে। তো মা বললো যে নতুন আলুর চিপস্ খেতে খুবই ভালো লাগবে। তো মা আজকে আলুর চিপস্ বানিয়েছে। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরণ
আলু
হলুদ গুঁড়া
শুকনা মরিচের গুঁড়া
লবণ
তেল

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে আলুগুলো পাতলা করে বটি দিয়ে কেঁটে নিতে হবে। আপনারা চাইলে ছুরি কিংবা অন্যান্য যে আধুনিক যন্ত্র গুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কাঁটতে পারেন।

InShot_20230213_215501134-01.jpeg

ধাপ-২

এরপর আলুগুলো ভালোভাবে ধুয়ে একটা পাতলা কাপড়ের উপর বিছিয়ে দিতে হবে।

20230213_174743-01.jpeg

ধাপ-৩

এরপর কিছু টিস্যু নিয়ে হাত দিয়ে চেপে চেপে আলু থেকে পানি মুছে নিতে হবে।

20230213_174751-01.jpeg

ধাপ-৪

এরপর চুলায় একটি কড়ায় বসিয়ে চিপস্ গুলো ভাজার জন্য কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে অনেকটা পরিমাণে তেল দিয়ে তেলে সামান্য হলুদ গুঁড়া দিয়ে তেল গরম করে নিতে হবে। হলুদ দেওয়ার কারণ হলো কালারের জন্য।

20230213_175616-01.jpeg

20230213_180206-01.jpeg

ধাপ-৫

এরপর আলু গুলো দিয়ে সময় নিয়ে এপিট ওপিট ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এভাবে সবগুলো চিপস্ ভেজে নিতে হবে।

PhotoCollage_1676306762200.jpg

❤️পরিবেশন❤️

এরপর পরিবেশনের আগে সামান্য শুকনা মরিচের গুড়া এবং লবণ মিশিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে পরিবেশন করেছি।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...9ZWoCZp1FfQDv5dgj4v4VtcASCYxsJ4c9SJ2j6PL51Xq7wbLfHQPUyegb1ftPtzb7V8z6qEJJ8AuyAyYBHHzCsNMJicMpZXzjhzn4BvuYyNnQLbhnoHzbCvmWn (1).png

PhotoCollage_1676306809813.jpg

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...9ZWoCZp1FfQDv5dgj4v4VtcASCYxsJ4c9SJ2j6PL51Xq7wbLfHQPUyegb1ftPtzb7V8z6qEJJ8AuyAyYBHHzCsNMJicMpZXzjhzn4BvuYyNnQLbhnoHzbCvmWn (1).png

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর মায়ের হাতের রান্না তো সবসময় মজাদার এটা বলার অপেক্ষা রাখে না। আমরা খুব মজা করে এটা খেয়েছি। আপনারা অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খাবেন। এটা খেতে খুবই সুস্বাদু লাগে।

দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

![24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png]()

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

মুচমুচে আলুর চিপস রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আলু চিপ আমার খুবই প্রিয়। আর এই রেসিপির পরিবেশন খুবই ভাল হয়েছে। দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 2 years ago 

এটা খুব সহজেই তৈরি করা যায় ভাইয়া।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মজাদার মুচমুচে আলুর চিপস তৈরি করেছেন। আমার আলোর চিপস খেতে অনেক ভালো লাগে। আমার ওয়াইফ কিছুদিন আগে এরকম আলুর চিপস তৈরি করেছিল। আজকে আপনি তৈরি করেছেন দেখে আরো অনেক ভালো লাগলো। আসলে এগুলো খেতে ভীষণ মজা লাগে। বিশেষ করে ঘরে তৈরি করলে শরীর স্বাস্থ্যও খুবই ভালো থাকে।

 2 years ago 

জ্বী ভাইয়া ঘরে যেকোনো খাবারই সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিপস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সেটা যদি আলুর চিপস হয় তাহলে তো আর কোন কথাই নেই। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বেশ দারুন একটা রেসিপি শেয়ার করেছেন আপু, মুচমুচে আলুর চিপস সব সময় বাহির থেকে কিনে খেতে হয় ।আর বাচ্চাদেরকে বাহিরের চিপসগুলো না খাওয়ানোই ভালো। আপনার কাছ থেকে চিপসের রেসিপিটি শিখে নিলাম ।আমি অবশ্যই বাসায় ট্রাই করবো, এবং আমার বাচ্চাকে চিপস খেতে দেবো। ধন্যবাদ আপনাকে রেসিপির জন্য।

 2 years ago 

জ্বী আপু এটা ঠিক বলেছেন চিপস বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের খাবার। আর সেটা যদি আমরা ঘরে বানিয়ে দেই সেটা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

যেকোনো ধরনের চিপস খেতে আমার অনেক ভালো লাগে।তবে ঘরে তৈরি করে যদি এভাবে আলুর চিপস খাওয়া যায় তাহলে তার স্বাদ আরো বেশি ভাল লগে।আপনার তৈরি আলুর চিপস দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক স্বাদের হয়েছে।অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু দেখে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

চিপস্ খেতে সবার খুবই ভালো লাগে বিশেষ করে ছোট ছেলে মেয়েরা চিপস্ খাওয়ার জন্য খুবই আগ্রহ জানায়। আপনি খুব সুন্দর করে মুচমুচে আলুর চিপস্ এর রেসিপি তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। গরম গরম মচমচে চিপস্ খেতে খুবই অসাধারণ হবে নিশ্চয়। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

জ্বী ভাইয়া এই মুচমুচে আলুর চিপস্ গুলো খেতে খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মুচমুচে আলুর চিপস হালকা লবন দিয়ে গরম গরম চিপস খেতে ভালোই লাগে ৷ আমদের এই দিকে আলু পিচ পিচ করে কেটে এরপর রোদে শুকাতে দেই ৷ আর এরপর তেলে ভাজি ৷ খেতে ভালোই লাগে ৷ আপনার আলুর মুচমুচে ভাজি রেসেপি দেখে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

আমরাও রোদে শুকিয়ে বানিয়ে রেখে দেই।সারা বছর খাওয়া যায়।ধন্যবাদ দাদা আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার ভীষণ প্রিয় একটি খাবার।এমনি এমনি খালি মুখে চায়ের সাথে খেতে বা ডাল ভাতের সাথে খেতে খুবই ভাল লাগে।ধন্যবাদ আপু অসাধারণ আলুর চিপসের রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমরা বেশির ভাগ এমনিই খাই তবে আপনার ভাইয়া ভাতের সাথে খায়।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

চিপস খেতে আমার খুব লাগে। আর আলুর চিপস হলে তো কোনো কথাই নেই। আমিও আপনার মতো আলুর চিপস তৈরি করে খেয়েছি অনেক। আপনার রেসিপি এবং রেসিপির ধাপগুলি অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটা মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67