ইফতার পার্টিতে কাটানো মুহূর্ত❤️

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম।গতদিন আমরা শহরে গিয়েছিলাম একটি ইফতার পার্টিতে। যদিও প্রথম থেকে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু যিনি ইফতার পার্টির আয়োজন করেছেন উনি বারবার করে যেতে বলছিলেন আর আপনাদের ভাইয়ের সাথে উনার আন্তরিকতা খুবই ভালো। তাই আমরা না যেয়ে পারিনি।তো আমরা বিকেলে রেডি হয়ে একটা অটো রিজার্ভ করে নিয়ে চলে গিয়েছিলাম সেই ইফতার পার্টিতে। সেখানে গিয়ে দেখলাম এলাহি কারবার। অনেক কিছু রান্নাবান্নার আয়োজন চলছে।

1000032601.jpg

1000032600.jpg

1000032603.jpg

এখানে অনেকগুলো মানুষের আয়োজন করা হচ্ছে। সবচেয়ে ভালো লেগেছে ওনাদের সুন্দর একটা আয়োজন দেখে। যে ভাইয়া আমাদেরকে দাওয়াত করেছিলেন উনি মূলত অনেক দিন থেকেই ফেসবুকে ভিডিও বানান। উনি প্রথমবার ফেসবুক থেকে টাকা ইনকাম করেছেন এবং সেই টাকায় উনি একটা ইফতার পার্টির আয়োজন করেছেন। যেহেতু আমরাও মূলত টুকটাক একটু ভিডিও বানাই,আপনাদের ভাইয়া ভিডিও বানায়, তাই উনি বেছে বেছে বেশ কয়েকজনকে দাওয়াত করেছিলেন।এছাড়া উনার চ্যানেলে যারা সাথে যারা কাজ করেন তাদের প্রত্যেকের পরিবার ছিল সেখানে।

1000032629.jpg

প্রথমদিকে একটু বসে বসে বিরক্ত বোধ করছিলাম। এরপর যখন অন্যান্য ভাবীরা আসলেন তখন একটু ভালো লাগছিল সবার সাথে গল্প করে। সত্যি কথা বলতে কিছু নতুন মানুষের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো।এরপর ইফতারের সময় হয়ে যায় এবং আমরা সবাই মিলে খেতে বসি।খাবারের মেনু ছিল সাদা পোলাও, চিকেন রোস্ট, বুটের ডাল, সালাদ। এছাড়া ছিল খেজুর এবং শরবত। একটা জিনিস ভালো লেগেছে যে ওনারা ভাজাপোড়া কোনো আইটেম করেননি।ভাজাপড় জাতীয় খাবার খেলে খুবই সমস্যা হয় আমার।রাতে আর কিছু খেতে পারিনা।যাইহোক প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল। আমরা তো খুবই মজা করে খেয়েছি এবং আমার ছেলেও খুবই আনন্দ করেছে এই ইফতার পার্টিতে।

পরিশেষে বলতে গেলে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি। এমন একটি উদ্যোগে সামিল হতে পেরে ভালই লাগছিল। উনারা আরো অনেক দূর এগিয়ে যাক এই প্রত্যাশায় রাখছি। আসলে কষ্ট না করলে কোনে কাজেই সফলতা আসে না। ওনারা লেগে আছেন সেই শুরু থেকে তাই উনারা সফল হতে পেরেছেন। যাইহোক আমি ইফতার পার্টিতে কাটানো সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভাল লাগবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

রমজান মাসে ইফতার পার্টির মজাটাই আলাদা। সবাই মিলে যেমন সুন্দর একটা মুহূর্ত কাটানো যায়, তেমনি অনেক মজা করে খাওয়া দাওয়া করা যায়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই বিষয়টা। আপনারা তো দেখছি বেশ ভালোই মজা করে খেয়েছেন। পুরো মুহূর্তটা খুব সুন্দর লাগলো দেখে।

 2 days ago 

ঠিক বলেছেন আপু সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা। অনেক মজা করেছিলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 days ago 

আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু ইফতার পার্টিতে অপরিচিত মানুষ থাকলে ভালো না লাগা স্বাভাবিক। যাইহোক সবাই পরে এসেছে জেনে ভালো লাগলো। আর ইফতারে সুস্বাদু খাবারের আয়োজন করেছে দেখে অনেক ভালো লাগলো। নিশ্চয় অনেক ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 days ago 

আসলে কারো আন্তরিকতা দেখলে সেখানে যেতে ভালোই লাগে। আর ভাইয়ের সাথে পরিচিত হওয়ার কারণে আপনাদের অনেক করে বলেছে বিধায় আপনারা গিয়েছেন বিষয়টা খুবই ভালো লাগছে আপু। ইফতারিতে ভাজাপড়ার আইটেমগুলো কম রাখলেই ভালো। কিন্তু আমরা তো আর সেটা বুঝেও বুঝতে চাই না। ভাজাপোড়া আইটেম করে নিতেই হয়। যাই হোক খাবারের আয়োজন দেখে খুবই ভালো লাগছে।

 2 days ago 

ঠিক বলেছেন আপু ইফতারে ভাজাপোড়া আইটেম ছাড়া যেন আমাদের চলেই না। যাইহোক সব মিলিয়ে বেশ ভালোই আনন্দ করেছিলাম ইফতার পার্টিতে। ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 yesterday 

এভাবে সবার সাথে আনন্দ করতে পারলে খুবই ভালো লাগে।

 4 days ago 

রোজার মাসে সবাই মিলে ইফতার পার্টি করার মজাই অন্যরকম। আমারও ইচ্ছে করে রোজার মাস আসলে মনে হয় বন্ধুদের সাথে ইফতার পার্টি করি তবে এখন আর সুযোগ হয়ে ওঠেনা। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

একটা সময় গিয়ে অনেক কিছু চাইলেও আর করার সুযোগ হয়ে উঠে না আপু। তবে এই ইফতার পার্টিটা ছিল আমার হাজবেন্ডের পরিচিত এক ভাইয়ের।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 83064.44
ETH 1882.37
USDT 1.00
SBD 0.79