ভিন্ন স্বাদের রুই মাছ ভুনা রেসিপি 🥘
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আমি নতুন নতুন রান্না করতে প্রতিনিয়ত অনেক পছন্দ করি। অনেক সময় একই ভাবে রান্না করা খাবার খেতে একঘেয়েমি চলে আসে। তাই রান্নায় যদি ভিন্নতা আনা যায় তাহলে খেতেও ভালো লাগে। রুই মাছ আমার বাসার সবারই খুবই পছন্দের। বলতে গেলে রুই মাছ ছাড়া অন্য কোনো বড় মাছ খুব কম খাওয়া হয়। এই মাসে বেশ বড় সাইজের কিছু রুই মাছ কিনেছিলাম। এবং সেগুলো মাংসের মত পিস করে কেটে এনেছিলাম। বড় মাছের যেকোনো রেসিপি খেতে ভীষণ মজার হয়। আর একটু ভিন্নভাবে যদি রান্না করা যায় তাহলে তো খেতে আরো বেশি ভালো লাগে। তাই আজকে রেসিপিটি আমি একদমই নিজের মতো করে বানিয়েছি। আশা করছি ভাল লাগবে আপনাদের কাছে।
তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই।
উপকরণ |
---|
রুই মাছ |
পেঁয়াজ কুচি |
কাঁচা মরিচ |
টমেটো কুচি |
হলুদ গুঁড়া |
আদা-রসুন বাটা |
জিরার গুঁড়া |
সরিষা |
লবণ |
তেল |
ধাপ-১
প্রথমে মাছগুলো ভেজে নেব এর জন্য মাছে লবণ এবং হলুদ গুঁড়া মাখিয়ে নিয়ে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে এফিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে।
রুই মাছের মধ্যে কিছু পাঙ্গাস মাছ নিয়েছিলাম। আমার ছোট বোন এবং আমার ছেলের জন্য। সেগুলো অবশ্য ভেজে আলাদা করে রেখে দিয়েছি।
ধাপ-২
এ পর্যায়ে মসলার পেস্ট তৈরি করার জন্য ব্লেন্ডারের জারে কয়েকটি কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং সরিষা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি।
ধাপ-৩
চুলায় অন্য একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি গুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি।
ধাপ-৪
এবার যে মসলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি।
ধাপ-৫
এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা এবং লবন দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মসলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে কয়েকটি গোটা কাঁচামরিচ দিয়েছি।
ধাপ-৬
এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে রান্না করতে হবে।
ধাপ-৭
এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়ে ঝোল যখন অনেকটা গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে পরিবেশন করেছি।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। সত্যি কথা বলতে নিজে রান্না করেছি বলে বলছি না রেসিপিটা খেতে খুবই মজার হয়েছিল। বিশেষ করে সরিষা বাটা দিয়ে মাছ ভুনা করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। যেমন সরিষা বাটা দিয়ে পাবদা মাছ ভুনা আমার খুব পছন্দের। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
রুই মাছের রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ভিন্ন স্বাদের রুই মাছ ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু। আপনি সব কটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
রুই মাছের বিভিন্ন রেসিপি তৈরি করা যায় আর খেতেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/HiraHabiba67428/status/1888301426159620582?t=M46zJWpFf8eLFP24f51F9Q&s=19
ঠিক বলেছেন আপু সবসময় এক ধরনের খাবার খেতে একদমই ভালো লাগে না। সেজন্য মাঝে মাঝে আমিও রেসিপির মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করি। রুই মাছ খেতে আমার কাছেও অনেক ভালো। কিন্তু এভাবে কখনও তৈরি করে খাওয়া হয়নি। সরিষা দেওয়ার জন্য এর স্বাদ মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গিয়েছে। আপনার উপস্থাপনা লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু সরিষা বাটা দেওয়াতে এই মাছ ভুনার স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ভিন্ন স্বাদের রুই মাছ ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। অসাধারণ হয়েছে আপু।
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
এইভাবে রুই মাছ রান্না যেটা করি আমরা তাকে বলি রুই মাছের কালিয়া। খুব সুন্দর রং হয়েছে আপনার রান্নার। দেখেই মনে হচ্ছে খেতে বেশ লবণীয় ছিল। এই রান্নাটা রুই বা কাতলা দুটো মাছের খুব ভালো লাগে।
হ্যাঁ আপু খেতে খুবই মজার ছিল রেসিপিটা। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
ভিন্ন স্বাদের রুই মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে মাছের মধ্যে রুই আর শাঁকের মধ্যে পুঁই। আপনি অনেক লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটি পর্যায়ক্রমে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে রেসিপিটি তৈরি করেছেন। ধন্যবাদ আপু আপনাকে
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ওয়াও দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন আপু।এইভাবে রুই মাছের ভুনা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার রুই মাছের ভুনা রেসিপি দেখে আমার লোভ লেগে গেলো।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি টি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া এভাবে রুই মাছ ভুনা খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আপনার বাসায় সবাই রুই মাছ খেতে পছন্দ করে জেনে খুব ভালো লাগলো। বড় সাইজের রুই মাছ গুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। সরিষা বাটা দিয়ে এভাবে বড় মাছগুলো রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনার এই রুই মাছের রেসিপি দেখে আমার তো লোভ লেগে গেল। এই রুই মাছের রেসিপি দেখে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। তৈরি করার ধাপগুলো অনেক বেশি সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি কথা বলতে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপু। আমরা সবাই খুবই মজা করে খেয়েছি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।