রেসিপিঃ সবজি খিচুড়ি || ছুটির দিনে গ্রামের ছেলেমেয়েদের চড়ুইভাতি সবজি খিচুড়ি দিয়ে

in আমার বাংলা ব্লগ14 hours ago (edited)

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি পোস্টে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ির রেসিপি। খিচুড়ি আমার খুব খুব পছন্দের। আমাকে তিন বেলা খিচুড়ি খেতে দিলেও কোন অভিযোগ থাকবে না। গ্রামে বাচ্চাদের স্কুল ছুটি হলেই তারা অনেকে মিলে পিকনিকের আয়োজন করে থাকে। যাকে বলা হয় চরুইভাতি। প্রত্যেকটা বাড়ি থেকে চাল, ডাল, মসলা সংগ্রহ করে এই পিকনিকের আয়োজন করা হয়। কিছুদিন আগে আমার ছোট বোনের স্কুল বন্ধ ছিল। দুপুরবেলা দেখলাম সবজি কাটাকুটি করছে। জিজ্ঞেস করলাম কি হবে।ওরা বলল ওরা কয়েকজন মিলে পিকনিকের আয়োজন করেছে সবজি খিচুড়ি দিয়ে।

আমি ভাবলাম এই সুযোগ কেন হাতছাড়া করবো। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। এজন্য প্রত্যেকটা ধাপে ধাপে ফটোগ্রাফি করে রেখেছিলাম এবং একটি ভিডিওগ্রাফি করেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভাল লাগবে। তো চলুন রেসিপিতে চলে যাই।

1000025255.jpg

1000000121.png

উপকরণ
চাল
বাঁধাকপি
আলু
টমেটো
গাজর
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ কুচি
পেঁয়াজকলি
আদা রসুন বাটা
জিরা বাটা
হলুদ গুঁড়া
গরম মসলা
লবণ
তেল

1000025251.jpg

1000000122.png

ধাপ-১

প্রথমে সব উপকরণ কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। চাল ধুয়ে নিয়ে চালগুলো একটি পাতিলে নিতে হবে।

1000025250.jpg

ধাপ-২

চালের মধ্যে বাঁধাকপি, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, গুঁড়া মসলা, বাটা মসলা এবং পরিমাণ মতো তেল দিতে হবে।

1000025249.jpg

ধাপ-৩

এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে।

1000025248.jpg

ধাপ-৪

ভালোভাবে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে কেটে ধুয়ে রাখা আলু, টমেটো এবং গজর দিয়ে আবারো মাখিয়ে নিতে হবে।

1000025247.jpg

ধাপ-৫

এরপর পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি রান্নার জন্য। রান্না হয়ে গেলে কিছুক্ষণ চলেই তো আমি রেখে দিয়েছি।

1000025246.jpg

ধাপ-৬

একটি বাটিতে তুলে নিয়ে বাচ্চাদের পরিবেশন করেছি।

1000025255.jpg

1000024511.jpg

1000025253.jpg

রেসিপি ভিডিও

সবাই আনন্দ করে খেয়েছিল। ওদের সাথে আমরা বড়রাও খেয়েছিলাম। ভীষণ মজার হয়েছিল এই সবজি খিচুড়ি। তাছাড়া শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

1000010107.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 hours ago 

গ্রামের দিকে এগুলো অনেক বেশি দেখা যায়। কয়েকদিন আগে আমাদের আশেপাশের ছোট ছোট বাচ্চারাও চড়ুইভাতি করেছিল। যা আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছিল। সবজি খিচুড়ির রেসিপি টা আমাদের মাঝে এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। এটা দেখেই তো আমার খুব ভালো লেগেছে।

 5 hours ago 

পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি তাহলে খিচুড়ি প্রেমি মানুষ। অবশ্য খিচুড়ি আমার কাছেও ভীষণ পছন্দের। আপনার ছোট বোনসহ গ্রামের বাচ্চাদের করা চড়ুইভাতি উপলক্ষে সবজি খিচুড়ির মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। বাঁধাকপি আলু টমেটো গাজরের সমন্বয়ে লোভনীয় সবজি খিচুড়ির রেসিপিটি আমাদের সাথে ধাপে ধাপে সুন্দর বর্ণনা সহকারে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 1 hour ago 

ছোটবেলায় এরকম সবাই মিলে চড়ুইভাতী করা হতো। এখন আর এগুলো করা হয় না। গ্রামের ছেলে মেয়েদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন। সবাই মিলে সবজি খিচুড়ি তৈরি করেছেন। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। শীতকালে সবজি খিচুড়িটা ভালোই লাগে খেতে। রেসিপি কালারটা বেশ লোভনীয় লাগছে। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 54 minutes ago 

আপু ছোট বেলায় এমন চড়ুইপাতি অনেক করেছি।কিন্তু এখন এগুলো তেমন পাওয়া যায় না। আপনারা নিশ্চয় অনেক আমন্দ করেছেন। সত্যি এমন চড়ুইপাতি মাঝে মাঝে দেখলে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.25
JST 0.035
BTC 98236.52
ETH 2715.92
SBD 3.43