একান্তে কাটানো কিছু মুহূর্ত
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম।বলতে হয় ভালো আছি তাই বললাম কিন্তু মোটেই ভালো নেই আমি।শারীরিকভাবে বা মানসিকভাবে খুবই অসুস্থ। এত খারাপ লাগছে যে সংসারের কোন কিছুই ভালো লাগছে না।কারোর কথা হচ্ছে না। তাই ভাবলাম নিজেকে কিছু সময় দেওয়া দরকার। আর আমি সবসময়ই প্রকৃতির মাঝে সময় কাটাতে পছন্দ করি। বিশেষ করে আমার যখন মন খারাপ হয় তখন প্রকৃতির মাঝে ঘুরতে বা সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। এতে করে মনটা ভালো হয়ে যায়।
বলতে গেলে আজ এক সপ্তাহের মতো কষ্ট ভোগ করছি। আমার বাড়ির পাশে আবার বড় বাবার বাড়ি। উনাদের অনেক বড় একটি ছাদ।আজ ছাদের আশেপাশে অনেক গাছ-গাছালি এবং ছাদেও অনেক সবজি লাগানো হয়েছে।
তাই বিকেল বেলায় একটু সময় করে ছাদে উঠেছিলাম একান্তে কিছু সময় কাটানোর জন্য। আমি সন্ধ্যের একটু আগে উঠেছিলাম ছাদে। তাই আশেপাশের পরিবেশ অনেক সুন্দর লাগছিল।
ফটোগ্রাফি তে লক্ষ্য করলে দেখতে পারবেন ছাদে শিম গাছ লাগানো হয়েছে এবং কি পরিমাণ শিম হয়েছে। অনেকটা জায়গা জুড়ে এই শিম গাছ ছড়িয়ে গেছে অনেকটা জায়গা জুরে।আমরা প্রত্যেকে এই শিম ব্যবহার করে রান্নায়। আমরা এবং আমাদের বাসার আশেপাশে যত পরিবার আছে সবাই।কেননা গ্রামের দিকে শিমের দাম অনেকটাই কম তাই বাজারে সেরকম একটা বিক্রি হয় না। আবার গ্রামে প্রত্যেকটা বাড়িতেই শিমগাছ রয়েছে। প্রত্যেকটা বাড়িতে না থাকলেও কিছু কিছু বাড়িতে শিম গাছ রয়েছে, তাই কেউ কারো বাড়িতে শিম কিনতে যায় না।
যাইহোক ছাদে উঠে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। এরপর বেশ কিছু ফটোগ্রাফি করলাম যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সেই ভেবেই আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে।আমার একান্তই নিজের করে কিছু মুহূর্ত কাটানোর অভিজ্ঞতা। তো বন্ধুরা আজ এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
https://x.com/HiraHabiba67428/status/1890443389667082383?t=sDinLSPsnypEEFODZoBd3A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Shy Fox কে বেনিফিশিয়ারী দেয়া হয় নাই এই পোষ্ট এ, এ বিষয়ে আরো সতর্ক হওয়ার পরামর্শ রইল।
ভাইয়া খুবই অসুস্থ ছিলাম তো পোস্ট করেছি বুঝতে পারিনি। এমনটা আর কখনো হবে না ভাইয়া। ধন্যবাদ সতর্ক করে দেওয়ার জন্য। 🙏
মাঝেমধ্যে এভাবে নিজেকে একটু সময় দিলে অনেক ভালো লাগে। আপনি আপনার একান্তে কাটানো অনেক সুন্দর একটা মুহূর্ত আমার জন্য সবার মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কাটানো পুরো মুহূর্তটা দেখে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মুহূর্ত আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
নিজের জন্য কিছুটা সময় বের করা অবশ্যই দরকার। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
মাঝেমধ্যে সবারই উচিত নিজের মতো করে সময় কাটানো। এতে করে নিজের সাথে বোঝাপড়া করাও হয়ে যায়। তাছাড়া প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
জ্বি ভাইয়া সবার উচিত নিজের জন্য একটু সময় বের করা।নিজেকে সময় দেওয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।