রেসিপিঃ আলু এবং পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি 🥘

in আমার বাংলা ব্লগyesterday

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার রেসিপি পোস্টে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি। শীতকালে পেঁয়াজকলি অনেকেরই পছন্দের খাবার। আমারও ঠিক তেমনি পেঁয়াজকলি কাঁচা খেতেও ভালো লাগে ভাতের সাথে আর যেকোনো সবজির সাথে রান্না করলেও বেশ ভালো লাগে খেতে। যেমন পেঁয়াজকলি দিয়ে শিম ভাজা,পেঁয়াজকলি দিয়ে ছোট মাছ চচ্চড়ি সহ অন্যান্য রেসিপিতে পেঁয়াজ-কলির কম্বিনেশন অসাধারণ।

আমি আজ আমার খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোট মাছ আমার বরাবরই অনেক পছন্দের। তাই আমি বাজার থেকে বেশকিছু পেঁয়াজ কলি কিনে এনেছিলাম। সেই পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি বানিয়েছিলাম। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে।

1000020662.jpg

1000015079.png

উপকরণ
ছোট মাছ
আলু
পেঁয়াজকলি
পেঁয়াজকুচি
কাঁচামরিচ ফালি
আদা-রসুন বাটা
জিরার গুঁড়া
হলুদ গুঁড়া
লবণ
তেল

1000020669.jpg

ধাপ-১

প্রথমে আমি আলু কুচি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কলি কুচি করে কেটে নিয়েছি।এরপর এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি।

1000020668.jpg

ধাপ-২

একটি কড়াইয়ে কেটে ধুয়ে রাখা সবজি, কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি নিয়ে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং আদা-রসুন বাটা দিয়েছি।

1000020667.jpg

ধাপ-৩

এবার পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

1000020666.jpg

ধাপ-৪

এবার ধুয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

1000020665.jpg

ধাপ-৫

সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রান্নার জন্য বসিয়ে দিতে হবে।

1000020664.jpg

ধাপ-৬

একদম শুকনো শুকনো হয়ে আসলে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি আলু এবং পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি।

1000020663.jpg

1000020661.jpg

তো এই ছিল আমার আলো এবং পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি। ঝোলের রেসিপি গুলো আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না তবে আমি ভর্তা ভাজি এবং এ ধরনের চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করি আর হাতের মাখানো তরকারি আমার কাছে সব সময় বেশি ভালো লাগে কারন এটা বারবার নেড়েচেড়ে দিতে হয় না।মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলেই ব্যাস রান্না শেষ। আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই জানাবেন তবে আমার কাছে এটা খেতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ মজার হয়েছিল এই রেসিপিটি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

1000000116.png

Sort:  
 yesterday 

ছোট মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপু। বিশেষ করে শীতকালীন সবজি দিয়ে খেত খুব ভালো লাগে। আর আপনি তো পেঁয়াজকলি দিয়ে রান্না করলেন। এভাবে খেতেও দারুন হবে। রেসিপির কালার দেখে খেয়ে নিতে ইচ্ছে করছে। অনেক সুন্দর ভাবে খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

আপু ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। আসলে আপু পিঁয়াজ কলি দিলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

আপু মাত্র খেয়ে বসে পোস্ট পড়তে গিয়ে প্রথমেই আপনার এমন লোভনীয় রেসিপি চোখে পড়লো। এমন মজাদার রেসিপি দেখে আবার খিদে পেয়ে গিয়েছে। ঠিক বলেছেন শীতের সময়ে অনেকেই পেঁয়াজ কলি খেতে খুব পছন্দ করে। আমিও বিভিন্ন ভাজি রান্না করলে বেশি করে পেঁয়াজ কলি দেওয়ার চেষ্টা করি। এতে যেনো ভাজির স্বাদ বেড়ে যায়। আপনি পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছের খুবই মজাদার চচ্চড়ি তৈরি করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 yesterday 

আলু এবং পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে খুব পছন্দ করি।খেতে খুবই মজা লাগে।আপনার তৈরি ছোট মাছের চচ্চড়ি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।রেসিপিটি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 yesterday 

আলু এবং পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়। আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এলো আপু। আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করেছেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 yesterday 

ছোট মাছের রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলু এবং পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি বেশ দারুন ভাবে রেসিপি টি তৈরি সম্পন্ন করেছেন।

 yesterday 

ছোট মাছ খুবই সুস্বাদু হয়। আর পেঁয়াজকলির তো সেই স্বাদ৷ না জানি রান্নাটা খেতে কতক ভালো হয়েছে। আমি তো প্রবাসে থাকার কারণে বহু বছর হল পেঁয়াজকলি খাইনি। এদিকে পাওয়া যায় না কিনা৷ আপনাদের পোস্ট দেখে মনে হচ্ছে একবার বাড়ি যাই আর জমিয়ে পেঁয়াজকলি খেয়ে আসি৷

 yesterday 

আলু ও পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটি দারুন তৈরি করেছেন আপু আপনি। দেখতে অনেক লোভনীয় হয়েছে রেসিপিটি খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। রেসিপির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপু আপনি। মজাদার রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94446.32
ETH 3275.56
SBD 6.71