মাঝরাতে খিচুড়ি পার্টি 🍛🍲
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। গতরাতে আমরা বাসায় খিচুড়ি পার্টি করেছিলাম মাঝরাতে। সেই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। গতকাল আমার মা নানু বাড়িতে বেড়াতে গিয়েছেন। পাশের বাসার দুই ভাবিকে ডেকেছিলাম আমার বাসায় থাকার জন্য। সবাই মিলে একটু আনন্দ করা যাবে সেই সাথে আমার একাকীত্ব দূর হবে। যাইহোক ভাবীরা সন্ধ্যার পর চলে এসেছিলেন আমার বাসায়। ওনারা আমার চাচাতো ভাইয়ের বউ।উনাদের সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
তিনজন মিলে অনেক গল্প গুজব করেছি রাতে। যদিও রাতের খাওয়া হয়েছিল তারপরও ভাবলাম ভাবিদের জন্য কিছু রান্না করি। উনারা তো আমাকে কিছুতেই রান্না করতে দেবেন না। তারপরও জোর করলাম আমি একটু খিচুড়ি আর মাংস রান্না করি। আমার চাচতো ভাইয়ের ছেলেরাও ছিল সাথে। ওরা তো সব সময় বাবুর সাথে খেলাধুলা করে। ওরাও খুব খুশি আমার বাসায় থাকতে পেরে। যাইহোক উনাদের সাথে গল্প করতে করতে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম।
এরপর বাবুকে ঘুমিয়ে দিয়ে মাঝ রাতে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আমি আর আমার এক ভাবি মিলে রান্না করেছিলাম। আমরা খিচুড়ি রান্না করেছিলাম এবং সাথে মুরগির মাংস কষা করেছিলাম।শহরের বাসায় যখন ছিলাম তখন ও মাঝেমধ্যে পাশের বাসার ভাবিরা মিলে এমন আয়োজন মাঝেমধ্যেই করতাম। শুধু বাসাতেই না আমি যখন কলেজ হোস্টেলে থেকে পড়াশোনা করতাম তখনও মাঝ রাতে রুমমেটরা মিলে এমন খিচুড়ি রান্না করে খেতাম। তখন খিচুড়ির সাথে এত কিছু থাকতো না শুধুমাত্র ডিম ভাজি। ব্যাচেলার জীবন বুঝতেই পারছেন।
যাইহোক আমরা রাত একটা কি দেড়টা বাজে খাবার খেয়েছিলাম। খিচুড়ি এত মজার হয়েছিল আর মাংসটাও। খুবই মজা করে খেয়েছিলাম আমরা। বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছিল। আসলে যখন সবার খুশি মুখগুলো দেখি তখন খুবই ভালো লাগে। আমার তো ইচ্ছে করে এমন আয়োজন মাঝেমধ্যেই করতে। যাইহোক সব মিলিয়ে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাঝেমধ্যে আশেপাশের সবাই মিলে এরকম ছোটখাটো পার্টি করতে পারলে ভালোই লাগে। আপনারা রাতের বেলা খিচুড়ি পার্টি করেছেন দেখে বেশ ভালো লাগলো। খিচুড়ি এবং মুরগির মাংস ভুনা তৈরি করেছেন। দেখেই তো বেশ সুস্বাদু মনে হচ্ছে। সবাই মিলে একসাথে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপু গল্পের মাঝে এভাবে মাংস আর খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর আমরা রাতে যতই খাওয়া দাওয়া করি না কেন এমন খিচুড়ি খেতে সবাই পছন্দ করে। অনেক দিন হলে খিচুড়ি খাওয়া হয় না।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
বেশ দারুন খিচুড়ি পার্টির আয়োজন করেছেন। খিচুড়ি আমি কিন্তু অনেক পছন্দ করি। তাই মাঝে মধ্যে বাইরে কোথাও গেলে খিচুড়ি খাওয়ার চেষ্টা করে থাকি। তবে হোটেল গুলোতে সকালে ছাড়া খিচুড়ি হয় না। আর সকাল সকাল খিচুড়ি শেষ হয়ে যায়। যাই হোক খুব সুন্দর একটা পোস্ট দেখে ভালো লাগলো আমার।
আপু আপনার মা নানু বাড়িতে বেড়াতে গিয়েছিল বিদায় শেষ সুবাদে ভাবিদের কে নিয়ে গল্প করলেন এবং মজার খিচুড়িও খেলেন। খিচুড়ি খেতে সবাই খুব পছন্দ করে। মাঝরাতে মজার খিচুড়ি রেসিপি করে খেয়ে ফেলেছেন আপু। আর একসাথে গল্প করতে করতে এ ধরনের খাওয়া ঘার মজাই আলাদা। ধন্যবাদ সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আসলে এই ধরনের মাঝ রাতে খিচুড়ি পার্টিতে খাবার থেকে আনন্দ অনেকটা বেশি হয়। সবাই মিলে মিশে একসাথে এই খাওয়ার মজাটাই আলাদা। আর খিচুড়িটা দেখে আমার খুব লোভ হচ্ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।