সন্ধ্যায় মজার মজার খাবার খাওয়া
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম।সন্ধ্যায় আজ কিছু বেশ মজার মজার খাবার খেয়েছি আর সেই মুহূর্ত বা অনূভুতি আপনাদের সাথে শেয়ার করব। আজ সন্ধ্যায় বাবুর বাবা গিয়েছিল শহরে আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে এবং বাবুর কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে। এদিকে বাবু বিকেলে ঘুম থেকে উঠে বাবাকে দেখতে না পেরে ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কোনো ভাবেই তার কান্না থামানো যাচ্ছিল না। বাধ্য হয়ে তার বাবার কাছে ভিডিও কল দিতে হলো।
ফোনে কিছুক্ষণ কথা বলে তখনো থামছিল না। এরপর তার বাবাকে সে বলল চিকেন খাবে। চিকেন খেতে বাবু খুবই পছন্দ করে। কিছুক্ষণ পর ওর বাবা বাসায় চলে আসে এবং বেশ কিছু চিকেন আইটেম খাবার নিয়ে আসে বাবুর জন্য। যার মধ্যে ছিল চিকেন চাপ, চিকেন পকোড়া, চিকেন কাবাব এবং এ্যাগ নুডুলস। বাবুর চিকেন চাপ এবং নুডুলস খুবই পছন্দ হয়েছিল এবং সে খুবই মজা করে খেয়েছিল। সবার জন্যই এনেছিল তাই আমরাও খেয়েছিলাম। সত্যি বলতে নুডুলস টা খুবই মজার হয়েছিল। আর চিকেন চাপ টাও খেতে খুবই মজার ছিল।
মাঝেমধ্যে এমন খাবার গুলো খুবই মিস করি। কেননা গ্রামের বাজারে কিংবা আশেপাশে এ ধরনের খাবার গুলো একদমই পাওয়া যায় না। আর শহরে থাকতে যখন মন চাইত তখনই বাহিরে বের হয়ে খেতে পারতাম। অবশ্য মাঝে মাঝে বাবুর বাবা শহর থেকে অনেক খাবার এনে খাওয়ায়।খাবারগুলো মুখরোচোক খাবার। অনেকদিন পর খেয়ে বেশ ভালো লেগেছিল। এর জন্য বাবুর বাবাকে অসংখ্য ধন্যবাদ। যাইহোক বন্ধুরা এই ছিল আমার আজকের মজার মজার খাবার খাওয়ার অনুভূতি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
https://x.com/HiraHabiba67428/status/1882157688018383061?t=0WIeqE3eAN5tQtmdm6a7Jw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
এরকম খাবার গুলো খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। গতকাল অবশ্য অফিসে গিয়েছিলাম সেখানে বসেই আমরা চিকেন চাপ খেয়েছিলাম। চিকেনের চাপ খেতে এত মজা হয় মাঝে মাঝে বাসায়ও আনা হয়ে থাকে। যাইহোক ভাইয়া বাবুর জন্য এবং আপনাদের সবার জন্য এতগুলো আইটেম এনেছে দেখে খুবই ভালো লাগলো। সবাই মিলে মজা করে খেয়েছেন।
এই চিকেন চাপ গুলো খেতে খুবই মজার ছিল আপু। আর বাবু এবং আমরা বাসার সবাই খুবই মজা করে খেয়েছিলাম। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
মজার খাবার দেখে কিন্তু আমারও খেতে মনে চাইছে। এমন করে এমন মজার খাবার তো দিতে নেই আপু। তাহলে তো নিজেকে আর ধরে রাখতেই পারবো না। দৌড়ে চলে আসবো। বেশ সুন্দর আনন্দ ঘন সময়গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এক দৌড়ে চলে আসেন আপু। দুজন মিলে অনেক মজার মজার খাবার খাব।
আমি আবার আপু খুব ভোজন বিলাসী। তাই যেখানে খাবার দেখি লোভ লেগে যায়। আর শীতকালে গরম গরম চিকেন চাপ, চিকেন পকোড়া, চিকেন কাবাব খেতে মজাই লাগে।আর সাথে যদি থাকে বিভিন্ন ধরনের সস আর কাছে অনেক আপনজন তাহলে খাবার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখে বোঝা যাচ্ছে খাবার গুলো অনেক ভালো হয়েছিল। নিশ্চয়ই বাসার সবাই অনেক মজা করে খেয়েছেন।
তাহলে আপনার সাথে আমার বেশ ভালো জমবে। আমিও খেতে খুবই পছন্দ করি আপু। সবগুলো খাবার খুবই মজার ছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
সন্ধ্যেবেলায় মজার মজার খাবার খেতে আমার কাছে অনেক ভালো লাগে। সবাই একসাথে বসে এ ধরনের খাবারগুলো খাওয়ার মজাটাই আলাদা। অনেক সুন্দর করে আপনি এই মুহূর্তটা সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। যেটা দেখে আমার তো অসম্ভব ভালো লেগেছে। ইচ্ছে করছে খাবারগুলো নিয়ে আমি নিজেই খেয়ে ফেলি।
ঠিক বলেছেন ভাইয়া বাসার সবাই একসাথে মিলে এই ধরনের খাবার গুলো খেতে খুবই ভালো লাগে।সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
খাবারের ফটোগ্রাফি দেখে তো লোভ লেগে যাচ্ছে। শীতকে এনজয় করে ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। সবগুলো খাবার খুবই লোভনীয় ছিল। ধন্যবাদ
এটা ঠিক বলেছেন ভাইয়া শীতের সন্ধ্যায় এমন মজাদার খাবার খেতে সত্যি অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।