ভ্যানগাড়ি থেকে গ্রামের মহিলাদের শীতের পোশাক কিনতে দেখার মুহূর্ত
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ শেয়ার করব ভ্যান গাড়ি থেকে গ্রামের মহিলাদের শীতের পোশাক কিনতে দেখার অভিজ্ঞতা বা মুহূর্ত। কদিন বেশ ঠান্ডা পড়েছে।বাহিরে তো বের হওয়া যাচ্ছে না। সারাদিনের রোদের কোন ছিটেফুটা নেই। তার উপর আবার বাতাস বইছে।গোসল করে কিছুটা সময়ের জন্য বাসার সামনে বের হয়েছি। দূরে তাকিয়ে দেখলাম বেশ কিছু মহিলা একটা জায়গায় দাঁড়িয়ে কি যেন করছে। আস্তে আস্তে সেদিকে গেলাম। গিয়ে দেখলাম একজন লোক ভ্যান গাড়ি নিয়ে এক মহিলাকে নিয়ে শীতের পোশাক বিক্রি করতে এসেছেন।
লোকটাকে অনেক চেনা চেনা লাগলো তারপর মনে হল ছোটবেলায় এনার কাছ থেকে কত ঝাল মুড়ি খেয়েছি। স্কুলে ভ্যানে করে ঝাল মুড়ি বিক্রি করতেন। যাইহোক ভালো মন্দ জিজ্ঞেস করে গ্রামের মহিলাদের শীতের পোশাক কিনা দেখছিলাম। বলতে গেলে এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল কারণ আগে কখনো এরকম ভ্যান গাড়িতে করে শীতের পোশাক আনতে দেখিনি গ্রামে। ওনারা স্বামী স্ত্রী নতুন করে এই বিজনেস শুরু করেছেন। ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
যেহেতু হঠাৎ করেই তীব্র শীত পড়েছে তাই অনেক মহিলারাই নিজেদের পছন্দমত শীতের কাপড় কিনছিলেন। উনাদের কাছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে সকল বয়সী মহিলাদের কাপড় ছিলো।কাপড়ের কোয়ালিটি গুলো আমার কাছে বেশ ভালই লেগেছে। উনাদের কাছে বেশকিছু লং সোয়েটার ছিল।যদিও আমি নেয়নি।অন্য মহিলাদের কাপড় কিনতে দেখে বেশ ভালো লাগছিল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কে কিনছে। অনেকেই ছোট বাচ্চাদের জন্য সোয়েটার কিনেছে আবার নিজেদের জন্য কিনেছে।
আসলে সারাদিন ঘুরে ঘুরে বেশ ভালোই বেচাকেনা হয় ওনাদের। আবার অনেক মহিলারা আছেন যারা কাজের চাপে বাজারে যেতে পারেন না কারণ গ্রামে এখন ধানের কাজ শুরু হয়েছে তাই তারা এখান থেকেই তাদের পছন্দমত শীতের পোশাক কিনে নিচ্ছেন। যাইহোক এরপর ওনাদের কাপড় কেনা দেখে আমি চলে এসেছি।তো এই ছিলো আমার ভ্যান গাড়ি থেকে গ্রামের মহিলাদের শীতের পোশাক কিনতে দেখার অভিজ্ঞতা বা মুহূর্ত। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/HiraHabiba67428/status/1866913119945232571?t=cCAnnvxAo8_q0yMLP16ykA&s=19
আসলেই ব্যস্ততার জন্য যারা বাজারে যেতে পারে না,তারা যদি বাসার সামনে এমন ভ্যান গাড়ি পায়,তাহলে খুব সহজেই কেনাকাটা করতে পারে। অনেকেই দেখছি অনেক কিছু কিনেছে ভ্যান গাড়ি থেকে। আপনি তাদের কেনাকাটা দেখে ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।