আমার শখের ছাদ বাগান থেকে সংগ্রহ করা কিছু ফটোগ্রাফি🪴📸
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। কথাটি হয়তো আমি অনেকবার বলেছি যে ছোটবেলা থেকে গাছপালা আমার প্রিয়। গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে। আর সেই গাছের যত্ন করতেও খুবই ভালো লাগে। আমার বাসার সামনের অংশ ছাদ দেওয়া। ছাদটা মোটামুটি বেশ ভালই বড়। যেহেতু গাছ লাগাতে পছন্দ করি তাই বাড়ি করার পরপরই চিন্তা করে রেখেছিলাম ছাদে গাছ লাগাব। যদিও সেভাবে ছাদটাকে এখনো পুরোপুরি পরিষ্কার করা হয়নি কিংবা গাছ লাগানো শেষ হয়নি। কেবলমাএ কিছু গাছ লাগিয়েছি।
প্রত্যেকদিন বিকেল করে উঠে ছাদে পানি দেওয়া হয় গাছে।তবে আমি বেশ কয়েকদিন থেকে ছাদে উঠিনি। আমার মা, ছোট বোন বিকেল করে পানি দেয়। আজ আমি উঠেছিলাম ছাদে পানি দিতে তাই ভাবলাম আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করি। আজ ছাদে উঠে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল গাছগুলো দেখে। একটা গাছ যখন ছোট থেকেই যত্ন করে বড় করা হয় আর সেই গাছে যখন ফল দেখতে পাওয়া যায় সেটা যে কতটা আনন্দের সেটা যারা গাছ লাগান তারাই ভালো বুঝেন।
ছাদে বেশ কয়েকটা টমেটো গাছ লাগানো ছিল দেখলাম প্রায় সব গাছেই বেশ ভালো টমেটো ধরেছে। সত্যি কথা বলতে আমি তো এত টমেটো আশাই করিনি। এরপর কিছু মরিচ গাছে দেখলাম মরিচ ধরেছে এবং আবার বেগুনও ধরেছে। এত কিছু দেখে একসাথে মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। পরে আবার মাকে ডেকে নিলাম ছাদে। মা মেয়ে মিলে ছাদটি পর্যবেক্ষণ করছিলাম আর ভাবছিলাম কি কি গাছ লাগানো যায়। ভাবছি পুরো ছাদ গাছ দিয়ে ভরিয়ে ফেলবো।
আমার শখের বাগানে বেশ কয়েক প্রকার গাছ লাগিয়েছি। দুই জাতের মরিচ গাছ, কয়েক প্রকার বেগুনের গাছ, পালং শাক, টমেটো এছাড়াও বেশ কয়েকটি ফুল গাছও আছে। আবার নতুন করে মিষ্টি কুমড়ার বীজ লাগানো হয়েছে সাথে আবার করলার বীজও লাগিয়েছি। বীজগুলো গুলো কেবলমাত্র ফুটতে শুরু করেছে। আপনারা হয়তো ফটোগ্রাফিতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে গাছ লাগাতে সব ফেলনা জিনিস ব্যবহার করেছি। যে সব জিনিস আমরা ফেলে দেই কিংবা বিক্রি করে দেই সেই জিনিসগুলো আমি এখানে গাছ লাগাতে ব্যবহার করেছি।
যাইহোক খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে ছাদ বাগানটা অনেক সুন্দর করে সাজাবো। আপনাদের কাছে আমার এই ছোট্ট বাগান কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
https://x.com/HiraHabiba67428/status/1882157688018383061?t=Ohyz0B7fTvh2c8ur6r5iYA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে ছাদ বাগান আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপনার ছাদ বাগান দেখে আমার সত্যি হিংসা হচ্ছে। কেননা এত সুন্দর ছাদ বাগান করার ক্ষেত্রে যে পরিশ্রম করতে হয় তা যারা করে তারাই একমাত্র জানে।
আজকে আপনি আপনার শখের কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে টমেটো এবং ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। আপনি আপনার ছাঁদে অনেক ধরনের গাছ এবং ফুলের গাছ রোপণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
ছাদবাগান তো বেশ দারুন ফুল ফলে ভরিয়ে তুলেছেন আপনি। আপনার চমৎকার এ বাগান দেখে ভালো লাগলো। অসাধারণ একটি বাগান গড়ে তুলেছেন ছাদের উপর। আমার সবজি বাগানে টমেটো গাছে বেশ অনেক টমেটো ধরা শুরু হয়েছে দেখলাম। খুব শীঘ্রই শেয়ার করব আপনাদের মাঝে।
আপু আপনি আপনার বাগান থেকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে কাঁচা টমেটোর ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
বাহ আপু আপনি দেখছি আপনার শখের ছাদ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে বর্তমান সময়ে কম বেশি সবাই ছাদের উপর বিভিন্ন ধরনের সবজি গাছ এবং ফুলগাছ রোপন করে। এবং দেখলে মনে হয় একটি নার্সারি বাগান করেছে। তবে আপনার মত আমার নিজেরও ছোটকাল থেকে গাছ লাগানো হচ্ছে শখ। আজকে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।