জমি থেকে টাটকা শাকসবজি তোলার অনূভুতি

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমি প্রতিনিয়ত নতুন বিষয় নিয়ে আপনার সামনে হাজির হওয়ার চেষ্টা করি। আজও খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।শীতকালে নানু বাসায় গিয়েছিলাম পিঠাপুলির দাওয়াত খেতে। সেখানে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বেশ কিছু মুহূর্ত থেকে গিয়েছিল। আসলে আমার নানু বাড়িতে সবাই যখন খালা মনিরা একসাথে আসে খুবই আনন্দ হয়।

1000023341.jpg

1000023345.jpg

1000023344.jpg

যখন আমার নানু বাড়িতে ছিলাম বাড়িতে আসার দিনে জানতে পারি আমার মায়ের এক চাচাতো ভাই জমিতে অনেক প্রকার শাকসবজি লাগিয়েছে। সবজির লোভ সামলাতে পারলাম না আর সবাই মিলে যেতে চাইছিল তাই সবাই মিলে রওনা হলাম।জমিগুলো একদম বাড়ির পাশাপাশি ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাই। সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগছিল কেননা একদম টাটকা শাকসবজি তোলার অনুভূতি আলাদা। নিজের হাতে কখনো এভাবে জমি থেকে শাকসবজি তোলা হয়নি।

1000023343.jpg

1000023342.jpg

1000023340.jpg

সেখানে গিয়ে দেখলাম বেশ কয়েক প্রকার শাকসবজি লাগানো হয়েছে। পালং শাক, মুলা শাক, লাউ শাক করলা ইত্যাদি লাগানো হয়েছে। যাইহোক এরপর আমরা আমাদের পছন্দমত শাকসবজি তুলে নিলাম নিজের হাতে। সবগুলো শাক সবজি একদম তরতাজা ছিল। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা এক ব্যাগ শাকসবজি তুলেছিলাম। সেগুলো আমরা নানু বাড়িতে এনে রান্না করে খেয়েছিলাম বেশ মজার ছিল সবগুলো শাকসবজি।

তো যাইহোক বন্ধুরা, এই ছিল আমার জমি থেকে টাটকা শাকসবজি তোলার অনুভূতি। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  
 3 days ago 

একদম ঠিক বলেছেন আপু টাটকা সবজি দেখলে লোভ সামলানো মুশকিল। যেমনটা আপনি আপনার চাচাতো ভাইয়ের সবজির বাগানে গিয়ে আমাদের সাথে সেই সুন্দর সবজি তোলার মুহূর্ত তুলে ধরলেন অনেক ভালো লাগলো। এই ধরনের ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

ভীষণ সুন্দর শাকসবজির ছবি দেখে খুব ভালো লাগলো। এমন সুন্দর গ্রামের বাড়ি বেড়াতে গেলে এবং সেখানে এত সুন্দর ক্ষেত থাকলে সময় যেন এমনিতেই কেটে যায়। তার উপর জমি থেকে যদি টাটকা শাকসবজি তোলার সুযোগ থাকে তবে তো আর কথাই নেই।

 4 days ago 

আপু খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। ঠিক বলেছেন ক্ষেত থেকে টাটকা শাকসবজি তোলার আনন্দই আলাদা। আমার কাছেও এভাবে ক্ষেত থেকে শাকসবজি তুলতে খুব ভালো লাগে। আপনার চাচাতো ভাইয়ের জমিতে তাহলে তো অনেক ধরনের শাকসবজি চাষ করেছে। টাটকা শাকসবজি খেতেও ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 days ago 

টাটকা সবজি খেতে যেমন মজার তেমনি তুলতেও ভালো লাগে।বেড়াতে গিয়ে আপনি সুন্দর সময় কাটিয়েছেন দেখছি।সবজিগুলো বেশ সুন্দর হয়েছে দেখছি,তাছাড়া ফটোগ্রাফিগুলিও ভালো ছিল।ধন্যবাদ আপু।

 3 days ago 

জমি থেকে ফরমালিন মুক্ত টাটকা সবজি সংগ্রহের মুহূর্তটা যে কতটা আনন্দের হয় সেটা আমি জানি। কারণ আমারও সবজির জমি রয়েছে এবং সেখান প্রত্যেক সপ্তাহে দুদিন থেকে তিন দিন সবজি সংগ্রহ করি আমার পরিবারের জন্য। যাহোক আজকে আপনার সবজি সংগ্রহের অনুভূতির কথা গুলো জানতে পেরে খুবই ভালো লেগেছে আমার। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

শীতের সবজি মানেই সবুজের সমারোহ। এরকম জমিতে টাটকা সবজি দেখলেই মনটা ছটফট করে। আপনার অনুভূতি পড়ে আরো ভালো লাগল কারণ এই একই কান্ড আমিও করি। এই সবজির স্বাদ একেবারেই অন্যরকম হয়।

 3 days ago 

এরকম টাটকা সবজি একেবারে মাঠ থেকে সংগ্রহ করে খেতে পারলে আর কি লাগে বলুন। আর নিকট আত্মীয় হলে তো আরো দারুন ব্যাপার। একবারে এক ব্যাগ সবজি সংগ্রহ করেছেন দেখছি।।।

 3 days ago 

এতো সুন্দর সতেজ শাকসবজি নিজেদের হাতে তুলে খেতে পারলে সবচেয়ে ভালো হয়।আপনি নানু বাড়িতে গিয়ে মাঠ থেকে শাক তোলার অনুভূতি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো আপু অনুভূতি গুলো পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 101987.32
ETH 3242.23
SBD 3.99