রেসিপিঃ সবজি পাকোড়া 🧆🧆

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আবার নতুন একটি রেসিপি পোস্টে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি পাকোড়া রেসিপি। পাকোড়া হচ্ছে এমন একটি খাবার যা বিকেলের নাস্তায় একদম পারফেক্ট। বেশ কয়েকদিন ধরে একই ধরনের পোস্ট করতে আমিও বেশ বিরক্ত। তাই ভাবলাম রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি।সন্ধ্যায় দুই ছোট ভাই এসেছিল বাসায়। তাদের জন্য হালকা একটু খাবারের ব্যবস্থা করেছিলাম। যদিও বাসায় শুকনো খাবার ছিল তারপরও ভাবলাম নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ায় এতে করে আমার রেসিপি হবে আবার তাদেরকেও খাওয়ানো হবে।

তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিতে যাই।

1000027999.jpg

1000028001.jpg

1000028000.jpg

1000015079.png

উপকরণ
বাঁধাকপি
গাজর
আলু
বেসন
পেঁয়াজ
কাঁচামরিচ
হলুদ গুঁড়া
জিরার গুঁড়া
লবণ
তেল

1000028007.jpg

1000000122.png

ধাপ-১

প্রথমেই সব সবজিগুলো আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো সাইজ মত কেটে নিয়েছি।

1000027994.jpg

ধাপ-২

এরপর কেটে রাখা সবজির মধ্যে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং পরিমাণমতো বেসন দিয়েছি।

1000027995.jpg

ধাপ-৩

এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকটা আঁঠালো করে।

1000027996.jpg

1000027997.jpg

ধাপ-৪

এবার চুলায় একটি কড়াই বসিয়েছি এবং কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে একে একে পাকোড়া গুলো দিয়ে দিতে হবে।

1000027962.jpg

1000027990.jpg

1000027989.jpg

ধাপ-৫

পাকোড়া গুলো এপিট ওপিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি মুচমুচে সবজি পাকোড়া।

1000027988.jpg

1000028001.jpg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর শীতকালে সবজি পাকোড়া খেতে বেশ ভালো লাগে। আমি তো বেশ কয়েকবার খেয়ে ফেলি শীতকাল শুরু থেকে। আমি এই সবজি পাকোড়া ভাত দিয়ে খেতেও পছন্দ করি। গরম ভাতের সাথে এই সবজি পাকোড়া খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আমি আমার মেহমানের সামনে সসের সঙ্গে পরিবেশন করেছিলাম তারা খুবই মজা করে খেয়েছিল। আর তাছাড়া আমার বাড়ির সবাই খুব পছন্দ করেছিল খেতে। তো যাই হোক যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  
 yesterday 

বাঁধাকপি দিয়ে তৈরি করা পাকোড়া রেসিপি খেতে অনেক মজা লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সবজি পাকোড়া রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা সবজি পাকোড়া রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 10 hours ago 

জ্বি ভাইয়া এই রেসিপিটি খেতে বেশ মজাদার হয়েছিল। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 days ago 

বিভিন্ন রকমের সবজি একত্রে মিক্স করে পাকোড়া তৈরি করলে খেতে মজাই লাগে। আপনার তৈরি সবজির পাকোড়া নিশ্চয়ই খেতে খুবই মজা হয়েছিল। মজাদার এই সবজির পাকোড়া রেসিপি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 hours ago 

জ্বি ভাইয়া মিক্স সবজি পাকোড়া খেতে খুবই মজার হয়েছিলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 yesterday 

সবজি পাকোড়া চমৎকার সুন্দর লোভনীয়া হয়েছে।এরকম পাকোড়া অনেক পুষ্টিকর হয়ে থাকে।গাজর,বাঁধাকপি ও আলু দিয়ে চমৎকার সুন্দর করে পাকোড়া বানিয়েছেন। ধাপে ধাপে পাকোড়া তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 10 hours ago 

এখনকার বাচ্চারা সবজি খেতে চায়না এই সবজি পাকোড়া তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি।খেতেও মজার হয়।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 yesterday 

সবজি পাকোড়া খেতে আমি অনেক বেশি পছন্দ করি। মাঝে মধ্যে বাড়িতে এরকম কোনো কিছু তৈরি করলে খেতে ভালো লাগে। এরকম মজাদার পাকোড়ায় সাথে সস থাকলে তো আরো বেশি ভালো লাগে। গরম গরম এবং মুচমুচে পকোড়া খেতে আমি অনেক পছন্দ করি। এগুলো দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি।

 10 hours ago 

হ্যাঁ আপু সসের সাথে এই সবজি পাকোড়া খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 yesterday 

শীতকালে কমবেশি সবার বাসাতেই একবার হলেও এই সবজি পাকোড়া তৈরি করা হয়। আমাদের বাসায়ও তৈরি করা হয়। গাজর বাঁধাকপি এগুলো দিয়ে এই পাকোড়াটা খেতে ভালোই লাগে। আপনার আজকের রেসিপি টা দেখে লোভনীয় লাগছে। বিকেল বেলায় এ ধরনের খাবারগুলো খেতে বেশ দারুন লাগে। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 10 hours ago 

এটা ঠিক বলেছেন আপু শীতকালে প্রায় বাসাতে এই রেসিপি তৈরি করা হয়। আর খেতেও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

আসলে বিভিন্ন সবজি দিয়ে এত সুন্দর করে আপনি পকোড়া বানিয়েছেন যা দেখে আমার খুব লোভ লাগছিল। আপনি খুব সুন্দর ভাবে এই পকোড়া তৈরি রেসিপি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এই রেসিপিটা আমি সেভ করে রাখলাম পরবর্তীতে বাড়িতে এই ধরনের পকোড়া তৈরি করার জন্য।

 10 hours ago 

হ্যাঁ দাদা অবশ্যই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 16 hours ago 

বিভিন্ন রকম মজার মজার পাকোড়া খেতে আমি অনেক পছন্দ করি। আজকে আপনি অনেক লোভনীয় এবং মজাদার ভাবে সবজি পাকোড়া তৈরি করলেন। এগুলো দেখেই তো আমাকে খেতে ইচ্ছে করছে। গরম গরম এবং মুচমুচে হয়েছে। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এটা একেবারেই পারফেক্ট। সবাই মিলে খেতে ভালো লাগবে।

 10 hours ago 

যেকোনো পাকোড়া খেতে আমারও অনেক ভালো লাগে ভাইয়া। গরম গরম এই পাকোড়া খেতে অনেক মজার হয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 13 hours ago 

ওয়াও সবজি পাকোড়া রেসিপিটা দারুন হয়েছে। পাকোড়া রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। কিছুদিন আগে বাঁধাকপির পাকোড়া রেসিপি খেয়েছিলাম। এখনই সবজি দিয়ে পাকোড়া করার সময়। কারণ এখন বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়। ধন্যবাদ।

 10 hours ago 

শীতকালের বিভিন্ন প্রকার সবজি দিয়ে এই পাকোড়া খেতে বেশ ভালো লাগে। আমি তো বেশ কয়েকবার বানিয়ে খেয়ে থাকি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 98245.67
ETH 2735.99
SBD 0.63