চিংড়ি মাছ দিয়ে মিষ্টিকুমড়া শাকের রেসিপি🥘
হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম।মাছ মাংস দুই এক বেলা খেলেই মুখে অরুচি চলে আসে। কিন্তু তিন বেলা শাকসবজি খেলেও সেটা হয় না। সত্যি কথা বলতে মাছ-মাংস খেতে আমার খুব একটা ভালো লাগে না। আবার মাছ মাংস ছাড়া তরকারির স্বাদও আসে না। মুখে একদমই রুচি নেই, সব তিতা তিতা লাগছে। বলতে গেলে অসুস্থ হওয়ার পর থেকে তৃপ্তি করে খেতেই পারছি না। গতকাল আমাদের এখানে স্থানীয় একটা হাট বসেছিল। আপনাদের ভাইয়াকে বললাম আমাকে যেন একটু সেই হাটে নিয়ে যায় টাটকা কিছু শাকসবজি কিনব। উনি আমাকে গতকাল বিকেলে হাটে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে আমি টাটকা টাটকা কিছু শাকসবজি কিনেছিলাম। যার মধ্যে ছিল মিষ্টি কুমড়া শাক।
লাউশাকের থেকে মিষ্টিকুমড়া শাকের যেকোনো রেসিপি আমার খুবই পছন্দের। আমি জানিনা আপনারা মিষ্টি কুমড়া শাক পছন্দ করেন কিনা কিন্তু আমি খুবই পছন্দ করি। তাই বাজারে মিষ্টি কুমড়া শাক দেখে কিনে এনেছিলাম। আমার বাসার ছাদেও বেশ কিছু মিষ্টি কুমড়া চারা লাগিয়েছি এত সুন্দর হয়েছে দেখেই মনটা ভরে যাবে।যাইহোক কোন একদিন আমার ছাদের মিষ্টি কুমড়া গাছের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আজ এই রেসিপিটি শেয়ার করি।আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাকের রেসিপিটি রান্না করেছিলাম। আশা করছি ভাল লাগবে।
উপকরণ |
---|
চিংড়ি মাছ |
মিষ্টি কুমড়া শাক |
আলু |
পেঁয়াজ কুচি |
কাঁচামরিচ ফালি |
আদা-রসুন বাটা |
জিরার গুঁড়া |
হলুদ গুঁড়া |
লবণ |
তেল |
ধাপ-১
প্রথমে সব উপকরণ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি।
ধাপ-২
এবার একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং আদা-রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি।
ধাপ-৩
মসলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি।
ধাপ-৪
চিংড়ি মাছ রান্না করা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলু আর শাকের ডাটা গুলো আগে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি।
ধাপ-৫
এবার কুমড়া শাকের পাতাগুলো দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে।
ধাপ-৬
শেষ পর্যায়ে ঢাকনা তুলে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। এরপর পরিবেশন করেছি।
❤️পরিবেশন❤️
তো বন্ধুরা এই ছিল আমার আজকের চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাকের রেসিপি। আমি কিন্তু রেসিপিতে একটুও পানি ব্যবহার করিনি। শাক থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই রান্না করেছি। আর এই রান্নাটা খেতে এত মজার হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো আপনারা রেসিপি কালার দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে যেকোনো রেসিপি রান্না করলে খেতে ভীষণ মজার হয় আর যদি এভাবে মিষ্টি কুমড়া শাক বা লাউশাক রান্না করা হয় তাহলে তো খেতে আরো বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
আপনার শেয়ার করা রেসিপি দেখতে পেয়ে জিভে জল চলে আসলো। লাউ শাক আমার বেশ পছন্দের শাক। আর চিংড়ি মাছ সবার প্রিয় মাছ। দুইটি আইটেম এর কম্বিনেশন দারুন হয়েছে। আর রেসিপির কালার তো আরও দারুন এসেছে। মজার রেসিপি শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।
চিংড়ি মাছের সাথে লাউ শাকের কম্বিনেশন বরাবরই সবার পছন্দের। অসংখ্য ধন্যবাদ আপু রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
https://x.com/HiraHabiba67428/status/1893682651665424745?t=cN4qoBCPDzj9Ur0PAHo4nQ&s=19
চিংড়ি মাছ দিয়ে মিষ্টিকুমড়া শাকের রেসিপি সামনের দিকেই খেতে ইচ্ছা করছে আপনার রেসিপি পরিবেশন আমার কাছে দারুন লেগেছে।। এত সুস্বাদু মুর্দা রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।
আসলে কুমড়া শাক দিয়ে তৈরি বিভিন্ন ধরনের রেসিপি আমার খুব ভালো লাগে। আর আমার মনে হয় যে কুমড়া শাকের ভিতর যদি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা যায় তাহলে এর স্বাদ একদম অসাধারণ হয়। ঠিক তেমনি আজ আপনি আমাদের মাঝে একটা অসাধারণ রেসিপি পোস্ট শেয়ার করবেন। এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন দাদা কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এই রেসিপিটা খেতেও সুস্বাদু হয়েছিল অনেক। ধন্যবাদ।
চিংড়ি মাছ অনেকভাবেই রান্না করে খাওয়া হয়েছে কিন্তু কখনো মিষ্টি কুমড়ার শাক দিয়ে এভাবে রান্না করে খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি শিখতে পারলাম। নিশ্চয়ই খেতে খুবই মজা হয়েছিল। চিংড়ি মাছের ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করলে খেতে ভীষণ মজার হয়। একবার রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
লাউ শাক দিয়ে অনেক বার চিংড়ি মাছ খেয়েছি। তবে মিষ্টি কুমড়ার শাক দিয়ে খাওয়া হয়নি। এটাও নিশ্চিয় অনেক।সুস্বাদু লাগবে।আর আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন রেসিপি টি। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
মিষ্টি কুমড়ার শাক খুব একটা বাজারে পাওয়া যায় না। তবে গ্রামে অনেকের বাড়িতে এই মিষ্টি কুমড়া শাক লাগানো হয়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে ভীষণ মজার হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
মিষ্টিকুমড়া শাকের রেসিপি তার সাথে চিংড়ি মাছ। সুস্বাদু মজাদার এই রেসিপির পরিবেশন দেখেই খেতে ইচ্ছা করছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপির পরিবেশন থেকে শিখে নিয়েছি।
সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। মিষ্টি কুমড়ার শাক দিয়ে বেশ বড় বড় চিংড়ি মাছ রান্না করেছেন। রান্নাটি দেখেই তো লোভ লেগে গেল। মিষ্টি কুমড়ার শাকের সাথে এরকম চিংড়ি মাছ রান্না আমার কখনোই খাওয়া হয়নি। সবসময় চিংড়ি মাছের ঝোল বেশি খাওয়া হয়েছে। চিংড়ি মাছ আমার খুব পছন্দ।লোভনীয় চিংড়ি মাছের রেসিপি টা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো আপু।
অবশ্যই একবার মিষ্টি কুমড়া শাক দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন আপু খেতে ভীষণ মজার হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চিংড়ি মাছ দিয়ে মিষ্টিকুমড়া শাকের অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন। মিষ্টি কুমড়া শাক খেতে আমি অনেক পছন্দ করি আর তার সাথে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো আর কোন কথাই নেই। মাছের মধ্যে চিংড়ি ও ইলিশ মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এত লোভনীয় রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
চিংড়ি মাছ সবারই অনেক পছন্দের একটি মাছ।সত্যিই খেতে অনেক মজার হয়েছিল আপু রেসিপিটা। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।