প্রিয়জনের জন্মদিনে কাটানো মুহূর্ত🎂❤️

in আমার বাংলা ব্লগ4 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। কারণ আজ আমার ছেলের বাবার জন্মদিন। মানে আমার প্রিয়তম স্বামীর জন্মদিন। যদিও আগে থেকে অনেক কিছু করার প্ল্যান ছিল কিন্তু গত দুদিন আগে আমি আমার নানু বাসায় গিয়েছিলাম। হাতে একদমই সময় পায়নি আজ সকাল বেলা এসেছি বাসায়। আসলে শহরে এবং গ্রামে থাকার অনেক পার্থক্য আছে এখন যদি শহরে থাকতাম তাহলে তার জন্য হয়তো ভালো কোন কেক অর্ডার করতে পারতাম কিংবা রেস্টুরেন্টে গিয়ে সময় কাটাতে পারতাম। তবে এবার আমি একদমই ভিন্ন রকম একটি জন্মদিন কাটিয়েছি তার। যদিও ইচ্ছে ছিল রেস্টুরেন্ট থেকে খাবার আনাবো আর কে ক অর্ডার করবো কিন্তু আপনাদের ভাইয়া বারবারই আমাকে নিষেধ করছিলেন সেটা করতে।

1000016181.jpg

আমি প্রত্যেকবারই তার পছন্দমত রান্না করার চেষ্টা করি তবে এবার অল্প কিছু রান্না করেছি এবং ভাবলাম তার জন্য বাঁচাতে একটা কেক বানিয়ে ফেলি। খুব বেশি ভালো কেক বানাতে পারি না তবে যেটুকু পারি সবাই পছন্দ করে খেতে তাই তার জন্য আজকে আমি চকলেট কেক বানিয়েছিলাম সময় করে রেসিপিটা আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। সে বিকেল বেলা বাজারে গিয়েছিল সেই ফাঁকে আমি কেকটা বানিয়েছিলাম। এপার বাজার থেকে আসার পর হাতমুখ ধুয়ে যখন কাজে বসেছিলেন তখন তাকে আমি একেকটা সামনে এনে সারপ্রাইজড করলাম।

1000016177.jpg

1000016178.jpg

1000016183.jpg

সে আমাকে বারবারই বলছিলেন আমি কেন কেক বানিয়েছি যাইহোক বাবা আর ছেলে মিলে কে কেটে তার জন্মদিন পালন করেছিলেন। আমার ছেলে তো কেক পেয়ে খুবই খুশি হয়তো ভিডিওগ্রাফি টা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। যাইহোক এরপর কেক কাটার পর শেষ করে কিছুক্ষণ পর আমরা রাতের খাবার দাবার সম্পন্ন করেছি। আসলে অল্প কিছুর মধ্যেও যে সুখে থাকা যায় ভালো থাকা যায় এটা কিন্তু তারই প্রমাণ। আয়োজন খুব ছোট করে করলেও সুন্দর মুহূর্ত কাটিয়েছি।

জন্মদিনের ভিডিও।

প্রিয়জনের জন্য একটি বার্তা সেটা হচ্ছে আমার রাগ, জেদ সহ্য করার জন্য হলেও হাজার বছর বেঁচে থাকুন এই প্রত্যাশাটাই করি। পৃথিবী বলতে আপনি এবং বাবুই আমার জন্য এখন সবকিছু। আপনাদের ঘিরে আমিও হাজার বছর বাঁচতে চাই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন উনি সুস্থ এবং ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

@shuvo35, শুভ জন্মদিন।

 4 days ago 

ধন্যবাদ দাদা, ভালোবাসা নিরন্তর।

 3 days ago 

কেক ভালো অথবা খারাপ হলো সেটা বড় বিষয় না। আপনি যে ভালোবেসে ভাইয়ার জন্য কেক তৈরি করছেন তাই তো অনেক। আসলে প্রিয়জনের বিশেষ মুহূর্তে স্পেশাল কিছু করতে পারার আনন্দই আলাদা। সুন্দর মুহূর্ত দেখে ভালো লাগলো আপু।

 2 days ago 

এটা ঠিক বলেছেন আপু কেক খেতে ভালো হোক বা খারাপ হোক সেটা বড় বিষয় না প্রিয়জনের জন্য সুন্দর মুহূর্ত তৈরি করতে পেরেছি এটাই অনেক। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 days ago 

প্রথমেই আমাদের সবার প্রিয় শুভ ভাইয়াকে ওনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন @shuvo35 ভাইয়া। এরকম ভাবে ঘরোয়া পদ্ধতিতে ছোটখাটো ভাবে কেক কাটলেন দেখে খুব ভালো লাগলো। প্রিয়জনের জন্মদিন এভাবে স্পেশাল ভাবে পালন করলে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা দেখে তো আরো ভালো লেগেছে।

 2 days ago 

শুধু ভাইকে শুভেচ্ছা জানালেন আমি এত কষ্ট করে কেক বানালাম আমাকে তো শুভেচ্ছা জানালে না আপু।যাইহোক মজা করলাম আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 days ago 

ভাইয়ার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। বাবার জন্মদিনে ছেলে ভীষণ আনন্দে কেক কাটছিল। দেখে বেশ ভালো লাগলো আমার কাছে অনেক বেশি। তাদের দুজনের এমন সুন্দর মূহুর্তের ভিডিও ক্লিপ আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল।

 2 days ago 

হ্যাঁ ভাইয়া বাবার জন্মদিনে ছেলে তো ভীষণ খুশি হয়েছিল। তাই তাদের সুন্দর মুহূর্তটা আমি ভিডিও করে রেখেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.042
BTC 104536.45
ETH 3874.03
SBD 3.32