ঘুমহীন রাত😒

in আমার বাংলা ব্লগ16 days ago

1000016635.jpg

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। হঠাৎ করেই ছেলের অসুস্থতায় ভীষণ কষ্ট পাচ্ছি। হয়তো আমি যতটা কষ্ট পাচ্ছি তার থেকে দ্বিগুণ কষ্ট আমার ছেলে পাচ্ছে। শীতকাল শুরু হওয়া থেকে একবারও আমার ছেলে অসুস্থ হয়নি। বলতে গেলে এই সময়টা আমি ওর প্রতি প্রচুর পরিমাণে খেয়াল রাখি। সেটা রাখাই উচিত হয়তো আমার মতো প্রত্যেকটা মা তার সন্তানদের প্রতি আলাদা খেয়াল রাখে।

যাইহোক গত মঙ্গলবার দুপুর বেলা দেখলাম বাবু বেশ বিরক্ত করছে। মানুষ অসুস্থ হওয়ার আগে যেমন অস্বস্তি ভোগ করে ঠিক তেমনটা। আমি বুঝতে পারছিলাম হয়তো বাবু অসুস্থ হয়ে পড়বে যার কারণে এমনটা করছে। যাইহোক এরপর বিকেল বেলা দেখলাম বেশ সর্দি লেগেছে। এবার বিপদ হল ও কিছুতেই ঔষধ খেতে চায় না।বিকেলে অনেক চেষ্টা করার পরও কেউ ঔষধ খাওয়াতে পারেনি তাকে।

এবার সন্ধ্যায় অনেক কষ্ট করে ওর বাবা সর্দির ওষুধ খাইয়ে দিয়েছিল। মাঝরাতে দেখলাম হঠাৎ খুব জ্বর বাবুর শরীরে। যেহেতু ও একদমই ওষুধ খেতে চায় না তাই ফ্রিজে সব সময় সাপোজিটরি রাখি।আপাতত রাতে ওটাই ব্যবহার করলাম। এরপর দেখলাম রাতে অনেকটা জ্বর কমে গিয়েছে কিন্তু সারারাত ঘুমাতে দেয়নি আমাকে। আর আমাদের জন্য ওর বাবারও খুব একটা ভালো ঘুম হয়নি।

আবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে। এবার সমস্যা হচ্ছে আমার একেতো সারাটা রাত ঘুমাতে পারিনি এরপর সকালে কোনোভাবেই বিছানা থেকে মাথা তুলতে পারছিলাম না। প্রচুর লেভেলের মাথাব্যথা শুরু হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই। বাবু অসুস্থ হলে কারোর কাছে যেতে চায় না। বাধ্য হয়ে উঠে অনেক চেষ্টা করে সকালে কিছু খাওয়াতে পেরেছিলাম। এরপর সারাটা দিন কিছু খাইনি। এদিকে ওর সাথে সাথে আমিও অসুস্থ হয়ে পড়েছি।

গত দিন তো পোস্ট লিখতেই পারিনি।টানা দুদিন থেকে আমার ঘুম নেই। সবকিছু একদম এলোমেলো লাগছে। এখন বাবু মোটামুটি সুস্থ।কিন্তু আমার অবস্থা বেশ খারাপ। জানিনা আজ রাতে ঘুমাতে পারবো কিনা। সন্তান অসুস্থ হলে মায়েদের যে কি অবস্থা হয় এটা মনে হয় প্রত্যেকটা মায়ের জানা আছে।অবশ্য এ অবস্থায় আমার মা আমার পরিবার আমার পাশে আছে এজন্য একটু মনের জোর পাই।

যেহেতু শীতকাল আর বাহিরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তাই ছেলেকে নিয়ে একটু চিন্তায় আছি ।সবাই দোয়া রাখবেন আমার ছেলের জন্য। যেন তাড়াতাড়ি বাবু সুস্থ হয়ে যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

1000010107.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 16 days ago 

বাচ্চারা অসুস্থ হলে মা-বাবার কোন শান্তি থাকে না। বিশেষ করে মা-বাবার কষ্ট হয় বেশি। এমনিতে অসুস্থ হলে তো বাচ্চাটা কষ্ট পায় সেটা স্বাভাবিক। তার সাথে মা-বাবা দুইজনেরই কোন শান্তি থাকে না বাচ্চাকে সুস্থ করে তুলতে। আপনি তো দেখছি বেশ কষ্ট পাচ্ছেন। বাবুর জন্য অনেক অনেক দোয়া রইল খুব দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন।

 11 days ago 

হ্যাঁ আপু দোয়া রাখবেন যেন সবার অসুস্থতা কেটে যায়। সবাই সুস্থ হয়ে উঠে।

 15 days ago 

বাচ্চা অসুস্থ হলে মায়ের ঘুম উধাও হয়ে যায়।আপু শায়ানের দ্রুত সুস্থতা কমনা করছি।বাচ্চা হলো মায়ের চোখের মনি।বাচ্চা অসুস্থ হলে মায়ের খাওয়া,ঘুম সবই চলে যায়। তবুও আপনার পরিবার পাশে আছে তাই কিছুটা স্বস্তি মিললেও রাত জাগাটা মায়েরই জাগতে হয়।দোয়া করি আপু আপনার ছেলে ওপরিবারের সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক,আমিন।

 11 days ago 

এটা ঠিক বলেছেন আপু পাশে অনেকে থাকলেও বাচ্চার খেয়াল মায়েরই রাখতে হয়। আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে খুব তাড়াতাড়ি।

 14 days ago 

আপনার ছেলের সুস্থতা কামনা করছি।আসলে সন্তানের অসুস্থতায় মায়ের উদ্বিগ্ন বেড়ে যায় এবং মাও সন্তানের সাথে শারীরক ও মানসিক রোগি হয়ে ওঠে আপনার বেলায়ও সেটাই হয়েছে। সারারাত ঘুমাতে পারেনি বুঝতে পারছি কতোটা কষ্টে ছিলেন।ঘুম না হলে মাথা ব্যাথা হবে এটাই স্বাভাবিক।আপনার ছেলের সুস্থতা কামনা করছি।

 11 days ago 

হ্যাঁ আপু এখনো যেন সেই মাথাব্যথা কমছে না। যত কিছুই হোক ছেলে সুস্থ হোক এটাই চাওয়া।

 11 days ago 

প্রথমেই শায়ানের দ্রুত সুস্থতা কামনা করছি আপু। আসলে সন্তান অসুস্থ হলে মায়ের দুশ্চিন্তার শেষ থাকে না। আপনি সারারাত জেগে বেশ কষ্ট করেছেন দেখছি। আসলে রাতের বেলা ঘুম না হলে প্রচুর মাথা ব্যথা করে। যাইহোক আপনাদের জন্য শুভকামনা রইলো আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 101613.18
ETH 3233.63
SBD 4.06