আজকাল আর কারোর কথা তেমন একটা গায়ে মাখি না🤫
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমাদের আত্মীয়-স্বজন ছাড়াও জীবনে চলতে গেলে অনেক লোকের সঙ্গে আমাদের পরিচয় হয়। সেই মানুষগুলোর কাছ থেকে আমরা অনেক সময় ভালো কথা শুনতে পারি আবার অনেক সময় কটু কথা শুনতে হয়। তবে বাহিরের লোকের থেকে কাছের লোক গুলো বেশি কটু কথা শোনায়। আর সেই কথা শুনে আমাদের অনেক খারাপ লাগা তৈরি হয়। আর সেই থেকে অনেক কিছুই হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। অনেকে তো মানসিকভাবে ভেঙে পড়ে। আজ আমি আমার নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভাল লাগবে।
একটা সময় ছিল যখন কেউ একটু খোঁচা দিয়ে বা আঘাত দিয়ে কথা বললে খুবই খারাপ লাগতো। কেন জানিনা সেটা সহ্য করার মতো ক্ষমতা ছিল না খুবই কান্না করে ফেলতাম। এবং সব সময় নিজের দোষ গুলো ধরার চেষ্টা করতাম যে আমাকে কেন এ ধরনের কথা বলল। আর যখনই এসব ভাবতে যেতাম তখনই আমি মানসিকভাবে ভেঙে পড়তাম। হয়তো নিজের কথা বললে কেউ বিশ্বাস করবেন না তবে আমি ছোটবেলা থেকেই বেশ শান্তশিষ্ট। যদি কেউ আমাকে দুটো গালি দিয়ে যেত আমি কখনোই মুখ তুলে কথা বলতাম না। আর তখনই সবাই আমার ভদ্রতাকে দুর্বলতা ভেবেছিল।
একটা সময় গিয়ে মনে হল যে আমার সবার মুখের উপর জবাব দেওয়া দরকার। আর বিশ্বাস করেন যখন থেকে আমি এটা করেছি তখন থেকে আমি ভালো থেকেছি।কারণ অন্যের কটু কথা গায়ে মাখালে সময় তো নষ্ট হবেই সেই সাথে মানসিকভাবে ভেঙে পড়তে হবে। যেটা আমার এবং আমার সংসার জীবনে এবং আমার সন্তানের জন্য মোটেই কাম্য নয়। আপনি যখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন তখন আপনি ধীরে ধীরে শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়বেন। তাই আগে মানসিক প্রশান্তি পেতে হবে। আর তার জন্য অন্যের কথা গায়ে মাখা যাবে না।
নিজেকে ভালো রাখতে হলে আজকাল আর কারো কথায় কান দেওয়া যাবে না। যখন কেউ কটু কথা বলবে হয় নীরব থেকে এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে হবে না হলে কঠোরভাবে প্রতিবাদ করতে হবে। একটা সময় মানুষের কথায় ভীষণ খারাপ লাগতো তবে আর এখন কোনো কিছু মনে হয় না। এখন এটা মনে হয় যে আমি মনে হয় ভালো কিছু করছি যার কারণে সবাই আমাকে নিয়ে সমালোচনা করে। তাদের অঢেল সময় আছে তাই তারা নষ্ট করছে আমার পিছনে কিন্তু আমার বাপু অত সময় নেই তাই তাদের কথা আমি গায়েও মাখি না।
যাইহোক অনেক বক বক করলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমিও ঠিক তাই করি । কারন এতে করে একটু শান্তিতে থাকা যায়। আমরা যতই মানুষের কথা গায়ে মাখবো মানুষ ততই আমাদের কে পেয়ে বসবে। আপনার প্রতিটি কথাই আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ আপনাকে।
দারুন একটি জেনারেল বিষয়কে আপনি পোষ্টের মাধ্যমে তুলে আনলেন। কোন বিষয়ে খুব গুরুত্ব দিলে সত্যিই নিজের দিক থেকে ভালো থাকা যায় না। তাই কোন বিষয়কে গুরুত্ব না দিয়ে কোন কথাতে কানে না তোলাই উচিত। তাহলে একমাত্র ভালো থাকা যায়। আপনি দারুণভাবে বিষয়টা ব্যাখ্যা করলেন।
এখনকার বেশিরভাগ মানুষ হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। প্রতিবাদ করলে কথা শোনাতে পারে না, কিন্তু চুপ করে বসে থাকলে একটার পর একটা কথা শোনাতেই থাকে। যাইহোক অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো করে চলাটাই বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতীর কাজ। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।