রেসিপিঃ টমেটো আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি🥘
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটা রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো আলু দিয়ে শুটকি মাছের মজার একটি চচ্চড়ি রেসিপি। এর আগেও বহুবার বলেছি শুটকি মাছ আমার এবং আমার পরিবারের সবারই খুব পছন্দের। বিশেষ করে আপনাদের ভাইয়া শুটকি মাছের যেকোনো রেসিপি খেতে ভীষণ পছন্দ করেন।আমাদের ভাইয়া টাকি মাছের শুটকি খেতে বেশি পছন্দ করেন। আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। আমার নানী শাশুড়ি মানে আপনাদের ভাইয়ার নানী বাড়ির পুকুর থেকে যখন বড় বড় টাকি মাছ পেত সেগুলো শুটকি বানিয়ে মশারির মধ্যে কাছে নিয়ে ঘুমাতেন। যাতে করে বিড়াল না খেতে পারে। আর সেই শুটকি বাসায় নিয়ে এসে নিজের হাতে রান্না করে নাতিকে খাওয়াতেন। আজ উনি নেই কিন্তু ওনার শুটকি মাছের কথা এখনো আমাদের সবার মনে আছে। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। তাহলে বুঝতে পারছেন আপনাদের ভাইয়ার কত পছন্দের এই টাকি মাছের শুটকি।
যাই হোক আজকে আপনাদের ভাইয়া বলছিলেন টাকি মাছের শুটকি রান্না করতে। এগুলো আমি বাসায় বানিয়েছি আপনাদের ভাইয়ের পছন্দ এই জন্য। যাইহোক আজ রান্না করেছিলাম টমেটো আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই।
উপকরণ |
---|
টাকি মাছের শুটকি |
আলু কুচি |
টমেটো কুচি |
পেঁয়াজ কুচি |
কাঁচামরিচ ফালি |
আদা-রসুন বাটা |
জিরা-ধনিয়ার গুঁড়া |
সাদা এলাচ |
দারচিনি |
হলুদ গুঁড়া |
মরিচ গুঁড়া |
লবণ |
তেল |
ধাপ-১
প্রথমে আমি সব উপকরণ হাতের সামনে রেডি করে নিয়েছি। এরপর প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে শুটকিগুলো ভালোভাবে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ফুটিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
ধাপ-২
এরপর আবারো চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে সাদা এলাচ এবং দারচিনি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি।
ধাপ-৩
পেঁয়াজ কুচি গুলো মোটামুটি যখন ভাজা হয়ে এসেছে তখন আমি দিয়েছি টমেটো কুচি। এরপর নেড়েচেড়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি।
ধাপ-৪
এরপর একে একে গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে মসলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি।
ধাপ-৫
মসলা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে নেড়েচেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে রান্না করে নিয়েছি।
ধাপ-৬
এ পর্যায়ে কুচি করে কাটা ধুয়ে রাখা আলু গুলো দিয়ে শুটকির সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি।
ধাপ-৭
এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে প্রায় ১৫ মিনিটের মত রান্না করলেই তৈরি মজাদার এই শুটকি মাছের চচ্চড়ি।
আপনার একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন কিনা জানিনা আমি শুটকি মাছের রেসিপিতে কখনো পানি ব্যবহার করি না। এই রেসিপিতেও পানি ব্যবহার করিনি। এতে করে শুটকির টেস্টটা ভাল থাকে। এই শুটকি রেসিপিটা খেতে এত মজা হয়েছিল যে সবাই খুবই পছন্দ করেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি বা অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
আমার তো মনে চাইছৈ এখান থেকে নিয়ে খাওয়া শুরু করি। কিন্তু কি কপাল। সেটা তো আর সম্ভব নয়। আপনি বেশ সুন্দর করে রেসিপিটি সব কিছু আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন দারুন একটি রেসিপি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
চলে আসেন আপু আবার বাসায় নিজের হাতে বানানো শুটকি দিয়ে এভাবে রান্না করে খাওয়াবো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ভালো লাগলো আপু আপনার এত সুন্দর রেসিপি দেখে। আপনার রান্নাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। উপস্থাপনাটা বেশ দারুন। ধাপগুলো অনেক সুন্দর সাজানো হয়েছে। এত সুন্দর রেসিপি তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।
বেশ রুচি সম্মত একটি রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। টমেটো আর মাছ যদি একসাথে রান্না করা যায় তাহলে খুবই ভালো লাগে খেতে। আমার কাছে খুবই ভালো লাগলো এত সুন্দর ভাবে রান্নার কাজ সম্পন্ন করে দেখিয়েছেন দেখে।
হ্যাঁ আপু টমেটো আলু শুটকি মাছ এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আজকে আপনি আমার পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন আপু। তাই পোস্টের রিস্টিম করে রেখে দিলাম।
আসলে এ ধরনের রেসিপি যেমন খেতে সুস্বাদু তেমনি পুষ্টিকর বটে। আপনার খাবারটি পরিবেশন আর ডেকোরেশন বেশ ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
পোস্টটি রিস্টিম করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
টমেটো আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি দেখি দেখি খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
রেসিপিটা খেতে ভিষন সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টমেটো আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।
জ্বি ভাইয়া বেশ মজাদার হয়েছিল রেসিপিটা খেতে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি করার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লাগলো। মজার মজার রেসিপি গুলো দেখলে খেতে ইচ্ছে করে। দেখে বোঝা যাচ্ছে আপনার তৈরি করা এই রেসিপিটা অনেক মজা করে খেয়েছিলেন।
হ্যাঁ আপু শুটকি মাছের এই রেসিপিটি খেতে খুবই মজার হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
https://x.com/HiraHabiba67428/status/1874872414905258296?t=OFjSm4zdJ9m3VOeCrp_PDQ&s=19
এত লোভনীয় শুটকি মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার আজকের রেসিপিটা আমার তো দারুন পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করে মাঝেমধ্যে আমাদেরকেও কিন্তু দাওয়াত দিতে পারেন। তাহলে মজার মজার খাবারগুলো আমরাও খেতে পারতাম। এই রেসিপিটা দেখে অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে। সবাই মনে হয় মজা করে খেয়েছেন।
দাওয়াত দিতে হবে কেন ভাইয়া। যে কোনো সময় চলে আসবেন। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।