শাক-সবজি ফুল ও ফলের সুন্দর ফটো ধারণ করেছেন। এখন শীতের সময়। তাই অনেকেই বাগানে বা ছাদ বাগানে টমেটো থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি উৎপাদন করে থাকে। এটা ঠিক বলেছেন টাটকা টমেটো খেতে ভালো লাগে। লাল ডালিম টা দেখে মনে হল এটা বেদানা বা আনারের জাত। বেশ ভালো লাগলো ভাইয়া সুন্দর সুন্দর চিত্রগুলো দেখে।