আমার লেখা কবিতা || ভালোবাসি তোমাকে

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)




বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম,ভালোবাসার একটি সুন্দর কবিতা নিয়ে। আজকে ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল। সবাইকে জানাই বিশ্ব ভালোবাসা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা। আজকে আমি বড় কবিতা শেয়ার করব। আমি মনে করি আমার কবিতাটা আপনারা আবৃত্তি করবেন।


IMG_20250214_113812.jpg

photo editing by Huawei mobile app




ভালোবাসি তোমাকে


কি সুন্দর সোনালী দিন

বয়ে চলছে ঝিরিঝিরি হাওয়া।

এমন মুহূর্তে সারাটি খান
অনুভবে তোমায় শুধু পাওয়া

শীতল হাওয়ায় দুলছে গাছের পাতা
বইছে মনের প্রেম নিবেদন।

কখন পাবো প্রিয়জনকে কাছে
সব ছেড়ে আসবে কাছে প্রিয়জন।

স্নিগ্ধ সকালের এই তারুণ্য অনুভূতি
মন করে তোলে উতলা।

অনুভবে সারাটি ক্ষণ
নির্জনতার মাঝে তোমায় খুজে পাওয়া।

গাছের পাতার ফাঁকে সূর্যের কিরণ
তোমায় পাবার আশায় উতলা করে দেয় মন।

যদিও থাকো দূরে তুমি
অনুভবের চাদরে জড়িয়ে রাখি আমি।

থাকো তুমি এই মনের আঙ্গিনায়
সারাটি ক্ষণ আমার কলিজায়।

কৃষ্ণচূড়া গাছের মতন
ফুটিয়েছো ফুল মন বাগানে।

পাখির কলতানের মুখরিত প্রাণ
অনুভূতিতে ছুটে যায় তোমার পানে।

তুমি এসো বন্ধু ভালবাসার দিনে
থাকা কি যায় তুমি বিহনে।

প্রেম জেগেছে হৃদয় মাঝারে
সবই দেবো আজ তোমারে।

তুমি আমার চিরচেনা সুখের ঠিকানা
তোমার মাঝে রয়েছে আমার ভালোবাসার বীজ বোনা।





কবিতার সারাংশ


সকল মানুষ চাই নিজের প্রিয়জনকে মনের মত ভালবাসতেন। ভালোবাসার দিন আসলে যেন আরো বেশি ভালোবাসা বেড়ে যায়। সকল মানুষ তার প্রিয়জনের প্রতি অন্যরকম ভালোবাসা প্রদান করতে থাকে। আমি চেষ্টা করলাম কবে সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা জানাতে। ভালোবাসার দিনকে স্মরণ করে সুন্দর একটি কবিতা শেয়ার করতে। কবিতা লিখতে অনেকটা ভালো লাগে আমার। তাই আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভালোবাসার সুন্দর অনুভূতি নিয়ে লেখা কবিতা শেয়ার করলাম। সবার জীবনটা রঙিন হয়ে উঠুক, এটাই কামনা করি।


বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিআর্টিফিশিয়াল গোলাপ ফুল
ফটোগ্রাফি ডিভাইসHuawei mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 5 days ago 

আমার আজকের টাক্স

Screenshot_20250214_122013.jpg

Screenshot_20250214_121853.jpg

 5 days ago 

ভালোবাসা দিবস উপলক্ষে আজকে খুবই সুন্দর করে একটি ভালোবাসার কবিতা লিখেছেন। আসলে আমার কাছে এরকম ভালোবাসার কবিতা গুলো একটু বেশি ভালো লাগে। আপনি প্রতিটি লাইন একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে।

 5 days ago 

আপনি ভালোবাসা স্মরণ করে অনেক সুন্দর একটি ভালোবাসার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।আসলে এরকম প্রিয় মানুষকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 5 days ago 

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। কবিতা পড়তে সব সময় খুব ভালো লাগে। আর এ ধরনের রোমান্টিক কবিতা গুলো আরো বেশি ভালো লাগে পড়তে। খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লাইনগুলো লিখেছেন। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া ।

 5 days ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবাসি তোমাকে কবিতাটি পড়ে ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষ তাই ভালোবাসার মানুষকে ভালবাসতে। আর ভালোবাসা দিবস আসলে তো আরো বেশি ভালবাসতে মন চায়। তবে আপনার কবিতার ভাষা সত্যি চমৎকার। অসাধারণ অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 5 days ago 

যাক অনেক সুন্দর একটি কবিতা পড়তে পারলাম আপনার মাধ্যমে। আমাদের বাংলা ব্লগ কমিউনিটিতে এখন সবাই খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। কবিতা এমন একটি আর্ট যা প্রতিনিয়ত চর্চা করলে বেশ ভালো সফলতা আসে। মনের মানুষকে নিয়ে আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আশা করি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা পড়তে পারবো।

 5 days ago 

ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। ভালোবাসা দিবস উপলক্ষে চমৎকার একটি রোমান্টিক কবিতা শেয়ার করেছেন। প্রিয় মানুষকে ঘিরে লেখা এরকম রোমান্টিক কবিতা পড়তে খুব ভালো লাগলো। সম্পূর্ণ কবিতাটি আমার কাছে বেশ লেগেছে। কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 4 days ago 

প্রিয় মানুষকে নিয়ে দারুণ কবিতা লিখেছেন ভাই। পৃথিবীতে সবাই যদি তার প্রিয় মানুষকে নিয়ে এমন ভালোবাসতো তাহলে আর হয়তো কেউ কষ্ট পেতে না। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার লেখা কবিতাটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

ভালোবাসা দিবস উপলক্ষে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। ভালোবাসার কবিতা পড়তে আমার বরাবরই খুব ভালো লাগে। ভালোবাসার মানুষকে কেন্দ্র করে লেখা কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96274.97
ETH 2711.89
SBD 0.63