আমার লেখা কবিতা || ভালোবাসি তোমাকে
বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম,ভালোবাসার একটি সুন্দর কবিতা নিয়ে। আজকে ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল। সবাইকে জানাই বিশ্ব ভালোবাসা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা। আজকে আমি বড় কবিতা শেয়ার করব। আমি মনে করি আমার কবিতাটা আপনারা আবৃত্তি করবেন।
photo editing by Huawei mobile app
ভালোবাসি তোমাকে
বয়ে চলছে ঝিরিঝিরি হাওয়া।
এমন মুহূর্তে সারাটি খান
অনুভবে তোমায় শুধু পাওয়া
শীতল হাওয়ায় দুলছে গাছের পাতা
বইছে মনের প্রেম নিবেদন।
কখন পাবো প্রিয়জনকে কাছে
সব ছেড়ে আসবে কাছে প্রিয়জন।
স্নিগ্ধ সকালের এই তারুণ্য অনুভূতি
মন করে তোলে উতলা।
অনুভবে সারাটি ক্ষণ
নির্জনতার মাঝে তোমায় খুজে পাওয়া।
গাছের পাতার ফাঁকে সূর্যের কিরণ
তোমায় পাবার আশায় উতলা করে দেয় মন।
যদিও থাকো দূরে তুমি
অনুভবের চাদরে জড়িয়ে রাখি আমি।
থাকো তুমি এই মনের আঙ্গিনায়
সারাটি ক্ষণ আমার কলিজায়।
কৃষ্ণচূড়া গাছের মতন
ফুটিয়েছো ফুল মন বাগানে।
পাখির কলতানের মুখরিত প্রাণ
অনুভূতিতে ছুটে যায় তোমার পানে।
তুমি এসো বন্ধু ভালবাসার দিনে
থাকা কি যায় তুমি বিহনে।
প্রেম জেগেছে হৃদয় মাঝারে
সবই দেবো আজ তোমারে।
তুমি আমার চিরচেনা সুখের ঠিকানা
তোমার মাঝে রয়েছে আমার ভালোবাসার বীজ বোনা।
কবিতার সারাংশ
ফটোগ্রাফি | আর্টিফিশিয়াল গোলাপ ফুল |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Huawei mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
আমার আজকের টাক্স
ভালোবাসা দিবস উপলক্ষে আজকে খুবই সুন্দর করে একটি ভালোবাসার কবিতা লিখেছেন। আসলে আমার কাছে এরকম ভালোবাসার কবিতা গুলো একটু বেশি ভালো লাগে। আপনি প্রতিটি লাইন একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে।
আপনি ভালোবাসা স্মরণ করে অনেক সুন্দর একটি ভালোবাসার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।আসলে এরকম প্রিয় মানুষকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। কবিতা পড়তে সব সময় খুব ভালো লাগে। আর এ ধরনের রোমান্টিক কবিতা গুলো আরো বেশি ভালো লাগে পড়তে। খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লাইনগুলো লিখেছেন। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া ।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবাসি তোমাকে কবিতাটি পড়ে ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষ তাই ভালোবাসার মানুষকে ভালবাসতে। আর ভালোবাসা দিবস আসলে তো আরো বেশি ভালবাসতে মন চায়। তবে আপনার কবিতার ভাষা সত্যি চমৎকার। অসাধারণ অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
যাক অনেক সুন্দর একটি কবিতা পড়তে পারলাম আপনার মাধ্যমে। আমাদের বাংলা ব্লগ কমিউনিটিতে এখন সবাই খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। কবিতা এমন একটি আর্ট যা প্রতিনিয়ত চর্চা করলে বেশ ভালো সফলতা আসে। মনের মানুষকে নিয়ে আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আশা করি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা পড়তে পারবো।
ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। ভালোবাসা দিবস উপলক্ষে চমৎকার একটি রোমান্টিক কবিতা শেয়ার করেছেন। প্রিয় মানুষকে ঘিরে লেখা এরকম রোমান্টিক কবিতা পড়তে খুব ভালো লাগলো। সম্পূর্ণ কবিতাটি আমার কাছে বেশ লেগেছে। কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
প্রিয় মানুষকে নিয়ে দারুণ কবিতা লিখেছেন ভাই। পৃথিবীতে সবাই যদি তার প্রিয় মানুষকে নিয়ে এমন ভালোবাসতো তাহলে আর হয়তো কেউ কষ্ট পেতে না। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার লেখা কবিতাটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালোবাসা দিবস উপলক্ষে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। ভালোবাসার কবিতা পড়তে আমার বরাবরই খুব ভালো লাগে। ভালোবাসার মানুষকে কেন্দ্র করে লেখা কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।