আমার লেখা অনু কবিতা

in আমার বাংলা ব্লগ6 days ago




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট ছোট কবিতা নিয়ে। আশা করবো, আমার এই কবিতা আপনাদের ভাল লাগবে।


1000004219.jpg




ভোরের সূর্য যেন আমায় হাতছানি দিয়ে ডাকে

আমায় দেখে মন রাঙিয়ে নতুন ছবি আঁকে।

জাগিয়ে তোলে প্রাকৃতিক পরিবেশ আলোর ছোঁয়া দিয়ে
স্বপ্ন সাজায় সূর্যমামা সুন্দর পৃথিবীকে নিয়ে।

সেই সাথে আমিও যেন স্বপ্ন দেখে থাকি
মনে মনে পৃথিবীকে নিয়ে কত ছবি আঁকি।



ফুলে ফুলে ভরে উঠেছে শীতের বাগান খানি

সরিষা ফুলে প্রজাপতি বসে করে যে পাগলামি।

এই দেখে যে আমি আর থামতে পারি না
ফুলের বনে খুঁজে ফিরি নতুন ঠিকানা।

পেলাম কত আপন জন কীটপতঙ্গের মতন
আমি না থাকলেও ফুলগুলোকে তারাই রাখে যতন।



আমি বেশ আবেগী হয়ে যায়

যখন কোন আবেগের কবিতা পড়ি।
সবকিছুর মধ্য থেকে
তোমার প্রেম বিরহে মরি।

তুমি যেন প্রাণশক্তি
আমার চলাচল।
তুমি আছো বলেই আমার
আছে বেঁচে থাকার সম্বল।



চেয়ে দেখো প্রিয় দূর দিগন্তের পানে

সাত রংয়ের রংধনু এসেছে তোমার টানে।

বুঝাতে চাই তোমার প্রতি আমার ভালোবাসা
বুঝেছে তারা তোমায় নিয়ে কত রঙিন আশা।

একটু তুমি মন থেকে বোঝার চেষ্টা করো
হৃদয়ে লেখা প্রেমের কাব্য মনোযোগ দিয়ে পড়ো।

পাবে সেথায় তোমায় নিয়ে কত রঙিন আশা
তোমায় নিয়ে সারা জনম বাধবো সুখের বাসা।

স্বপ্ন দেখি তোমায় ঘিরে একই বাঁধনে দুজন
সুখে দুঃখে থাকবো মোরা হয়ে অতি আপন।






বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিফুল
ফটো এডিটমোবাইল অ্যাপ
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 50 pro
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 6 days ago 
 6 days ago 

আপনার স্বরচিত অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে মিলিয়ে কবিতাগুলো জাস্ট চমৎকার হয়েছে।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 16 hours ago 

মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম

 5 days ago 

আপনি দারুন কবিতা লিখতে পারেন ভাই। চমৎকার অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন কবিতার লাইনগুলো বেশ ভালো লেগেছে সেই সাথে প্রতিটা লাইনের সাথে আলাদা একটা আবেগ জড়িয়ে আছে যাই হোক আপনার কবিতা লেখার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 16 hours ago 

দোয়া করবেন যেন আরো সুন্দর লিখতে পারি

 5 days ago 

আমার আজকের টাস্ক

Screenshot_20250117-011625.jpg

Screenshot_20250117-011911.jpg

Screenshot_20250117-122002.jpg

 5 days ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার লেখা সুন্দর এই ছোট ছোট কবিতা গুলো। বেশ আবেগ ঝরানো মনের অনুভূতিগুলো ব্যক্ত করেছেন আপনি। অনেক সুন্দর হয়েছে লেখা কবিতা গুলো।

 16 hours ago 

দোয়া করবেন যেন ভাল লিখতে পারি

 5 days ago 

আপনার লেখা কবিতাটি পড়ে মনের ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করলো। কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশ করার একটা অন্যতম মাধ্যম।কবিতার মাধ্যমে আমরা নিজেকে ভালো ভাবে প্রকাশ করতে পারি।কবিতার প্রতিটি লাইন একদম মন ছুয়ে গেছে।

 16 hours ago 

আপনাকে ধন্যবাদ আপু

 4 days ago 

ওয়াও অসাধারণ আজকে আপনি দেখছি চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আসলে ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আর মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে অসাধারণ হয়। ধন্যবাদ চমৎকার অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 16 hours ago 

অনেক সুন্দর মন্তব্য করে পাশে রয়েছেন দেখে খুশি হলাম

 3 days ago 

খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত সুন্দর কিছু অনু কবিতা পড়ে খুব ভালই লাগলো৷ এখানে আপনি একের পর এক অনু কবিতাগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে আপনি ছন্দে ছন্দে খুব সুন্দর ভাবে মিল রেখেছেন এবং এখানে যখন সবগুলো অনু কবিতা একের পর পড়ছিলাম তখন খুব ভালোই লাগছিল৷

 16 hours ago 

উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ

 18 hours ago 

আপনি তো দেখছি ছন্দ মিলিয়ে অনেক সুন্দর সুন্দর অণু কবিতা লিখতে পারেন ভাই। আপনার প্রতিটি অণু কবিতা বেশ মনোযোগ সহকারে পড়লাম। সত্যি বলতে বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 16 hours ago 

আপনাদের সকলের দেখে আমার প্রচেষ্টা অব্যাহত।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105099.51
ETH 3289.04
SBD 4.12