আমার লেখা অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট ছোট কবিতা নিয়ে। আশা করবো, আমার এই কবিতা আপনাদের ভাল লাগবে।
১
আমায় দেখে মন রাঙিয়ে নতুন ছবি আঁকে।
জাগিয়ে তোলে প্রাকৃতিক পরিবেশ আলোর ছোঁয়া দিয়ে
স্বপ্ন সাজায় সূর্যমামা সুন্দর পৃথিবীকে নিয়ে।
সেই সাথে আমিও যেন স্বপ্ন দেখে থাকি
মনে মনে পৃথিবীকে নিয়ে কত ছবি আঁকি।
২
সরিষা ফুলে প্রজাপতি বসে করে যে পাগলামি।
এই দেখে যে আমি আর থামতে পারি না
ফুলের বনে খুঁজে ফিরি নতুন ঠিকানা।
পেলাম কত আপন জন কীটপতঙ্গের মতন
আমি না থাকলেও ফুলগুলোকে তারাই রাখে যতন।
৩
যখন কোন আবেগের কবিতা পড়ি।
সবকিছুর মধ্য থেকে
তোমার প্রেম বিরহে মরি।
তুমি যেন প্রাণশক্তি
আমার চলাচল।
তুমি আছো বলেই আমার
আছে বেঁচে থাকার সম্বল।
৪
সাত রংয়ের রংধনু এসেছে তোমার টানে।
বুঝাতে চাই তোমার প্রতি আমার ভালোবাসা
বুঝেছে তারা তোমায় নিয়ে কত রঙিন আশা।
একটু তুমি মন থেকে বোঝার চেষ্টা করো
হৃদয়ে লেখা প্রেমের কাব্য মনোযোগ দিয়ে পড়ো।
পাবে সেথায় তোমায় নিয়ে কত রঙিন আশা
তোমায় নিয়ে সারা জনম বাধবো সুখের বাসা।
স্বপ্ন দেখি তোমায় ঘিরে একই বাঁধনে দুজন
সুখে দুঃখে থাকবো মোরা হয়ে অতি আপন।
ফটোগ্রাফি | ফুল |
---|---|
ফটো এডিট | মোবাইল অ্যাপ |
ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 50 pro |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
Twitter-promotion
আপনার স্বরচিত অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে মিলিয়ে কবিতাগুলো জাস্ট চমৎকার হয়েছে।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম
আপনি দারুন কবিতা লিখতে পারেন ভাই। চমৎকার অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন কবিতার লাইনগুলো বেশ ভালো লেগেছে সেই সাথে প্রতিটা লাইনের সাথে আলাদা একটা আবেগ জড়িয়ে আছে যাই হোক আপনার কবিতা লেখার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
দোয়া করবেন যেন আরো সুন্দর লিখতে পারি
আমার আজকের টাস্ক
অনেক ভালো লাগলো ভাইয়া আপনার লেখা সুন্দর এই ছোট ছোট কবিতা গুলো। বেশ আবেগ ঝরানো মনের অনুভূতিগুলো ব্যক্ত করেছেন আপনি। অনেক সুন্দর হয়েছে লেখা কবিতা গুলো।
দোয়া করবেন যেন ভাল লিখতে পারি
আপনার লেখা কবিতাটি পড়ে মনের ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করলো। কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশ করার একটা অন্যতম মাধ্যম।কবিতার মাধ্যমে আমরা নিজেকে ভালো ভাবে প্রকাশ করতে পারি।কবিতার প্রতিটি লাইন একদম মন ছুয়ে গেছে।
আপনাকে ধন্যবাদ আপু
ওয়াও অসাধারণ আজকে আপনি দেখছি চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আসলে ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আর মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে অসাধারণ হয়। ধন্যবাদ চমৎকার অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর মন্তব্য করে পাশে রয়েছেন দেখে খুশি হলাম
খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত সুন্দর কিছু অনু কবিতা পড়ে খুব ভালই লাগলো৷ এখানে আপনি একের পর এক অনু কবিতাগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে আপনি ছন্দে ছন্দে খুব সুন্দর ভাবে মিল রেখেছেন এবং এখানে যখন সবগুলো অনু কবিতা একের পর পড়ছিলাম তখন খুব ভালোই লাগছিল৷
উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ
আপনি তো দেখছি ছন্দ মিলিয়ে অনেক সুন্দর সুন্দর অণু কবিতা লিখতে পারেন ভাই। আপনার প্রতিটি অণু কবিতা বেশ মনোযোগ সহকারে পড়লাম। সত্যি বলতে বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাদের সকলের দেখে আমার প্রচেষ্টা অব্যাহত।