ধানমন্ডি ৩২ লেক থেকে ধারণ করা দ্বিতীয় ভিডিও
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমি কয়েকদিন আগে ধানমন্ডি লেক থেকে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেছিলাম। আজকে আবারো আমি উপস্থিত হলাম। ধানমন্ডি লেক থেকে ধারণ করা আরও একটি ভিডিও আপনাদের দেখানোর জন্য। ভিডিওটা প্লে করলে ধানমন্ডি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
ঢাকা শহরে বেশ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। দর্শনীয় স্থান রয়েছে। তবে কেন জানি এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি ধানমন্ডিতে অবস্থান করলে কোন সময় এ জায়গাটা মিস করি না। সুযোগ পেলেই একটু না একটু প্রবেশ করি এবং ব্রিজের পাশে অবস্থান করে চারিপাশে সৌন্দর্য উপভোগ করি। এই জায়গায় আমার বেশ অনেক স্মৃতি রয়েছে। যাই হোক ভিডিওটা যখন ধারণ করছিলাম ওই মুহূর্তে লেকে অনেক ছেলেরা গোসল করছিল। মূলত তাদের এই গোসল করাটাই আমার ভিডিও ধারণ করতে উৎসাহ সৃষ্টি করেছিল। এর আগে কোন বার ভিডিও ধারণ করা হয়নি। পরবর্তীতে আরো কয়েকবার গিয়েছি কিন্তু তখনও ভিডিও ধারণ করা হয়নি। কিন্তু তাদের এই খেলাধুলার মুহূর্তটা আমাকে বারবার মনে করে দিয়েছিল ছোটবেলায় খালাম্মাদের বাসায় গিয়ে পুকুরে ভাইয়াদের সাথে খেলা করার কথা গুলো। আম গাছে ওঠে পানের মধ্যে লাফ মারতাম। তেঁতুল গাছে উঠে পানির মধ্যে লাফ মারতাম। কত না সুন্দর স্মৃতি। কিন্তু সময়ের সাথে সাথে ও লেখাপড়ার চাপ, ঢাকায় চলে আসা বিভিন্ন কারণে যেন আস্তে আস্তে হারাতে হয়েছে সেই মধুর স্মৃতিময় স্থানগুলো।
লক্ষ্য করে দেখছিলাম পানির মধ্যে ভাসমান ককশিট সহ বিভিন্ন জিনিসের মধ্যে তারা খেলছে এবং পানিতে ডুব দিচ্ছে। জানিনা কতটুকু গভীরতা তবে বাচ্চারা একদম পানির কিনারে ছিল। আমার মত বেশ কয়েকজন মানুষ তাদের খেলা দেখছিল। মনোরম পরিবেশের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি তাদের খেলাধুলা যেন আরো নতুন মাত্রা যুক্ত করেছিল। আরেক পাশে লক্ষ্য করে দেখছিলাম কয়েকজন ব্যক্তি মেশিন প্রস্তুত করছে। মনে হয় পানি দেওয়ার কাজ করবেন। আরো কয়েক জায়গায় লক্ষ্য করলাম বিভিন্ন জিনিস বিক্রেতাদের উপস্থিতি। এভাবেই যেন আমি মুগ্ধ নয়নে শুধু দেখতে ছিলাম লেকের সৌন্দর্য আর আশেপাশের আমগাছ সহ অন্যান্য গাছগুলো। জায়গায় জায়গায় বসে থাকা মানুষের নিরলস বিকেলবেলা। অনেকে দলবদ্ধ ভাবে বসে বাদাম খাচ্ছেন। অনেকেই রাজনৈতিক গল্প নিয়ে ব্যস্ত। আবার অনেকেই রয়েছে গান বাজনার প্রিপারেশন নিয়ে ব্যস্ত। মনে হল কয়েকজন নাট্যকাররা অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।
পানির মধ্যে কয়েক জায়গায় ভাসমান শাপলা ফুল গাছ। মনে করে দেয় ছোটবেলায় সেই বিলে শাপলা ফুল তুলতে যাওয়ার স্মৃতি। আমি চাচাতো ভাইয়াদের সাথে মাঠে চলে যেতাম শাপলা ফুল তুলতে। কতই না সুন্দর স্মৃতিময় দিনগুলো বারবার মনে পড়ছিল ভিডিও ধারণ করার মুহূর্তে। স্বচক্ষে যখন সবকিছু দেখছিলাম গভীর অনুভূতি যেন আমাকে ছুতে পারছিল না। কিন্তু যখন আমি ভিডিও ধারণে ব্যস্ত ছিলাম। যখন যেইটা চোখের সামনে বাদছে, তখন সেইটাকে কেন্দ্র করে অতীতের স্মৃতি মনে হচ্ছিল। আমিও বেশ মুগ্ধ হয়ে ভিডিও ধারণ করছিলাম। যেন ভাল লাগা খুঁজে পেয়েছিলাম বারবার। অনেক সুন্দর লোকেশন। সবচেয়ে বেশি ভালোলাগা ছিল জায়গায় জায়গায় মানুষের উপস্থিতি গুলো দেখে। কত না প্রাণ স্বস্তি রয়েছে এখানে। আবার অনেক ব্যক্তি মাছ ধরছেন। শুনেছি এখানে মাছ ধরতে হলে আগে কর্তৃপক্ষের অনুমতি ও নির্দিষ্ট বিষয়ে অনুমতি নিয়েই মাছ ধরতে হয়। যাইহোক এই বিষয়টা নিয়ে আমার কোন মাথা ঘামানো ছিল না। তবে কিছুটা সময় দাঁড়িয়ে মাছ ধরতে দেখাটাই অন্যরকম ভালোলাগা ছিল। আর এভাবেই কিছুটা সময় ভিডিও ধারণ করছিলাম ধানমন্ডি ৩২ লেকের পাশ থেকে।
Video link
ভিডিওগ্রাফি | ধানমন্ডি লেক |
---|---|
লোকেশন | w3w |
YouTube channel | Link |
ভিডিওগ্রাফি ডিভাইস | Huawei mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
ভেরিফাইড ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।
Twitter-promotion
আমার আজকের টাস্ক
আপনার পোষ্টের মাধ্যমে অনেকদিন পর ধানমন্ডি লেগ দেখতে পেলাম। এই জায়গাতে যে কত বেশি সময় অতিবাহিত করেছি সেটা বলে বোঝাতে পারবো না। ভিডিওগ্রাফির মাধ্যমে সেই প্রিয় জায়গা গুলো আবারো দেখতে পেলাম।
ও আচ্ছা তাহলে তো অনেক ভালো।
অনেক অনেক ভালো লাগলো ভাইজান আপনার চমৎকার এই ভিডিওগ্রাফি দেখে। আপনি অনেক সুন্দর ভাবে ভিডিও করেছেন ধানমন্ডি ৩২ লেক। দেখে বুঝতে পারলাম অনেক সুন্দর একটি জায়গা। আমিও এখানে গিয়েছিলাম ক্ষণিক সময়ের জন্য। কিন্তু ভিডিও করার সময় পায়নি। এত সুন্দর ভিডিও দেখানোর জন্য ধন্যবাদ।
পরবর্তীতে আসেন, ঘুরে যান।
ধানমন্ডি ৩২ লেক থেকে ধারণ করা দ্বিতীয় ভিডিও শেয়ার করেছেন। আপনার প্রথম এবং দ্বিতীয় ভিডিও দুটি ভিডিও অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ভিডিওগ্ৰাফি করেছেন। আপনার পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম ভাই।
হ্যাঁ ভাইয়া এখনো ভিডিও আছে
ধানমন্ডি ৩২ লেকের ব্রিজ এর মাথায় দেখতেছি বসার মত সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে। আবার বাচ্চাগুলো দেখলাম খুবই মজা করে পানিতে গোসল করছিল এবং খেলা করছিল।খুবই মনোরম একটি পরিবেশ দেখলাম আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে। ভিডিওগ্রাফিটি আসলেই সুন্দর হয়েছে ভাই।
হ্যাঁ পরিবেশটা বেশ মনোরম।