আমার লেখা অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট ছোট কবিতা নিয়ে। আশা করবো, আমার এই কবিতা আপনাদের ভাল লাগবে।
১
গ্রামের অরণ্যভূমি মায়ায় বেঁধে রাখে।
তাইতো আমি ছুটে যাই গ্রামের প্রতি
যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার সকল স্মৃতি।
খুঁজে পাই একরাশ হারিয়ে ফেলার সুখ
সবুজ অরণ্যে গা ভাসালেই ভরে ওঠে বুক।
২
শীতল বাতাসে হাত মিলিয়ে থাকে কিছুটা সুখে।
ইট পাথরের দেয়াল যেন ভালো লাগে না আর
যানজট আর গাড়ির শব্দ পাগল করেছে আমার।
ছেড়ে যেতে চাই এই পাগলা গারদ যেথায় আছে সুখ।
কতদিন হলো দেখি না গ্রাম বাংলার মুখ।
৩
দেয়নি সে ভালবেসে বেঁচে থাকার অধিকার
এক বুক যন্ত্রণা দিয়েছে
কেড়ে নিয়েছে নিদ্রা আহার
হাই বিধাতা আমি ভালবাসলাম কার
হারিয়ে ফেলেছি মনের আশা যা ছিল আমার
ভেঙে চুরমার হয়ে গেছে মনটা
প্রেমের অনুভূতি ভালো লাগে না আর।
এটাই কি ছিল প্রাপ্য পরাজিত ভালবাসার
আমার যে ছিল আপন, হয়ে গেল কার?
হাই বিধাতা এ কেমন দিলা তুমি জীবন আমার
দিলানা প্রেম ভালোবাসার অধিকার।
ফটোগ্রাফি | সরিষা ফুল |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
Twitter-promotion
আমার আজকের টাস্ক
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমাদের সবুজ শ্যামল প্রকৃতি কে ঘিরে। কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো।
হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন।
ভাইয়া আজ আপনি বেশ অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। প্রত্যেকটি কবিতা এই অসম্ভব সুন্দর হয়েছে। কবিতা লাইন গুলো অনেক সুন্দর করে ছন্দের সাথে তাল মিলিয়ে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
প্রশংসা করলে আর সুন্দর কবিতা হবে।
আজকে আপনি সুন্দর অনু কবিতা লিখেছেন। বিভিন্ন ধরনের টপিক নিয়ে অনু কবিতা লিখা পড়ে বেশ ভালো লাগলো। আসলে অনু কবিতার মাঝে নিজের সুন্দর মনের অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ চমৎকার তিনটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আশা করব এভাবে উৎসাহ দিবেন আরো