সহায়তা করছে মানেই সহায়ক নয়,সাবধান(সত্য ঘটনার প্রেক্ষিতে)

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বাংলাদেশের বেশ কয়েকদিন ধরে একটি ঘটনা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনায় এসেছে। তো আমি আজকে সেই বিষয়টা নিয়েই একটু কথা বলতে এসেছি। আমি মোটেও সেই ঘটনাটির সত্যতা জানাতে আসিনি। কারণ ঘটনাটি সত্য না মিথ্যা সেটা আমি নিজেও জানিনা। কিন্তু ঘটনাটি থেকে আমাদের একটি শিক্ষা নেওয়া উচিত।আর আমি সে শিক্ষা র বিষয়টি নিয়েই কথা বলতে এসেছি।

বাংলাদেশের মিল্টন সমাদ্দাদ নামে একজন ব্যক্তি অনেক মাস যাবত রাস্তার অসহায় মানুষদের। অর্থাৎ রাস্তার অসহায় বৃদ্ধদের কিংবা যে বৃদ্ধদের বাবা-মা দেখেনা, সে বৃদ্ধদের জন্য কাজ করে আসছিলো এবং বিনামূল্যে বৃদ্ধাশ্রমে তাদের রাখছিলো।

যে কারণে সারা বাংলাদেশ তাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছিলো। এবং সে সাথে অনেক বড় বড় মানুষ তার কাছে অনেক বেশি অনুদান দিচ্ছিলো। কিন্তু বর্তমানে যে নিউজটি অনেক বেশি শোনা যাচ্ছে। সেটা হলো বৃদ্ধাশ্রমটির প্রায় প্রতিদিন কেউ না কেউ মারা যেতো এবং সেই মানুষগুলোকে যখন গোসল করানো হতো। তখন কিডনির দিকে কাটা পাওয়া যেতো বা রক্তের দাগ ।

ব্যাপারটি সত্য নাকি মিথ্যা সেটা আমরা কেউই জানিনা। কিন্তু সে ব্যাপারটা থেকে যেটা আমরা শিক্ষা নিতে পারি। সেটা হচ্ছে, আমাকে,আপনাকে যে সহায়তা করছে। সে যে সবসময় আমাদের সহায়তা করছে তা কিন্তু নয়। হতে পারে সে আমাকে, আপনাকে সহায়তা করছে আমার, আপনার অনেক বড় ক্ষতির জন্য।

তাই কেউ যখন নিজে নিজেই আগ বাড়িয়ে এসে অনেক বেশি সহায়তা করতে আসবে। তখন অবশ্যই আগে একবার যাচাই করে নেবেন। কারণ সাবধানের কিন্তু কোনো মার নেই। কারন আমাদের দেশটা বর্তমানে খারাপ মানুষে ভরে গিয়েছে। কোন মানুষটার মনে কি রয়েছে সেটা আমরা কেউ জানি না। তাই সাবধানতা অবলম্বন করা অনেক জরুরি। আর একবার যদি এই ধরনের খারাপ মানুষের খপ্পরে একটা মানুষ পরে যায়। তাহলে কিন্তু তার জীবন সংশয় এর অবস্থা হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61726.22
ETH 2490.34
USDT 1.00
SBD 2.63