উপকার করলে ক্ষতি করে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে উপকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


aggregate-7716230_1280.webp



লিংক


আসলে আজকের আমার এই বিষয়টি কিন্তু আমার নিজের জীবন থেকে নেওয়া। কারণ এই অভিজ্ঞতাটা আমার হয়েছে বলে আমি আপনাদের কাছে এই ধরনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকের পোস্টটি লিখছি। আসলে আপনারাও মনে হয় এই বিষয়টি জানেন যে আমরা যদি অন্য কারো কোন উপকার করি তাহলে তারা কিন্তু আমাদের ক্ষতি করবে। কেননা এই পৃথিবীতে সবাই কিন্তু এক রকম মানুষ নয়। আসলে মানুষ যখন অন্য মানুষের নিঃস্বার্থভাবে উপকার করার চেষ্টা করে তখন সেই মানুষটি ভাবে যে সে তার কাছ থেকে কোন কিছু চাইছে। আসলে এই বিষয়টি কিন্তু আমার বড়ই খারাপ লাগে। কেননা এখনো পৃথিবীতে কিন্তু ভালো মানুষ বেঁচে আছে। আসলে পৃথিবীতে যদি ভালো মানুষ না থাকতো তাহলে এই পৃথিবীটা এখনো বসবাসের উপযোগী থাকত না।


কিন্তু আরেকটা জিনিস আমরা সব সময় দেখতে পাই যে সমাজে বেশিরভাগ লোক কিন্তু খারাপ। তারা অন্যের উপকার তো দূরের কথা তারা যদি সুযোগ পায় তাহলে অন্যের ক্ষতি করতে কখনো দুইবার চিন্তা করে না। আসলে এইসব লোকেদের থেকে আমাদের সব সময় দূরে থাকা উচিত কে না এইসব লোকেরা অন্য মানুষের কখনো ভালো করতে পারে না। আর সব সময় তারা মানুষের খারাপের জন্য চেষ্টা করে। আসলে যে মানুষগুলো অন্যের ক্ষতি করে যে কি একটা আনন্দ পায় তার একমাত্র তারাই জানতে পারে। আর এজন্য আমাদের সব সময় পৃথিবীতে যারা আমাদের উপকার করে তাদের সব সময় উপকার করা উচিত এবং তাদেরকে ভালোবাসা উচিত। আসলে এসব ভালো মানুষদের জন্য পৃথিবীতে এখনো বিশ্বাস জিনিসটা টিকে রয়েছে।


কেননা এইসব খারাপ মানুষরা কখনো অন্য কারোর উপর বিশ্বাস করে না এবং কেউ যদি তাদের উপকার করে তাহলে সেই উপকারের বিষয়টা তারা তাদের জীবন থেকে খুব দ্রুত মুছে ফেলে। আসলে এই মানুষগুলো অনেকটা গিরগিটি টাইপের হয়ে থাকে। আসলে তারা প্রতি সময় সময় তাদের নিজেদের রং বদলায়। আসলে এইসব মানুষগুলো যখন আপনাদের কাছে কোন স্বার্থ থাকে তখন আপনাদের কাছে একরকম থাকে এবং আপনাদের কাছ থেকে যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন তাদের অন্যরকম রূপ আপনারা দেখতে পাবেন। আসলে এক এক সময় এদের আচরগত পরিবর্তন এক এক ধরনের হয়ে থাকে। আর এসব মানুষের জন্য দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাইতো আমাদের দেশটাকে সুন্দর করতে হলে এসব লোকেদের থেকে দূরে থাকা অবশ্যই প্রয়োজন।


আসলে আমরা যদি এই পৃথিবীতে সবাই মিলেমিশে বসবাস করি এবং একে অন্যের উপকারের সব সময় এগিয়ে আসি তাহলে আমাদের এই পৃথিবীতে তেমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এবং কোন ধরনের বিপদ আমাদেরকে আক্রমণ করতে পারবে না। কেননা এই পৃথিবীতে যারা উপকারীর উপকার স্বীকার করে তারা কিন্তু কৃতজ্ঞ ব্যক্তি। আর যারা উপকারীর ক্ষতি করার চেষ্টা করে তারা কিন্তু অকৃতজ্ঞ ব্যক্তি। তাইতো এই পৃথিবীতে আমাদের ভালোভাবে চলতে হলে সবাই সবার সাহায্যে এগিয়ে আসতে হবে এবং মানুষকে ভালবাসতে হবে। আসলে আমরা যদি মানুষকে ভালবাসতে পারি তাহলে আমাদের আর কোন সমস্যা থাকবে না। কেননা কোন সমস্যা হলে সব মানুষেরা মিলে মিশে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। আর এইভাবে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 103494.73
ETH 3835.74
SBD 3.33