রক্ষক যখন ভক্ষক তখন জনগণের কি উপায়? (শেষ পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এখন এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এই অবস্থা থেকে বাঁচতে হলে পুলিশ সদস্যদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে যেকোনো অপরাধের জন্য শাস্তির আওতায় আনতে হবে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদেরকে দূরে রাখতে হবে। আর পুলিশের অপরাধের তদন্ত করার ভার অন্য কোনো বাহিনীকে দিতে হবে। যাতে করে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব হয়। আর পুলিশ বাহিনীকে সরকারের অবশ্যই এই নির্দেশনা দিতে হবে যে যে কোনো রকম অন্যায় অনিয়ম দুর্নীতির কারণে তাদেরকে শাস্তি পেতে হবে।


workout_20240520_214757_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

একবার যদি অপরাধী পুলিশদের শাস্তি নিশ্চিত করা যায়। তাহলে বাদবাকি পুলিশ সদস্য এমনিতেই তাদের অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধ করে দেবে। কিন্তু সমস্যা হচ্ছে এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য যাদের সদিচ্ছা দরকার তারাই তো পুলিশ বাহিনীকে ব্যবহার করে নানা রকম অন্যায় এবং অনৈতিক কর্মকাণ্ড করাচ্ছে। যার ফলে আপাতত পুলিশের বিরুদ্ধে হয়তো কোনো কিছুই হবে না। এই সমস্যার সমাধান কোথায় আমরা কেউ জানিনা। আবার অন্যভাবে বললে আমরা সকলেই জানি। কারন পুলিশ যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড করছে। এ ব্যাপারে কারো অজানা নেই।


প্রত্যেকটা এলাকার অপরাধীদের কাছ থেকে টাকা নেওয়া, রাস্তার হকারদের কাছ থেকে চাঁদাবাজি করা, থানায় কেউ সাহায্যের জন্য গেলে তার কাছ থেকে ঘুষ দাবি করা, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তার কাছ থেকে ঘুষ আদায় করা, ক্রসফায়ারের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করা, টাকার বিনিময়ে মাদক ব্যবসা সুযোগ করে দেয়া, ব্যক্তিগত লাভের জন্য রাজনৈতিক দলগুলোর চামচাবৃত্তি করা। সমস্ত কিছুই আমাদের জানা। তারপরও পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। কারণ ব্যবস্থা নেয়ার দায়িত্ব যাদের তারাই তো পুলিশকে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড করতে উৎসাহ প্রদান করে। কারণ না হলে তারা তো নিজেরা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তাই পুলিশ বাহিনীকে একটা ভালো বাহিনী হিসেবে গড়ে তুলতে হলে সবচাইতে প্রথম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কে ঠিক হওয়া দরকার। না হলে এমন অবস্থাই চলতে থাকবে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54260.52
ETH 2284.10
USDT 1.00
SBD 2.30