ব্যবসা হোক সৎ কর্মের

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বিভিন্ন কাজের ক্ষেত্রে যে কাজটিকে আমরা অনেক বেশি লাভবান এবং সম্মানজনক হিসেবে ভেবে থাকি। অর্থাৎ নিজের কাজ সেটা হলো ব্যবসা। কারণ ব্যবসা এমন একটি কাজ। যেটাতে নিজের স্বাধীনতা থাকে নিজের মত প্রকাশ করার সম্পূর্ণ অধিকার থাকে এবং নিজের মতামত বাস্তবায়ন করার ও অধিকার থাকে।

কিন্তু এই ব্যবসা করার ক্ষেত্রে যেটা আমরা অনেক সময় একেবারে তালগোল পাকিয়ে ফেলি। সেটা হলো, সৎ ভাবে ব্যবসা করা। কারণ ব্যবসা তো অনেকেই করে আবার অনেককে এমনও দেখবেন যে, তারা ব্যবসা করার মাধ্যমে রাতারাতি যেনো আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে। আমি আজকে তেমন ব্যবসা নিয়েই কথা বলতে এসেছি। কারণ ভালো ব্যবসা গুলোকে অ্যাপ্রিশিয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ উনারা সত্যিই অনেক সৎ কারণ। ব্যবসা করার ক্ষেত্রে সৎ থাকা যেমন অনেক প্রয়োজনীয়, ঠিক ততোটাই কঠিন।

একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা জানিনা যে, কোনো সৎ কাজ কিংবা ভালো কাজগুলো কিন্তু অনেক কঠিন কাজ হয়ে থাকে। কারণ নিজেকে ভালো রাখা হলো পৃথিবীতে বর্তমানে বড় কঠিন কাজ। এই কঠিন কাজকে যদি আমরা করতে পারি এবং এই কঠিন কাজ যদি আমরা সব সময় করতে পারি। তাহলেই বুঝতে হবে যে, আমরা সৎ মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছি। কারণ একটা কথা রয়েছে যে, কষ্টের শেষে সুখ রয়েছে। ঠিক তেমনটাই আমরা যদি কঠিন পথ পাড়ি দিয়ে আমাদের ব্যবসাকে প্রতিষ্ঠিত করি। তাহলে দেখবো যে, আমাদের সামনের পথ কত সুন্দর হয়ে যাচ্ছে।

ব্যবসাকে হালাল রাখা অনেক কঠিন। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাজ ব্যবসা এর লাভ পুঁজি এসবকে হালাল রাখতে হবে যে কোনো মূল্যে। ২ টাকা বেশি লাভের জন্য কাউকে ঠকালে সেই দুই টাকার জন্য কতো বেশি ক্ষতি হয়, সেটা অনেকেই বুঝতে পারে না। কারণ সৃষ্টিকর্তা আমাদের কতোভাবে শাস্তি দেন, সেটা আমরা নিজেরাও টের পাইনা। তাই ব্যবসা হোক আমাদের সৎ কর্মের। ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠা করি তবেই আমাদের জীবনের সফলতা সুখ আসবে।

ABB.gif

Sort:  
 28 days ago 

সত্যিই ব্যবসাকে শতভাগ হালাল রাখাটা নিঃসন্দেহে অনেক বেশি কঠিন। তারপরে হবে মনে করি যারা সৎ ব্যবসায়ী তারা হারামের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে থাকে এবং শেষ পর্যন্ত চেষ্টা করে নিজের ব্যবসাকে এবং নিজের ব্যবসার মালামালকে হালাল রাখতে। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 27 days ago 

স্রষ্টা সুদ কে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। কিন্তু বর্তমান সময়ে এই ব্যবসার মধ্যেও অনেকেই হারাম বিষয়টিকে গুলিয়ে ফেলে। সেটা তাদের বিভিন্ন অপকর্মের মাধ্যমে। যেমন আপনার পোস্টে আপনি ব্যবসা নিয়ে বেশ কিছু কথা উল্লেখ করেছেন। আসলেই আমাদের প্রত্যেকের উচিত যারা ব্যবসা করে সৎ মনোভাব নিয়ে যেনো ব্যবসা করে। যদি আমরা সৎ মনোভাব নিয়ে ব্যবসাটা করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি সফলতা আসবে। আর অসৎভাবে করলে ধ্বংস অনিবার্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66