লোভ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে লোভ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে আমাদের এই পৃথিবীতে আগে মানুষ সবসময় মিলেমিশে বসবাস করত। তখন জীবনটা এত উন্নত ছিল না। জীবনটা উন্নত না থাকলেও মানুষ মানুষের সাথে বিভিন্ন ধরনের সুসম্পর্ক বজায় রাখতো। আসলে যত দিন যাচ্ছে ততই মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর এই চাহিদা বৃদ্ধির জন্য মানুষ সব সময় বিভিন্ন অপকর্ম করছে। আসলে যে মানুষের মনে একবার লোক জন্ম নেয় সেই মানুষ কখনো ভালো হতে পারে না। আসলে লোভ আমাদের একজন সঠিক মানুষ থেকে একদম খারাপ মানুষের রূপান্তরিত করে। কারণ লোভী মানুষ কখনো কারো ভালো চায় না। তারা শুধুমাত্র নিজেদের ভালো ছাড়া অন্যের ভালো কখনোই আশা করেনা। আসলে লোভী মানুষদের জন্য আজ পৃথিবীটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।



কারণ মানুষ লোভে পড়ে একদিকে যেমন পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে তেমনি অন্য দিক থেকে পরিবেশও দূষণ করে। কারণ মানুষ লোভে পড়ে অতিরিক্ত টাকা ইনকামের জন্য বিভিন্ন ধরনের কল কারখানা গড়ে তুলছে এবং কলকারখানার জন্য যে অতিরিক্ত জায়গার প্রয়োজন হচ্ছে সে জন্য তারা গাছ কেটে সেই জায়গা কলকারখানা নির্মাণ করছে। এছাড়াও তারা মানুষের সব সময় ক্ষতি করছে। অর্থাৎ মানুষের সঠিক পারিশ্রমিক তারা কখনো দিচ্ছে না। আসলে জীবনে এত টাকা দিয়ে কি হবে। কারণ টাকা কখনো মানুষকে সুখের মুখ দেখাতে পারেনা। শুধুমাত্র টাকা মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়।

এছাড়াও দেখতে পাই যে রাজনীতিক ক্ষেত্রে বিভিন্ন লোক বিভিন্ন অসৎকর্ম সবসময় করে চলেছে। আসলে তাদের অল্প লোভে তারা সন্তুষ্ট নয় কখনো। তারা সব সময় অতিরিক্ত লোভের জন্য তারা মানুষের ক্ষতি করছে। এছাড়াও তারা গরীব মানুষের জায়গা দখল করে নিচ্ছে। আসলে এভাবে চলতে থাকলে আমাদের পুরো সমাজটা অরাজকতার দিকে এগিয়ে যাবে। তখন মানুষ হয়ে যাবে একদম গরীব। আমাদের এই সমাজে যাদের প্রচুর অর্থ সম্পত্তি রয়েছে তারা সেই প্রচুর অর্থ সম্পত্তিতেও সন্তুষ্ট থাকে না। আসলে তারা এতটাই লোভি যে তাদের জীবনে আরো অনেক বেশি অর্থ সম্পত্তি চাই।



আসলে এত অর্থ সম্পত্তি দিয়েও তারা কখনো সুখের মুখ দেখতে পারে না। আসলে তারা এই অতিরিক্ত লোকের জন্য তারা নিজেদের পরিবারকেও সব সময় ভুলে যায়। আসলে যারা নিজেদের পরিবারকে ভুলে যায় তারা কখনো মানুষের ভালো চাইতে পারেনা। কারণ আমাদের এই পৃথিবীতে আমরা নিজেদের পরিবারের সাথে সবসময় সুখের মুহূর্ত কাটাই। কিন্তু এইসব ধনী ব্যক্তিরা শুধু লোভের জন্য তারা জীবনে একটু সময় পায় না এবং জীবনে কোন আনন্দ উৎসব করতে পারে না। আসলে লোভ মানুষকে কখনো সঠিক মানুষ হিসেবে বিবেচিত করতে পারেনা। এছাড়াও লোভের জন্য মানুষ সব সময় মৃত্যুর দিকে এগিয়ে যায়।

আসলে মানুষ তো সারা জীবন বেঁচে থাকতে পারবে না। এক সময় তারা শুধুমাত্র টাকা-পয়সা ইনকামের জন্য চেষ্টা করে এবং বিভিন্ন রকম অপকর্ম করে। কিন্তু শেষ বয়সে এসে তারা যখন ভাবতে থাকে যে তারা জীবনে কি করল। তখন তাদের সেই শেষ বয়সটা একদম দুঃখের ভিতর দিয়ে কেটে যায়। আসলে লোভ আমাদের সবাইকেই ত্যাগ করতে হবে। আর লোভ ত্যাগ করে আমাদের সব সময় সৎ ভাবে চলতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আর যারা পৃথিবীতে কঠোর পরিশ্রম করে তাদের কাছে লোভ কখনোই জায়গা করে নিতে পারে না। কারণ তারা কোন দিনও অসৎ কর্ম করেনা এবং সারা জীবন নিজের পরিবারকে নিয়ে সুখে থাকার চেষ্টা করে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 days ago 

কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু । প্রাচীনকালে মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করতো। তারা একে অন্যকে সহযোগিতা করতো, একে অন্যের বিপদ-আপদে এগিয়ে আসতো। বর্তমান সময় মানুষের মধ্যে প্রচুর পরিমাণ লোভ থাকা একে অন্যকে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগে আছে। রাজনৈতিক ময়দানে আমরা দেখি ক্ষমতার লোভে একে অন্যকে হত্যা করতে চুল পরিমাণ চিন্তা করে না। লোভে পড়ে মানুষ মানুষকে হত্যা করে। আজকে খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60270.38
ETH 3307.79
USDT 1.00
SBD 2.40