কম্পিউটার

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কম্পিউটার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-8106958_1280.webp



লিংক


কম্পিউটার আধুনিক যুগে সব থেকে বড় অন্যতম একটা আবিষ্কার। কেননা মানুষ এর আগে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করেছে। কিন্তু কম্পিউটারের মত এত আধুনিক যন্ত্রপাতি এর আগে কখনো তৈরি হয়নি। একটা জিনিস আমরা কখনো চিন্তা ভাবনা করতে পারিনি যে এই কম্পিউটার এসে আমাদের আধুনিক সভ্যতাকে আরো কয়েকগুণ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আসলে বিভিন্ন ধরনের জটিল কাজগুলো এই কম্পিউটারের মাধ্যমে অনেক দ্রুত সম্পন্ন হয়। এছাড়াও বর্তমান সময়ে মানুষ বাইরের বিভিন্ন ধরনের কাজ এই কম্পিউটারের মাধ্যমে করে থাকে। এখন এমন কোন কাজ নেই যা কম্পিউটারের মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না। আসলে এখন গবেষণা করলে দেখা যায় যে প্রতিটা বাড়িতে একটি করে কম্পিউটার রয়েছে।


বর্তমান যুগের ছেলেমেয়েরা এই কম্পিউটারের উপরে বেশি ঝুঁকে যাচ্ছে। আসলে তারা ছোটবেলা থেকে এই কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারছে। আমাদের সময় অর্থাৎ আমাদের শৈশবকালে আমরা কিন্তু কম্পিউটারের কথা কখনো চিন্তাভাবনা করতে পারেনি। তখন সবার ঘরে ঘরে কিন্তু কম্পিউটার ছিল না। এজন্য আমরা কম্পিউটারের প্রতি তেমন একটা বেশি দক্ষ নই। কিন্তু আপনি বর্তমান জেনারেশনদের দেখলে বুঝতে পারবেন যে তারা কতটা বেশি দক্ষ এই কম্পিউটারের। আরো একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে এখন শিক্ষা প্রতিষ্ঠানের সবকিছু এই কম্পিউটার ভিত্তিক হয়ে গেছে। এখন প্রতিটা শিশু শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কম্পিউটারে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্ঞান সংগ্রহ করে। যদিও মানুষের মস্তিষ্ক একটা বড় কম্পিউটার।


তবুও আমরা দেখতে পাই যে মানুষের এই মস্তিষ্কের জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ এখন বিভিন্ন উঁচু স্থানে পৌঁছে গেছে। এছাড়াও আমাদের মানব জীবনে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ আমরা কখনো মনে রাখতে পারি না। আসলে মানুষ আগেরকার সময়ে এই হিসাব-নিকাশ বিভিন্ন খাতা কলমে করে থাকত। কিন্তু এই খাতা কলমের বাইরে এখন মানুষ কম্পিউটারে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করে রাখে। কেননা এখন মানুষ অল্প সময়ে যে কোনো দিনের হিসাব নিকাশ খুব দ্রুত বের করে দিতে পারে। আগেকার দিনে মানুষকে তার সেই পুরনো খাতা বের করে তার হিসাব বের করতে হতো। কিন্তু এই বিষয়টা অনেকটা সময় সাপেক্ষ ছিল। আসলে আমার মনে হয় যে মানুষের মস্তিষ্কে ক্ষুদ্র একটি অংশ হলো এই কম্পিউটার। যার মাধ্যমে মানুষ এখন বড় বড় ধরনের সমস্যা সমাধান করতে পারে।


আসলে এই কম্পিউটারের যেমন উপকার রয়েছে তেমনি অন্য দিক থেকে বিভিন্ন ধরনের অপকারও রয়েছে। আমরা প্রায়ই শুনি যে বিভিন্ন ধরনের ব্যাংক হ্যাক হচ্ছে। আর এর ফলে প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন অসাধু ব্যক্তিরা চুরি করে নিয়ে যাচ্ছে। অনলাইন ক্রাইম যেমন দিন দিন বেড়ে চলেছে তেমনি মানুষ নিজেদেরকে সচেতন করার জন্য এইসব ক্রাইমের বিষয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে সেই ক্রাইমকে বন্ধ করার চেষ্টা করছে। তাইতো আমাদের সব সময় উচিত নিজেদের মস্তিষ্কের ভালো বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে ভালো একটা স্থানে পৌঁছে যাওয়া। আর এই পৌঁছে যাওয়ার ক্ষেত্রে কম্পিউটারের অবদান আমাদের জীবনে অনেক বেশি। আর এজন্য আমরা সব সময় এই সব ধরনের আধুনিক যন্ত্রপাতিকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করব। আর এর ফলে আমরা আরো অনেক বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবো।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.23
JST 0.033
BTC 94643.39
ETH 2639.31
SBD 0.43