চাহিদার কোন শেষ নেই

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চাহিদার কোন শেষ নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে এই জীবনে মানুষের চাহিদার কোন শেষ নেই। মানুষ যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে তখন তার চাহিদা বাড়তে থাকে এবং যখন একটা বয়স থেকে আবার পুনরায় শেষ বয়স অব্দি যেতে থাকে তখন চাহিদা আর বাড়ে না। আসলে মানুষের এই চাহিদার জন্য আজ মানুষ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়। এই পৃথিবীতে সবার বিভিন্ন ধরনের মৌলিক চাহিদা রয়েছে। আসলে মৌলিক চাহিদা বলতে আমরা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানকে বুঝি। আসলে একটা মানুষের বেঁচে থাকার জন্য এই পাঁচটি মৌলিক চাহিদা অবশ্যই দরকার। আর এই পাঁচটির ভিতরে যদি একটি বাদ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারবে না। আসলে এসব চাহিদার বাইরে মানুষের যেসব চাহিদা রয়েছে সেসব চাহিদার কিন্তু শখ শৌখিনতার চাহিদা। আসলে এইসব চাহিদাগুলো মানুষের জীবনে আনন্দ দিতে পারে কিন্তু কখনো বেঁচে থাকার জন্য এই চাহিদার বাইরের অন্যান্য চাহিদার প্রয়োজন হয় না।


আসলে এই পৃথিবীতে আমরা দেখতে পাই যে দিন দিন মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আসলে মানুষ তার এই অল্প জীবনে এত চাহিদা দিয়ে কি করবে। কারণ একটা মানুষ তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেসব চাহিদাগুলোর দরকার আছে এবং এর পরবর্তীতে তার জীবনে আর কোন চাহিদার প্রয়োজন হয় না। আসলে মানুষের এইসব অন্যায় চাহিদার জন্য মানুষ আজ বিভিন্ন ধরনের খারাপ কাজকর্ম করে। এমনকি মানুষ মানুষের ক্ষতি করতে কখনো ছাড়ে না। আসলে এই পৃথিবীতে মানুষ কখনো এমন ছিল না পূর্বে। কারণ পূর্বের মানুষের অর্থাৎ প্রাচীনকালে মানুষ শুধুমাত্র খাদ্যের চাহিদাটা ছিল। তখনকার সময়ে তেমন কোন চিকিৎসা এবং বস্ত্রের প্রচলন ছিল না কখনো। তখন মানুষ তাদের খাদ্যের চাহিদাটা পূরণ করতে পারলেই কিন্তু সুখে থাকতো এবং বিপদে আপদে একে অন্যকে সবসময় সাহায্য করত। আসলে মানুষ যদি তাদের নিজেদের চাহিদাগুলো পূরণ করে অন্যের চাহিদা পূরণে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সবাই কিন্তু তাকে ভালবাসবে।


আসলে পৃথিবীতে আমরা যদি স্বার্থপরের মত নিজেদের চাহিদা পূরণ করি তাহলে মানুষ কখনো আমাদেরকে ভালবাসবে না। হয়তোবা এই জীবনে মানুষের চাহিদের কোন শেষ নেই। কিন্তু মানুষ যদি তাদের নিজেদের চাহিদাগুলো পূরণ করে অন্যের চাহিদাগুলো পূরণের সাহায্য করে তাহলে সেই মানুষগুলো একটু সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। ধরুন এই পৃথিবীতে আমাদের ধনী লোক অপেক্ষা গরীব লোকের সংখ্যা অনেক বেশি। আর এই গরিব লোকের সামান্য চাহিদাগুলো যদি সেই সব গরিব লোকরা কঠোর পরিশ্রম করেও কখনো পূরণ করতে পারে না। আসলে তাদের সেই মৌলিক চাহিদা গুলো পূরণের জন্য সব সময় চেষ্টা করে। কিন্তু গরিব মানুষ যতই পরিশ্রম করুক না কেন তারা তাদের ন্যায্য অর্থ কখনোই পায় না। কারণ কিছু কিছু মানুষের এই পৃথিবীতে অর্থের চাহিদা অনেক বেশি থাকে। কারণ তারা চাইছে তারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধনী হবে।



আসলে এই সব মানুষের অর্থের চাহিদার জন্য তারা এসব গরিব মানুষদের দিয়ে বিভিন্ন কঠোর পরিশ্রম করা এবং তাদের কাছ থেকে তাদের ন্যায্য পাওনার কিছু অংশ কেটে নেয়। আর এর জন্য এসব গরিব লোকেরা তাদের সংসার ঠিকঠাকভাবে চালাতে পারে না। আর আমরা যদি সবাই মিলে এসব গরিব লোকেদের পাশে দাঁড়াই এবং তাদের সামান্য চাহিদার কিছু অংশ যদি আমরা পূরণ করতে পারি সবাই মিলে তাহলে এতেই কিন্তু সবথেকে বড় শান্তি। আসলে অন্যের চাহিদা পূরণ করার মধ্যে কি শান্তি রয়েছে এই শান্তি আর পৃথিবীতে কোন কিছুতেই নেই। আর এজন্য আমরা আমাদের সকল চাহিদা পূরণ করার পর আমরা আমাদের পার্শ্ববর্তী যেসব গরিব লোকেরা রয়েছে তাদের জীবনের ছোট ছোট চাহিদা গুলো পূরণ করার চেষ্টা করব। আসলে একার পক্ষে এই বিশাল সংখ্যক গরিব লোকেদের চাহিদাগুলো কখনোই পূরণ করা সম্ভব নয়। তাইতো আমরা যদি সবাই মিলে হাতে হাত রেখে এসব গরিব লোকদের সামান্য সাহায্য করতে পারি তাহলে এইসব গরীব লোকেরা আর কোনদিনও কষ্ট পাবে না। তাইতো জীবনে মৌলিক চাহিদাগুলো থাকা ভালো কিন্তু অতিরিক্ত চাহিদা থাকা কখনোই ভালো নয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 6 months ago 

চাহিদার কখনো মৃত্যু হয় না। মৃত্যুর আগ ঈ পর্যন্ত প্রতিটি মানুষের চাহিদা লেগেই থাকে। একটি চাহিদা পূরণ হয়ে গেলে আরেকটা চাহিদার জন্ম নেয়।আর এই চাহিদা গুলো কখনো কখনো মানুষ কে ভালো থাকতে দেয় না। আবার কখনো কখনো এই চাহিদা গুলো মানুষ কে একদম চিন্তার মধ্যে ফেলে দেয়। আপনি আজকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে লিখছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 102386.55
ETH 3212.42
SBD 5.23