সফলতা বলে আসেনা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সফলতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-2667455_1280.jpg



লিংক


এ পৃথিবীতে সবাই সফলতার মুখ দেখতে চায়। কিন্তু জীবনে সফল সবাই হতে পারে না। কেননা এই সফলতা অর্জনের জন্য প্রয়োজন হয় কঠোর পরিশ্রম। আর এই কঠোর পরিশ্রম করার মত লোক এই পৃথিবীতে খুব কম রয়েছে। আসলে আমরা মানুষ হিসেবে অনেক আরাম প্রিয় একটা প্রজাতির। কেননা মানুষ যা কিছুই করে না কেন সবকিছুই কিন্তু আরাম আয়েশের জন্যই মানুষ করে। আর এই আরামের জন্য মানুষ যে কোন কিছু করতে রাজি আছেন। আসলে আপনি যখন কঠোর পরিশ্রমের মাধ্যমে আর আমায় ভোগ করতে যাবেন তখন কিন্তু আপনি কখনো এই ভালো জীবন ভোগ করতে পারবেন না। আসলে মানুষের পরিবার বলে একটা জায়গা রয়েছে। আর সেই মানুষ চায় যে তার পরিবারের সবাই যাতে খুব আনন্দের সহিত এক জায়গায় বসবাস করুক। আসলে কখন কে জীবনের সফল হবে তা আমরা কিন্তু কেউ বুঝতে পারি না।


কিন্তু মানুষকে দেখে অনুমান করা যায় যে সেই মানুষটি জীবনে সফলতা অর্জন করবে। আসলে তার অনুমান করার পিছনে কিন্তু অনেক ধরনের কারণ রয়েছে। প্রথমত যাকে আমরা ধরে নেব যে সেই মানুষটি জীবনে সফলতা অর্জন করবে প্রথমত কিন্তু তার কাজকর্ম দেখতে হবে। অর্থাৎ সেই ছেলেটি যদি জীবনে পরিশ্রমী হয় এবং সব সময় পরিশ্রম করতে থাকে তাহলে কিন্তু সে জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবে। আসলে আপনি শুধুমাত্র কঠোর পরিশ্রম করে যাবেন এবং অন্যের কখনো কোনো ক্ষতি করবেন না। আর এর হলে দেখবেন যে আপনার জীবনে অটোমেটিক সফলতা চলে আসবে। আর এভাবে জীবনে আমরা যদি সফল হতে পারি তাহলে কিন্তু আমাদের আর পরবর্তীতে কোন ধরনের কোন দুঃখ-কষ্ট আর আসবে। শুধুমাত্র সফল হওয়ার আগে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়।


এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা অলসভাবে দিন যাপন করে। তারা মনে করে যে সফলতা তাদের কাছে হেঁটে হেঁটে চলে আসবে। কিন্তু একটা জিনিস তারা কখনো বুঝতে চেষ্টা করে না যে অলস মানুষ এটা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না। আর এর জন্য এইসব মানুষেরা যদি তাদের অলসতা থেকে বের হয়ে এসে জীবনে পরিশ্রমে হওয়ার মত মন মানসিকতার সৃষ্টি করতে পারে তাহলে কিন্তু তারা জীবনে অবশ্যই সফলতা অর্জন করবে। আসলে মানুষ যখন ছোট ছোট কাজে সফলতা অর্জন করে তখন কিন্তু তার একটা দৃঢ় বিশ্বাস জন্মে যায় যে পরবর্তীতে বড় কোন কাজ আসলেও সেই কাজে তারা সফলতা অবশ্যই অর্জন করতে পারবে। আর এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের এই কঠোর পরিশ্রমের উদাহরণ রেখে যেতে পারবো।


আসলে ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের দেখে কিন্তু তারাও জীবনে সফল হওয়ার জন্য চেষ্টা করবে। একটা দেশের মানুষেরা যখন সবসময় সফলতা অর্জন করতে পারে তখন সেই দেশটা কিন্তু অন্যান্য দেশ অপেক্ষা উপরের দিকে অবস্থান করে এবং সেই দেশকে দেখে ছোট দেশগুলো সব সময় চলার চেষ্টা করেন। আসলে এভাবে আমরা যদি সবাই মিলে মিশে একসঙ্গে কঠোর পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের দেশকে অনেক উপরের দিকে নিয়ে যেতে পারবো। আর এভাবে আমরা আমাদের জীবনের সফলতাকে অর্জন করতে পারব এবং আমরা পরবর্তী প্রজন্মকে অবশ্যই এই কঠোর পরিশ্রমের ফলাফল সম্পর্কে জানাতে চেষ্টা করব। আর এরপরে তারাও কিন্তু জীবনে কঠোর পরিশ্রম করবে এবং জীবনের সকল কাজে তারা অবশ্যই সফলতা অর্জন করবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 4 hours ago 

সফলতা কখনো নিজে নিজে হেঁটে হেঁটে ঘরে আসবে না। সফলতাকে নিয়ে আসতে হবে। এজন্য সৎ ভাবে থেকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে একজন মানুষ সফলতা অর্জন করতে পারে। তবে সবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। অনেকেই আছে ভাগ্য ক্রমেও অনেক ক্ষেত্রে কঠোর পরিশ্রম ছাড়াও সফলতা অর্জন করে। কিন্তু সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাইহোক আমাদের সবাইকেই অলসতা থেকে বের হয়ে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে।

 40 minutes ago 

আসলে সফলতা এমনি এমনি আসে না।তবে সফলতার জন্য যেমন কঠোর পরিশ্রম প্রয়োজন তেমনি ভাগ্যেরও প্রয়োজন। কারণ আমি অনেক দেখেছি কঠোর পরিশ্রম করেছে কিন্তু তাতে সফলতা কখনোই আসেনি। তাই সে আগে যেমন হতদরিদ্র এখনো হতদরিদ্র। তবে যদি কঠোর পরিশ্রম ও তার ভাগ্য একসাথে যুক্ত হত তাহলে সব মিলিয়ে ভালো কিছু হতো। যাই হোক ধন্যবাদ দারুন একটি বিষয় শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95806.00
ETH 2604.28
USDT 1.00
SBD 0.75