শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
চারপাশে যেদিকেই তাকাই না কেনো। সেদিকেই শুধু সমস্যা, আহাজারি, খুন, ঝামেলা। অর্থাৎ এমন কোনো খারাপ কাজ নেই, যা এখন আশেপাশে ঘটছে না। জানিনা দেশের এই পরিস্থিতি কেনো হলো। কিন্তু আসলে আমরা যখন কোনো কিছু ভালো করি। তখন কিন্তু সেই ভালোটা বজায় রাখাও আমাদের একটি নৈতিক দায়িত্ব হয়ে যায়। কিন্তু আমরা সেই নৈতিক দায়িত্ব থেকে যেমন খুব দ্রুত সরে আসছি। ঠিক তেমনটাই ওই নৈতিক দায়িত্ব টাকে আমরা একেবারে জন্যেই ঝেড়ে ফেলে দিচ্ছি।
কারণ একটা ব্যাপার খেয়াল করে দেখবেন। আমরা দেশের জন্য যা ই করেছি যা ই করি না কেনো। সেটা করেছি একটি সেন্সে এবং সেটা হলো যে আমরা আমাদের দেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চাই। কিন্তু আমাদের দেশকে যেখানে আমরা শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চাই তবে ক্ষমতা ছিনিয়ে নেওয়া এসবেই লিপ্ত হয়ে রয়েছি। এখন বর্তমানে যে খেলাটি সবচেয়ে বেশি জনপ্রিয়। সেটা হলো ক্ষমতার হাত বাদল। কারণ আমি যেটা এখন দেখতে পাচ্ছি। সেটা হলো অনৈতিকতা কোনো অংশে কমেনি। শুধুমাত্র অনৈতিকতায় সাপোর্ট করা কিংবা অনৈতিক কাজ করা মানুষগুলো বদল হয়েছে।
তাই আমি মন প্রাণ থেকে চাই যে আমাদের দেশে যেনো আবার একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে। যে পরিবেশে আমরা নির্মল বাতাসে আমাদের ঘরের মানুষ, আমাদের বন্ধু-বান্ধব, আমাদের পরিচিত প্রিয়জন নিয়ে একটু বের হতে পারি। অর্থাৎ মনে যেনো এমন কোনো ভয় না থাকে যে, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কোনো আন্দোলন কিংবা কোনো আহাজারির মাঝামাঝিতে পরে যাই। তাহলে সমস্যা হতে পারে।অর্থাৎ এমন একটি শান্তিপূর্ণ পরিবেশ চাই। যে পরিবেশে আমার ছোট ভাই বোন ঘরের থেকে একটু দূরে গেলে আমার চিন্তা করতে হবে না যে, দেশের অবস্থা ভালো নয়। তাই ছোট ভাইবোনগুলো ঘরে ফিরলেই নিশ্চিন্ত হই। সত্যিই আমি মন প্রান থেকে চাই সব সমস্যা দূর হয়ে যাক। সবার সব কষ্ট দূর হয়ে যাক। সবার যতো সমস্যা রয়েছে সবকিছু নির্মূল হয়ে যাক। সবকিছুর একটি সলিউশন যেনো আমরা পাই সেটা নিয়েই কিন্তু আমাদের কাজ করা উচিত।
আমাদের দেশের বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুসারে একদম সঠিক কথাগুলোই আপনার পোস্টে উল্লেখ করেছেন। সত্যি বলতে আমরা সব সময় দেশের শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চাই। কিন্তু বর্তমান সময়ে ক্ষমতার হাত বদল হয়েছে এবং সেই ক্ষমতা দখল করা নিয়ে প্রত্যেকদিন অশান্ত পরিবেশ আমরা দেখতে পারছি। কিন্তু আমাদের তো প্রত্যাশা একটি শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে আমরা ছোট-বড় সকলেই একত্রে সকলেই শান্তিতে থাকতে পারি।
অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম খুবই ভালো লাগলো। আমরা সবাই অনেক শান্তি প্রিয় মানুষ। আর সবাই চাই শান্তি ফিরে আসুক। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।