ভয়কে জয় করতে হবে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভয়কে জয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


motivational-quotes-7448652_1280.webp



লিংক

এই পৃথিবীতে যদি আমরা ভয়তে জয় না করতে পারি তাহলে আমরা কখনো এই পৃথিবীকে আরও সামনের দিকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবো না। আসলে এখনকার সময় আর আগের সময়ের মধ্যে পার্থক্য দেখলেই আমরা বুঝতে পারি যে পৃথিবীটা কত সামনের দিকে এগিয়েছে। অর্থাৎ মানুষ যদি ভয় করে কোন কাজ না করে শুধুমাত্র চুপচাপ ঘরে বসে থাকতো তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগোতে পারতাম না এবং এসব কঠিন কাজ সারা জীবন আমাদের কাছে কঠিন বলে মনে হতো। আসলে আমাদের সমাজে এমন কিছু কিছু লোক আছে যারা সব সময় অন্যের কাজের ক্রেডিট নিতে অনেক বেশি পছন্দ করে। হয়তোবা সেই লোকটি সেই কাজটি জীবনেও করেনি শুধুমাত্র অন্য যারা কঠোর পরিশ্রমে তারা সেই কাজটি করেছে এবং সেই কাজ করার সময় সে শুধুমাত্র তাদের পাশে রয়েছে।


আসলে এইসব অলস প্রকৃতির লোকেরা এই কারণেই সমাজে এখনো টিকে রয়েছে। অর্থাৎ তারা নিজেরা না কাজ করেও অন্যের সঙ্গে থেকে শুধুমাত্র সেই কাজটি দেখেই তাদের নিজেদের নাম হয়ে যায়। কিন্তু আসল যারা ভয়কে জয় করে অর্থাৎ যারা কঠোর পরিশ্রমে তারা কিন্তু তাদের নিজেদের নাম নিয়ে তেমন একটা বেশি চিন্তা ভাবনা কখনোই করেনা। কেননা তারা মনে করে যে জীবনে চিন্তাভাবনা যদি করে কাজ করতে যায় তাহলে হয়তোবা একটু দেরি হতে পারে তাই তারা কাজ করতে করতে সব সময় চিন্তা ভাবনা করতে অনেক বেশি পছন্দ করে এবং তারা তাদের নাম-যশ নিয়ে তেমন একটা বেশি মাথা ব্যাথা কখনোই করতে পছন্দ করে না। আর এজন্য তারা সবসময় নিজেদের মনের মত করে সবসময় কাজ করার চেষ্টা করে এবং সামনের দিকে এগোতে অনেক বেশি পছন্দ করে।


আসলে এই পৃথিবীতে বহু মনীষীরা ছিলেন যারা কিনা সমাজের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তাদের অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়েছিল। কেননা তারা যদি কঠোর পরিশ্রম না করতো তাহলে তারা তাদের অবস্থান থেকে মোটেও জীবনে উন্নতি লাভ করতে পারত না। কেননা এই সমাজে যারা নিশ্বাস শ্রেণীর লোক তাদের সবসময় উচ্চ শ্রেণীর লোকেরা নিচের দিকে চেপে রাখে এবং তারা যাতে করে উপরের দিকে না যেতে পারে সেজন্য সব সময় চেষ্টা করে। আসলে এই হিংসুক প্রকৃতির লোকেদের জন্য কিন্তু সমাজে এখনো অনেক শ্রেণীর লোক রয়েছে যারা সব সময় সমাজের আধুনিকতা থেকে সব সময় পিছিয়ে থাকে এবং সমাজের কোন আধুনিক যন্ত্রপাতি তারা আর ব্যবহার করতে পারেনা। আর এর ফলে কিন্তু আমাদের জাতিটা অনেক পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে।


আর এজন্য আমরা সব সময় চেষ্টা করবো যে আমাদের সামনে যতই বড় কাজ আসুক না কেন আমরা সেই কাজকে কখনো ভয় পেলে চলবে না। সব সময় মনের উদ্যম নিয়ে সেই কাজটি করার চেষ্টা করতে হবে এবং একবার যদি আমরা সেই কাজটি করতে পারি তখন কিন্তু আমরা আর কখনো পিছনের দিকে পড়ে থাকবো না। কেননা এই ধরনের সৎ সাহসিক মন মানসিকতার মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া বড়ই কঠিন যারা কিনা কোন কাজ উদ্যম নিয়ে করবে। তাইতো আমাদের অবশ্যই সবাইকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কঠোর লড়াই এ নিযুক্ত হতে হবে। আর এর মাধ্যমে আমরা যখন জীবনে উন্নতি লাভ করতে পারব তখন থেকে কিন্তু আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে এবং সুখের দিন তখন থেকেই শুরু হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 yesterday 

আসলে ভয় করলে জীবনে কোন কিছুই অর্জন করা সম্ভব হয় না। যদি জীবন ভয় ভয় কেটে যায় তাহলে তো সে জীবন ব্যর্থ হয়ে যায়। আর ব্যর্থ জীবনে কিছুই অর্জন করা যায় না। তাই সবার আগে ভয় কে জয় করতে হবে তাহলেই জীবনে ভালো কিছু হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

5K9wgdEovdQSEmEjywdioLEYLN65vvU6Jt5mEuvAWDHFbtvLwfe

5K9wgdEovdQSEmEjywdioLEYLN65vvU6Jt5mEuvAWDHFbtvLwfe

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 104935.47
ETH 3257.15
SBD 5.10