কালবাউশ মাছের রেসিপি ll ১০% দেওয়া লাজুক খ্যাঁককে ll


হ্যালো বন্ধুরা

আমি@hayat221 বাংলাদেশ থেকে বলছি

আসসালামু- আলাইকুম

হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব, কালবাউশ মাছের সুন্দর একটা রেসিপি। মাছটি দেখতে কালো রঙের হয়ে থাকে।এ জন্য মাছটির নামকরণ করা হয় কালবাউশ। শুরু করা যাক রেসিপি।


কালবাউশ

IMG20210904131954.jpg

IMG20210904131933.jpg


রেসিপি তৈরীর উপকরণঃ

উপকরণঃপরিমাণঃ
মাছ১কেজি
মরিচপরিমান মত
পেঁয়াজপরিমাণ মত
হলুদপরিমান মত
আদাপরিমান মত
লবণস্বাদ অনুযায়ী
রসুনপরিমাণ মত
তেল১০০ গ্রাম

IMG20210904144306.jpg

IMG20210904145221.jpg


ধাপ ০১

IMG20210904132005.jpg

এটি হচ্ছে কালবাউশ মাছ। মাছটির ওজন ৫০০ গ্রাম। প্রথমে মাছটিকে আমাদের বেছে নিতে হবে।


ধাপ ০২

IMG20210904142527.jpg

মাছটি প্রথমে বেছে এবং ভালভাবে ধুয়ে নেওয়া হয়েছে।


ধাপ ০৩

IMG20210904144807.jpg

এখন মাছগুলোর ওপরে পর্যায়ক্রমে সব রকমের মসলাগুলো দেওয়া হচ্ছে।


ধাপ ০৪

IMG20210904144929.jpg

সবগুলো মসলা গুড়া দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়েছে।


ধাপ ০৫

IMG20210904145026.jpg

মেখে নেওয়ার পরে, একটু ১ লিটার এর মত পানি ঢেলে দিলাম। তারপরে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে।


ধাপ ০৬

16307461351661395069332460456318.jpg

চুলার উপরে। এখন আগুন জ্বালিয়ে দিব রান্না শুরু করার জন্য।


ধাপ ০৭

IMG20210904150628.jpg

চুলায় বসিয়ে দেওয়ার ২০ মিনিট পর।

IMG20210904151708.jpg


ধাপ ০৮

IMG20210904151700.jpg


ধাপ ০৯

IMG20210904160100.jpg


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে আমার রেসিপি টা। এই হচ্ছে আমার কালবাউশ রান্নার রেসিপি। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

Cc-
@rme

শুভেচ্ছান্তে-
@hayat221


Sort:  

আমি যতদূর জানি কাল বাউস মাছ খুব সুস্বাদু। যদিও আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না। বিশেষ করে কাটা যুক্ত মাছ গুলো। পাঙ্গাস আমার খুবই প্রিয়। আপনি কাল বাউস মাছের সুন্দর রেসিপি তৈরি করেছেন।অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে।

পোস্টে মেনসন করার কোনো প্রয়োজন নেই আপনার পোস্ট গুলো অবশ্যই চেক করবে এডমিন প্যানেল।

ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য পেশ করার জন্য। অবশ্যই পরের পোস্ট থেকে আমি একজন করবো না।

 3 years ago 

মাছটা অনেক বড়, কাল বাউশ মাছ সব সময় পাওয়া যায় না। আমাদের বাড়ীতে আনে, এগুলো অনেক স্বাদের মাছ। আপনি অনেক সুন্দর রান্না করেছেন, সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগতো।

আমাদের এখানে মাছের সাথে সবজি খুব কম খাওয়া হয়। ধন্যবাদ আপু আসলে মাছটা অনেক সাধ ছিল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 68237.15
ETH 3499.75
USDT 1.00
SBD 2.72