রেসিপিঃ মুরগির মাংস ভুনা।। ১০%পে-আউট @shy-fox

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন?

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভাল আছি। মানুষের মধ্যে এমন ও মানুষ রয়েছে, সে তার নিত্যদিনে আর কিছু করতে পারুক বা না পারুক খেতে পছন্দ করে। তাই আজকে আমি তাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপি হচ্ছে, মুরগির মাংস ভুনা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।



রেসিপি তৈরি উপকরণঃ

উপকরণঃপরিমাণঃ
মাংস১.৫ কেজি
মরিচপরিমান মত
পেঁয়াজপরিমাণ মত
হলুদপরিমান মত
মাংস মসলা১ প্যাকেট
লবণস্বাদ অনুযায়ী
রসুনপরিমাণ মত
তেল১৫০ গ্রাম

IMG_20211003_235337.jpg


IMG20211003190309.jpg


IMG20211003191315.jpg


IMG20211003191401.jpg



রেসিপি তৈরি প্রক্রিয়াঃ


আজকে প্রায় ১০ দিন পর ম্যাচে আসলাম। ম্যাচে আসার পর ছোট ভাইরা বায়না ধরল, মুরগির মাংস ভুনা করে খাবে। তাদের বায়না করাতে আমিও মত পোষণ করে দিলাম। তাই সবাই একসাথে হয়ে মুরগির মাংসের ভূনা পার্টি দিয়ে দিলাম।

IMG20211003203305.jpg


ধাপ ০১

IMG20211003193107.jpg

প্রথমে আমি মাংসগুলো কেটে ও ধুয়ে নিলাম।


ধাপ ০২

IMG20211003191545.jpg

তারপরে একটু তেল এর সাথে পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নিলাম।


ধাপ ০৩

IMG20211003192250.jpg

পেঁয়াজ গুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে, মসলার সব উপকরণ একসাথে করে দিয়ে দিলাম।


ধাপ ০৪

IMG20211003192420.jpg

মসলার সব উপকরণ মিশিয়ে নিলাম। পরে এর সাথে একটু পানি যোগ করে দিলাম।


ধাপ ০৫

IMG20211003193243.jpg

তারপর এখানে মাংস গুলোকে এক এক করে দিয়ে দিলাম।


ধাপ ০৬

IMG20211003194707.jpg

ধীরে ধীরে মাংসগুলো কষে নেওয়ার পরে আর একটু পানি যোগ করে দিলাম।


ধাপ ০৭

IMG20211003194716.jpg

এখন শুধু মাংসগুলো কষার উপর থাখতে হবে।


ধাপ ০৮

IMG20211003194809.jpg

এখন মাংস গুলোর উপর আরেকটু সামান্য পরিমাণ মাংস মসলা দিয়ে দিলাম।


ধাপ ০৯

IMG20211003194942.jpg

এখন মাংস উপর মাংস মসলা ছিটিয়ে দেওয়ার পরে, আরেকটু কষে নিলাম।


ধাপ ১০

IMG20211003203257.jpg

বরাবরের মতো আজকেও সর্বশেষ পর্যায় পৌছাইছি। আমার মুরগি মাংসের ভুনা রেসিপি তৈরি হয়ে গেছে। এখন শুধু এগুলো খাওয়ার অপেক্ষায়।


ধাপ ১১

IMG20211003203901.jpg

এখন‌ আমরা সবাই পরিবেশনের অপেক্ষায়।


ধাপ ১২

IMG_20211003_222626.jpg

এখন সবাই একসাথে বসে খেতে বসেছি। সবাই মজা করে পুরো মুরগি মাংসের ভুনা শেষ করলাম।



আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে।ভাল লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  

Hi, @hayat221,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Thank you very much.

 3 years ago 

মুরগির মাংস ভুনা অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন যা দেখার মত ছিল। আপনার প্রশংসা করতেই হয় খুবই ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

 3 years ago 

মুরগির মাংস আমার খুবই পছন্দের।আপনি খুব সুন্দর করে মুরগির মাংস ভুনা উপস্থাপন করেছেন।এবং খুব সুন্দর যাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার মুরগির মাংসের ভূনা দেখে জিভে জল এসে যাচ্ছে। ভুনা দেখে অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন বলে।

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। সত্যি অনেক ভালো হয়েছে খেতে। শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

আপনার মুরগি মাংস ভুনা রেসিপি খুবই সুন্দর হয়েছে। সুন্দর করে ফটো তুলে ধাপে ধাপে বর্ণনা করেছেন মনে হচ্ছে খেতে খুব টেস্ট হবে আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া। হা খেতে অনেক ভালো হয়েছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

মুরগির মাংশ ভুনা আমাদের মাঝে সুন্দর করে পরিবেশন করেছেন। আপনার রেসিটা অনেক সুন্দর করে রান্না করেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যে পেশ করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

এটাই ম্যাচে থাকার মজা ভাইয়া।সবাই একসাথে মিলে রান্না করা খাওয়া-দাওয়া।আর আপনার রান্নাটি কিন্তু খুব লোভনীয় হয়েছে।ধন্যবাদ আপনার সুন্দর মুহুর্তটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া। সত্যিই কিন্তু ম্যাচে থাকার মজাই আলাদা। শুভেচ্ছা রইল।

 3 years ago 

কি ভায়া ভালো তো! কালকের এই আয়োজনটি সত্যিই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এতসুন্দর একটি উদ্যোগ নিয়ে আনন্দমুখর একটি পরিবেশ করে তোলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাই আপনি খুব সুন্দর রান্না করেছেন।আপনার রান্না করা মুরগির মাংসের ভূনা খুব সুন্দর লাগছে।মেসের ভাইদের আবদার পূরণ করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মুরগির মাংস ভুনা।।রেসিপি টি খুব চমৎকার করে আপনি উপস্থাপন করেছেন। এবং আপনার রান্নাটাও হয়েছে ভারী চমৎকার দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে শুভকামনা জন্য♥

thank you very much for sharing the news, have a nice day

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 97950.42
ETH 3343.35
USDT 1.00
SBD 3.04