ভাশান মৎস্য বিল ভ্রমণ (পর্ব -২) || আমার বাংলা ব্লগ।
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাশান মৎস্য বিল ভ্রমণের কিছু প্রাকৃতিক দৃশ্য সমূহ এবং এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
এই বিলটি নোয়াখালী জেলার দক্ষিণ প্রান্তে মেঘনা নদীর খুবই কাছাকাছি অবস্থিত। এ বিলটি ভাশান মৎস্য বিল হিসেবে পরিচিত।এ বিলটিতে সবসময় পানি থাকে এবং সবসময় পানি থাকার কারণে প্রচুর নানা প্রজাতির মাছ পাওয়া যায়। নোয়াখালী দক্ষিণাঞ্চলের প্রতিটি মানুষের কাছে এই বিলটি সুপরিচিত।মাঝে মাঝে লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে যখন কিছুটা পানি শুকিয়ে আসে। তখন আশেপাশের জেলা থেকে এ বিলে মাছ ধরার জন্য মানুষ আসে।কারণ এই বিলে সকল প্রজাতির মাছ পাওয়া যায় এবং এ বিলে মাছ ধরার জন্য কোন নিষিদ্ধ সময় নেই।এটি মেঘনা নদীর পাশে অবস্থিত। কারণ এ বিলে সবসময় পানি থাকার কারণ হলো। মেঘনা নদী থেকে জোয়ার এসে এ বিলে আবার পানি প্রবেশ করে।এবিলের ভিতরে রয়েছে ছোট ছোট অনেকগুলো অনেক। দ্বীপে অনেক মানুষ বসবাস করে, এ মানুষগুলো এখানে সরকারি জায়গা দখল করে এখানে বসবাস করে। যেহেতু এখানে জায়গা গুলোর মূল্য খুবই কম। এখানে মানুষ জায়গা কিনে বসবাস করতে চায় না। কারণ এখানে পাশে রয়েছে মেঘনা নদী। মেঘনা নদী যে কোন সময় এখানে জায়গাগুলো ভেঙে নিয়ে যেতে পারে।উপরে ছবিগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় এই বিলের সৌন্দর্য এবং প্রকৃতি দৃশ্য সমূহ।
আমরা যখন মেঘনা নদী ভ্রমণ করেছিলাম তখন আমরা এই বিলের পাশে গিয়েছিলাম।এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য, আশেপাশে জেলা থেকে অনেক মানুষ আসে প্রতিদিন এই বিলের নিকট।বিলের পাশে রয়েছি ছোট্ট বড় অনেক নৌকা। এ নৌকাগুলো এখানে রেখেছে পর্যটন যারা আসে তাদেরকে ঘোরানোর জন্য।মানুষ দূরদূরান্ত থেকে আসে এই বিলের সৌন্দর্য এবং বিলের মাছ ধরার দৃশ্য উপভোগ করার জন্য। বিলের পাশে থাকা নৌকাগুলো তারা একদিনের জন্য বা দুই ঘন্টার জন্য ভাড়া করে।নৌকা ভাড়া করে নৌকার মধ্যে চড়িয়ে সম্পূর্ণ বিল সহজে সৌন্দর্য উপভোগ করা যায়। মাছ ধরার দৃশ্য গুলো উপভোগ করা যায়, অনেকে বিভিন্ন এলাকা থেকে আসে সাথে জাল নিয়ে আসে। এখানে মাছ ধরার জন্য কারণ এখানে মাছ ধরার কোন বিধি নিষেধ নেই।আমরা যখন প্রবেশ করেছিলাম। আমরা লক্ষ্য করেছি এখানে মাছ ধরা বিভিন্ন দৃশ্য। এখানে আমি কিছু দৃশ্যের ছবি তুলে ধরেছি।এখানে উপরে ছবিগুলো দিকে লক্ষ্য করলে দেখা যায়, একজন জেলে এখানে নৌকা দিয়ে মাছ ধরতে ছিল, জেলের হাতে রয়েছে একটি জাল।আরেকটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায়, কিছু মানুষ নৌকার ভিতর প্রবেশ করে বসে আছে।
আমরা যখন বিলটি ভিতর প্রবেশ করেছিলাম। তখন আমরা লক্ষ্য করেছি এ বিলের বিভিন্ন সৌন্দর্য এ বিলের ভিতর রয়েছে অনেক প্রকারের পাখি এবং হাঁস।প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিলের মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি এসে, পানির মধ্যে সাঁতার কেটে ছোট ছোট মাছ ধরে।মাঝে মাঝে লক্ষ্য করলে দেখা যায় এই পাখিগুলো পানির ভিতর লুকিয়ে যায় এবং সেখান থেকে লুকিয়ে মাছ ধরে নিয়ে আসে খাওয়ার জন্য। পাখিদের পানির মধ্যে সাঁতার কেটে মাছ ধরার দৃশ্যটি অত্যন্ত অসাধারন।এটি সাধারণত একটি মনোমুগ্ধকর দৃশ্য। আমরা নৌকার মধ্যে বসে সেই সুন্দর দৃশ্যটি উপভোগ করেছিলাম। এখানে উপরে ছবিগুলো দিকে লক্ষ্য করলে দেখা যায়, নৌকার মধ্যে বসে বিভিন্ন ধরনের মাছ ধরতে ছিল জেলেরা।তারা মাছ ধরার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করেছে, কেউ বড়শি দিয়ে কেউ বা জাল দিয়ে বিভিন্ন ধরনের কৌশলে।আরেকটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায়, এখানে একজন জেলে নৌকার মধ্যে উঠতেছিল মাছ ধরার জন্য। সেই ধীরে ধীরে বিলের ভিতর প্রবেশ করবে।আজকের জন্য এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ!
ক্যামেরা | VIVO Y81i |
ক্যমেরা মডেল | vivo 1812 |
ক্যাপচার | @hanif3206 |
অবস্থান | সদর উপজেলা,নোয়াখালী |
share on x
https://x.com/HaniferMd/status/1840964602382655948?s=19
বিলের পাড়ে ভ্রমণ করতে অনেক ভালো লাগে। আর অনেক সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যায়। ভাশান মৎস্য বিল দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। জায়গাটি অনেক সুন্দর। আর অনেক সুন্দর ভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছেন দেখে খুবই ভালো লাগলো।