কবি গুরুর মানুষের আধ্যাত্মিক ব্যাপারগুলো চমৎকারভাবে তুলে ধরেছে। আর আমাদের বিদ্রোহী কবি নজরুল চমৎকার সব প্রতিবাদী সব কবিতা লিখে গেছেন। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের পথের পাঁচালী আমার পছন্দের একটি উপন্যাস! জীবন সংগ্রামের এক দৃষ্টান্ত। আর প্রকৃতির কবি জীবনানন্দ দাশ তো ছিলেন বরাবরই সেরা। তাদের কারণে সাহিত্যে বাংলার মানুষের চিরাচরিত রূপ, প্রকৃতি বুঝতে পেরেছি।