আমার মনে খুবই চমৎকার হবে ব্যাপারটা! গ্রামে পাঠাগার থাকলে অনকেই বই পড়তে আসবে। তাদের মাঝে যে জ্ঞান পিপাসা আছে সেটা পাঠাগারে নতুন নতুন বই পড়ার মাধ্যমে জানতে পারবে। গ্রামের দিকে পাঠাগার তেমন দেখা যায় না। বলতে গেলে গ্রামের ছেলে মেয়েরা বই পড়ার পরিবেশটা পায় না। আমার মনে হয় আপনার পাঠাগার নির্মাণের উদ্যোগটি সফল হবে ভাইয়া। 🌸
দেখি ভাইয়া কি করা যায়, তবে খুব ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।