এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলেই ব্যথিত করে ভীষণ! এই শীতের মাঝে ক্ষত হলে সেটা আরও পেইনফুল বেশি। রাশেদ ভাইয়ের ছেলের অবস্থা জেনে খুবই খারাপ লাগছে! ইলেকট্রিক জিনিসপাতি সবসময় বাচ্চাদের থেকে দশহাত দূরে রাখা উচিত! নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। রাশেদ ভাইয়ের ছেলের জন্য দোয়া রইল, যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠে 🌼
রাশেদের ছেলের আমিও দ্রুত সুস্থতা কামনা করছি ভাই, কেননা এই শীতে বড্ড কষ্ট পাচ্ছে বাচ্চাটা।