পালদের ঐতিহ্য তাহলে বেশ পুরনো দাদা। পাল বলতে আমি বুঝতাম যারা পালকিতে করে বউকে নিয়ে যায়। তবে পাল সম্প্রদায় যে চমৎকার প্রতিমা তৈরি করে এটা দেখেই বুঝা যাচ্ছে। বিশেষ করে তাদের স্টুডিও এর সামনের ডিজাইনটাও দারুণ একদম, লাইটিং সহ চমৎকার লাগছে দেখতে।
পালদের ঐতিহ্য তাহলে বেশ পুরনো দাদা। পাল বলতে আমি বুঝতাম যারা পালকিতে করে বউকে নিয়ে যায়। তবে পাল সম্প্রদায় যে চমৎকার প্রতিমা তৈরি করে এটা দেখেই বুঝা যাচ্ছে। বিশেষ করে তাদের স্টুডিও এর সামনের ডিজাইনটাও দারুণ একদম, লাইটিং সহ চমৎকার লাগছে দেখতে।
পালকিতে করে যারা বৌ নিয়ে যায় তাদেরকে বলে বেহারা । আর পাল বলে কুমোরদের । কুমোর চেনেন তো ? যারা মাটি দিয়ে মূর্তি, পুতুল, হাঁড়ি, কলসি, বাসন-কোসন তৈরী করে ।
জি দাদা একদম চিনতে পেরেছি। প্যাচ লাগিয়ে দিয়েছিলাম তাহলে পাল আর বেহারাদের মধ্যে