কোনটা রেখে কোনটা ভালো বলবো। সবগুলো অণু কবিতা এতো গভীর থেকে লিখেছেন দাদা একদম হার্টে লেগেছে।
মানুষ নাকি ? ওরা তো পশু, কারণ ওরা বস্তিতে থাকে,
মানুষ হলুম আমরা, যারা গাড়ি ঘোড়ায় চড়ি ।
কী বলো পাগলের মতো ? ওরাও মানুষ ? ওদেরও খিদে আছে ?
আমি ভাবতুম নোংরা কুকুর, ডাস্টবিন ঘেঁটে বেঁচে থাকে ।
পাঁচটি বছর পরে যখন ভোটের সময় আসে,
তখন শুধুই মানুষ ওরা অন্য সময় পশু ।
বাস্তবতা আসলে এমনি হয় দাদা। বড় বড় নেতারা ভোট দেয়ার বেলায় মানুষ মনে করে। আর যখন সে নেতা হয়ে যায় তখন সে আর কাউকে মানুষ মনে করে না। অথচ তাদের ভোটেই সে নির্বাচিত হয়েছে 🙂
Thank You for sharing...