রেনডম ফটোগ্রাফি ☘️
27-11-2024
১২ অগ্রহায়ণ , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। বর্তমানে ভালো থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশেপাশে পরিস্থিতি মাঝে মাঝে আমাদের ভালো না থাকার কারণ হয়ে দাড়ায়ঁ আসলে। বেশ কদিন ধরেই দেশের চলমান পরিস্থিতি মোটেও ভালো যাচ্ছে না। যাইহোক, আশা করি দেশ খুব শীঘ্রই স্বাভাবিক হবে। আজকে চলে এলাম আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করার জন্য। বাড়িতে এসে বেশ কয়েকদিন হয়ে গেল। আর বাড়িতে আসলেই ফটোগ্রাফি করা হয় বেশি। আশা করছি আজকের ফটোগ্রাফি আপনারা উপভোগ করবেন।
১ম ফটোগ্রাফি
খেজুর গাছ কমবেশি সবাই চিনেন। শীতকালে খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয়। তবে আমাদের দিকে রস সংগ্রহ করার দৃশ্য তেমন চোখে পড়ে না। মজার ব্যাপার হলো, আমার কখনো খেজুরের রস খাওয়া হয়নি। খেজুর গাছটা অনেক লম্বা। কিছু পাতা শুকিয়ে গেছে।
২য় ফটোগ্রাফি
শীতকালে নদীর পানি শুকিয়ে যায়। তাই তখন তেমন বড় জাল দিয়ে মাছ ধরা হয় না। যে জালটি দেখতে পাচ্ছে এটি দিয়ে বর্ষাকালে প্রচুর মাছ ধরা হয়। এখন যেহেতু শীতকাল তাই জালটি এভাবে পরে রয়েছে।
৩য় ফটোগ্রাফি
ধানের ফটোগ্রাফি। খেয়াল করলে দেখতে পাবেন ধানের পাশে কুয়াশা জমে আছে। এখন তো গ্রামে ধান কাটার সময় চলছে। অনেক জমির ধান ঘরে তোলা শেষ। ছবি সকালে তুলেছিলাম।
৪র্থ ফটোগ্রাফি
ছবিতে দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছের ফটোগ্রাফি। শীতকালে গাছে পেঁপে ভালোই দেখা যায়। নিজের গাছের পেঁপের আলাদা স্বাদ রয়েছে সাথে স্বাস্থ্যকর।
৫ম ফটোগ্রাফি
এটা হচ্ছে নরসুন্দা নদী। শীতের সময় নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে। নদীর অপর তীরে লক্ষ্য করলাম নানান ধরনের সবজি চাষ করা হয়েছে।
৬ষ্ঠ ফটোগ্রাফি
রাস্তা দিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম একটা ছেলে মাছ ধরার চেষ্টা করছে। ছোটবেলায় এভাবে অনেক মাছ ধরেছি। শৈশবের সময়টা আসলেই ভালো ছিল। মাঝে মাঝে ভাবী কেন যে বয়সটা বেড়ে গেল!
৭ম ফটোগ্রাফি
কুমড়ো ফুলের ফটোগ্রাফি। রাস্তার পাশে দেখলাম কুমড়ো ফুল ফুটে আছে। কুমড়ো ফুলের পাকোড়া খেতে দারুণ লাগে।
৮ম ফটোগ্রাফি
গ্রামের অনেক ধানের জমি এখনও কাটা হয়নি। আকাশটা তখন নীল রঙ ধারন করেছিল। বিকালের রোদের মধ্যেই দেখলাম অনেকে ধান কাটছে।
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | Nandail, Mymensingh |
আশা করি আজকের ফটোগ্রাফিগুলো আপনারা উপভোগ করতে পেরেছেন। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
একদম চমৎকার ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটি। তবে আপনি এখনো খেজুরের রস খেতে পারেনি এটা শুনে বেশ খারাপ লাগলো। চলে আসেন আমাদের রংপুরে হয়ে যাবে কোন সকালে দুজনে বসে তাজা তাজা খেজুরের রস খাওয়া। ফটোগ্রাফি গুলি ভিন্ন ভিন্ন বিষয়কে কেন্দ্র করে হওয়ার জন্য অনেক বেশি ভালো লাগলো। কুমড়ো ফুলসহ প্রত্যেকটা ফটোগ্রাফি আমার ভীষণ পছন্দ হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আমন্ত্রণ জানানোর জন্য। কখনো আসার সুযোগ হলে আসবো।
Twitter Share
Puss Tweet
দেশের পরিস্থিতি কিছুটা খারাপ, যাইহোক খুব তাড়াতাড়ি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এই কামনা করি।
তোমার ছবিগুলো এককথায় অসাধারণ লেগেছে আমার কাছে। গ্রামীণ ফটোগ্রাফী মানেই চোখ ধাঁধানো সুন্দর। অনেক ধন্যবাদ ভাই তোমাকে চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।
আমিও আশা করি শীঘ্রই ঠিক হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ☘️
গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি আর বর্ননা পড়ে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ জানাই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
আপনার দ্বিতীয় ছবিটি অর্থাৎ জালের ছবিটি দেখে খানিক দাঁড়ালাম। আমার কাছে বাংলাদেশ মানেই এরকম একটি চিত্র৷ কিংবা নৌকায় করে মানুষ মাছ ধরছে এরকম। এমন ধারণা অনেকটাই নানান সোসাল মিডিয়ার কারণে হয়েছে৷ যাইহোক ফটোগ্রাফির কথায় আসি। ওই জালের ছবিটাই সব থেকে ভালো লাগল৷ তবে তৃতীয় আর পঞ্চম ছবিও অসাধারণ লেগেছে৷
এখন তো শীতকাল তাই জালগুলো উপরেই রয়েছে। এমন দৃশ্য আমার কাছেও ভালো লাগে দিদি ☘️
দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। কুমড়ো ফুলের ফটোগ্রাফি টা বেশ ভালো লাগলো দেখে। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফিও খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
বাহ্ আপনি আজকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে পেঁপে ও শেষের ফটোগ্রাফি টি দারুণ হয়েছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনার কাছে ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
আজকে আপনি চমৎকারও কিছু ভিন্ন রকম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। তবে খেজুর গাছের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। যদি এত বড় খেজুর গাছ আমাদের এদিকে দেখা যায় না। নদীর ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। আর শীতকালে নদীতে পানি এমনিতে কমে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।