নিমিষেই সব শেষ!
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করছেন। তো আমিও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। তবে ভালো থাকি কি করে বলেন। দেশ বা দেশের বাইরের মানুষের অবস্থা দেখে ভালো আর থাকা যায়। ইউটিউব এ প্রবেশ করলেই চোখে পরছে আমেরিকার দাবানলের যত কথা! নিমিষেই সব শেষ হয়ে যাচ্ছে। আসলে প্রকৃতির উপরে আমাদের হাত নেই! প্রকৃতি আমাদের যা দেয় সেটা আমাদের কৃতকর্মের ফলস্বরূপ দেয়। এই যে ধরেন, অনাবৃষ্টি, বন্যা কেন হয়? নিশ্চয় বৃক্ষ নিধনের ফলে। আর এ কাজটা করার কারণেই পরিবেশের উপর বিরূপ এক প্রতিক্রিয়া শুরু হয়ে থাকে। যার ফল আমরা ভোগ করি।
বলা হয়ে থাকে লস অ্যাঞ্জেলস হলো পাপের নগরী। পর্নোগ্রাফি থেকে শুরু করে সব ধরনের পাপাচার এ শহরে বিদ্যমান। আল্লাহ তায়ালা কিন্তু বলেছেন। আমাদের কৃতকর্মের কারণেই কিন্তু আমরা খারাপ ফল পায়। যার ফল লস অ্যাঞ্জেলস এখন দেখছে। ওয়ার্ল্ডের টপ ক্লাস সুপারস্টার ও মিলিয়নিয়ারদের বাড়ি সেখানে! নিমিষেই যেন পুড়ে শেষ হয়ে যাচ্ছে। জীবন বাচাঁতে ছুটে যেতে হচ্ছে অন্য শহরে! বর্তমানে মানুষজন রাস্তায় বসবাস করছে! কোটি কোটি টাকায় তৈরি করা বাড়ি রেখে চলে যেতে হচ্ছে!
ইতিহাসের ভয়াবহ দাবানল এটি। এর আগেও দাবানল হয়েছিল কিন্তু এতেটাও ছড়ায়নি। ছড়ানোর আগে নিয়ন্ত্রণে আনতে পেরেছিল। কিন্তু এবার চিত্র টোটালি ভিন্ন! কোনোভাবেই আগুন নেভাতে পারছে। উন্নত প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে! উড়োজাহাজ দিয়ে পানি নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু আগুনের লেলিহান শিখা যেন থামছেই না! এবার দেখলাম দাবানল ভিন্ন দিকে যাচ্ছে। পুরো শহরকে ঘিরে ধরে সামনে আগাচ্ছে! এমতাবস্থায় জরুরি অবস্থা অলরেডি জারি করা হয়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে না আসলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে পুরো শহরকে!
প্রাকৃতিক যেকোন দূর্যোগ মানবসভ্যতার হুমকিস্বরূপ। আমাদের প্রকৃতির উপরে হাত নেই। আমরা শুধু এটা জানি প্রাকৃতিক দূর্যোগে কি করতে হবে। আমাদের মতো ছোট দেশেরও সতর্ক থাকা উচিত। আমাদের দেশে হয়তো দাবানল নেই! তবে অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত।
লস অ্যাঞ্জেলসের ঘটনা কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দেয়। সেটা হচ্ছে সম্পদ কখনো অহংকার করতে নেই! আপনি আজকে যেটাকে নিয়ে গর্ব করছেন ঠিক সেটাই দুই সেকেন্ড পরে থাকবে কি না সেটা বলা যায় না। ধন সম্পদ আজ আছে কাল থাকবে না। বেশি ধনসম্পদ থাকলেই যে গর্ব করতে হবে ব্যাপারটা এমন হয়। সন্তুষ্ট থাকুন, যতটুকু আছে।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter share
Puss tweet
প্রকৃতির প্রতি অত্যাচার কম বেশি সব জায়গাতেই হচ্ছে তবে ক্যালিফোর্নিয়া যেহেতু দাবানল প্রবন এলাকা তাই ওখানে আগেও এমন ঘটনা ঘটেছে। এ বছরের আগুনের পরিমাণ অনেক বেশি এবং দ্রুত ছড়িয়ে পড়ছে বাতাসের ফলে। কখনো কখনো প্রযুক্তি আমাদের সহায়তা করে না প্রকৃতির কাছে আমরা হেরে যাই এটা তারই প্রমাণ। প্রকৃতির ওপর অত্যাচার করা বন্ধ না করলে একদিন আমরাও এভাবে তলিয়ে যাব।
এটা একদম চিরন্তন সত্য কথা দিদি। প্রকৃতির প্রতি অত্যাচার আমাদের থামাতে হবে