সাফল্যের জন্য সঠিক পরিকল্পনা
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে বড় বিষয়। দেখতে নতুন বছরকে গ্রহণ করে ফেললাম, পুরাতনকে বিদায় জানিয়ে। আমাদের জীবন নদীর মতো বহমান! কখনো থেমে থাকবে না। জীবনে উত্থান-পতন থাকবে। জীবন কিন্তু থেমে থাকবে না। আমরা হয়তো আগের বছর অনেক ভুল করেছি। অথবা আফসোস করছি কোনো একটা কাজের জন্য। তবে নতুন বছরে সে ভুলগুলো যেন না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। একই ভুল যদি আপনি বারবার করেন তাহলে আপনি জীবনেও সাফল্যের ধারে কাছে যেতে পারবেন না।
এখন তথ্য প্রযুক্তির যুগ। প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজির সাথে আমরা পরিচিত হচ্ছি। এখন আপনিও যদি সেই টেকনোলজির সাথে নিজেকে আপডেট না করেন তাহলে কিন্তু পিছিয়ে পরবেন। টেকনোলোজির সাথে নিজেকেও আপডেট করতে হবে। এখন যেহেতু এআই বেইসড হয়ে যাচ্ছে সবকিছু তাই আমাদেরকেও সেটার সাথে পরিচিত হতে হবে। এআই দিয়ে সব কাজ সহজেই করে ফেলা সম্ভব। তবে এই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর জন্য আবার আমাদের মেধা কিন্তু এখন বিকশিত হবে না।
আপনি একটা জিনিস চিন্তা করেন। আপনাকে অফিসের একটা কাজ দিয়ে। সেটার এক্সেল ডাটা শিট তৈরি করার জন্য। আপনার এই ডাটাশিটটা তৈরি করতে দুই ঘন্টা লেগে যায়। আপনি যদি সে কাজটা কয়েক মিনিটেই করে ফেলেন তাহলে আপনি কি করবেন? নিশ্চয় দ্বিতীয়টাই করবেন। কারণ কম সময়ে আপনি ডাটা শিট তৈরি করে ফেলেছেন। কাজের সময় বেচেঁ গেল। আরও বেশি কাজ আপনি করতে পারছেন। এখন আপনি যদি এ যুগে এসে এ আই কি সেটা না জানেন না তাহলে কিন্তু হবে না। প্রতিনিয়ত আপনাকে প্রযুক্তির সাথে আপডেট করতে হবে নিজেকে।
নতুন বছরে বেশ কয়েকটা পরিকল্পনা আমি হাতে নিয়েছি। তার মধ্যে একটি হলো ইংরেজি শেখা। সেটা স্পোকেন, রাইটিং থেকে শুরু করে! মজার ব্যাপার হলো আমি তা শুরু করে দিয়েছি। ইতোমধ্যে আইলেটস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি যেহেতু এখন ডুয়েটে ( ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি) পড়াশোনা করবো। সেজন্য আমাকে ইংরেজিতে দক্ষ থাকতে হবে। বিএসসি এর সব বই ইংলিশ রাইটারদের। সেখানে বাংলা নেই। তো আমাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। এজন্য এ বছরে প্রথম টার্গেট নিয়েছি ইংরেজিটা ভালো করে শেখা। এটা আন্তর্জাতিক একটি ভাষা। বাহিরের দেশে গেলে ইংরেজিটা কাজে লাগবে।
আমি দ্বিতীয় যে পরিকল্পনাটা নিয়েছি সেটা হলো এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) শেখা। এটার চাহিদা দিনকে দিন বাড়ছে! আমার আপওয়ার্ক সাইটে কাজ করার ইচ্ছে রয়েছে। কিভাবে একটা ওয়েবসাইট অপটিমাইজ করা যায় সেটা শিখার ইচ্ছে রয়েছে। এটার বেসিক মোটামোটি জানি। তবে আরও ডিপ লেভেলে জানার আছে। সবচেয়ে বড় কথা হলো শিখার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। তারপর মার্কেট প্লেসে কাজ করা যাবে। আমি মনে করি এটার ফিউচার অনেক ভালো।
আমার সর্বশেষ প্লেন হলো কনটেন্ট রাইটিং! আমি কনটেন্ট রাইটিং প্রফেশনাল কোর্সটা করেছি। তবে আমার ইচ্ছে আমার একটা গল্পের বই পাবলিশ হোক! সেটার জন্য এ বছরে আমি কাজ করবো। কনটেন্ট রাইটারদের চাহিদাও দিন দিন বাড়ছে। মার্কেটিং থেকে শুরু করে ব্লগিং সব সেক্টরেই কনটেন্ট রাইটারদের চাহিদা দিনকে দিন বাড়ছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে প্রতিনিয়ত স্কিল ডেভেলপড করে আগাতে হবে। নয়তো আপনি প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবেন না।
আমি মনে করি সবারি পরিকল্পনা করে আগানো উচিত। পরিকল্পনা ছাড়া কোনো কাজই কখনো সম্ভব হয় না শেষ করা। নতুন বছরে নতুন প্লেন নিয়েই আমাদের আগানো উচিত। আগামী দশ বছরে আপনার নিজেকে কোথায় দেখতে চান সেটার আগে থেকেই করা ভালো। তবে হায়াতের মালিক আল্লাহ তায়ালা! এতো বেশিও পরিকল্পন করাটাও ঠিক হবে না। আপনারা যতটুকু করার পসিবল হবে ততটুকু করাই শ্রেয় হবে।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
একদম ঠিক বলেছেন ভাইয়া বর্তমান সময়ে টেকনোলজির সঙ্গে যদি নিজেকে আপগ্রেড করা না যায় তাহলে বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাওয়ার মুশকিল হয়ে যায়। আপনার আজকের লেখাটি খুবই ভালো লেগেছে আমার কাছে। বাস্তব বিষয় নিয়ে লিখেছেন তার জন্য বেশি ভালো লেগেছে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সত্যি কথা ভাইয়া সাফল্য পেতে হলে সঠিক পরিকল্পনা দরকার। আর সঠিক পরিকল্পনা না হলে জীবনে কখনও সাফল্য পাওয়া সম্ভব নয়। আপনি অনেক সুন্দর করে উদাহরণ দিয়ে বিষয়টি আমাদের মাঝে তুলে ধরেছেন। এমন একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে
twitter share
Puss tweet
আপনি বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় নিয়েছেন ভাই। যত বেশি ইংরেজিতে দক্ষ হতে পারবেন তত বেশি সাফল্যতা অর্জন করা। আমি আপনার এই বিষয়ে সহমত পোষণ করলাম। শুধু নিজে নয় পাশাপাশি আরো কয়েকজনকে উৎসাহিত করার চেষ্টা করবেন। নিজের আগ্রহ আরও বেশি বৃদ্ধি হবে। অনেক ভালো লাগলো এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করতে দেখে।
আসলেই ভাই যত বেশি ইংরেজিতে নিজেকে দক্ষ করা যায় তত ভালো।
সফলতা অর্জনের জন্য সঠিক পরিকল্পনা খুবই প্রয়োজন। কারণ সুপরিকল্পনা ছাড়া কোন কাজে সফল হওয়া যায় না । সফল হতে হলে খুবই গভীরভাবে পরিকল্পনা করতে হবে। তাহলে জীবন সফলতা আসবে। পরিকল্পনায় যতো বেশি সুন্দর ততো বেশি সফলতার দিকেও অগ্রস হওয়া যায়। ধন্যবাদ আপনাকে ভাই।
একদম ঠিক বলেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে