আমরাও মানুষ!
19-01-2025
৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আমিও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। তবে মাঝে মাঝে পারিপার্শ্বিক অবস্থা ভালো না থাকার কারণ হয়ে দাড়ায়ঁ! আমার মতো যারা খেলাপ্রেমী মানুষ আছেন তারা নিশ্চয় নিয়মিত খেলাধুলার খবর রাখেন। আসলে ছোটবেলা থেকেই ক্রিকেট খেলা আমার প্রিয় একটি খেলা। বাংলাদেশে টিমে থাকা সকল ক্রিকেটারই সেরা। তারা সবাই একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। বলতে গেলে, আমাদের সৌভাগ্য আমরা তাদের মতো খেলোয়াড় পেয়েছি! কিন্তু আমরা স্বভাবতই অসন্তুোষ জাতি! খারাপ সময়ে কারো দিকে আঙুল তুলে কথা বলতেও দ্বিধাবোধ করি না।
একজন খেলোয়াড়ের ভালো খারাপ সময় দুটোই থাকবে। তাদের কাছে আমাদের এক্সপেকটেশন সবসময় বেশি। এক্সপেকটেশন থাকে তারা যেন ম্যাচে ভালো পারফর্ম করতে পারে। কিন্তু আমাদের চাওয়ার মতো কোনো পারফর্মেন্স করতে না পারলে আমরা সে খেলোয়াড়কে নানান ধরনের কথা বলে ফেলি। অথচ কোনো একটা ম্যাচ ভালো খেললে সেটা নিয়ে আলোচনা কম করি। আমাদের মানসিকতার বড্ডই অভাব! কাউকে টেনে হিচড়ে নিচে নামাতে আমরা একটুও দ্বিধাবোধ করি না।
বলছি লিটনা দাসের কথা! বাংলাদেশের যদি একজন ক্লাসিক্যাল ব্যাটার থাকে সেটা হলো লিটন দাস! এখন অবধি ওয়ানডেতে সর্বোচ্চ সংগ্রাহক স্কোরের মালিক লিটন দাস! সেটাও আবার ভারতের বিপক্ষে ছিল! আপনি একজন ব্যাটারকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেন না! সম্প্রতি সোস্যাল মিডিয়াতে দেখলাম লিটন দাসকে নিয়ে কিছু পাবলিক স্টেডিয়ামে " ভুয়া " বলে সম্বোধন করেছিল। অথচ চট্রগ্রামের মানুষের উচিত ছিল লিটনদাসকে সাপোর্ট দেয়া। হতে পারে সে ঢাকা ক্যাপিটাল্সের হয়ে খেলছে। সে কিন্তু বাংলাদেশ টিমকেই প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশের জার্সি গায়ে একের পর এক সুনাম নিয়ে আসছে। আমরা সেগুলো ভুলে যায় খুব সহজেই!
ভিডিওতে সবচেয়ে বেশি খারাপ লাগছিল লিটন দাসকে দেখে। দর্শকদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলছে না। দর্শক গ্যালারি থেকে বারবার ভুয়া ভুয়া বলে সম্বোধন করতে থাকে! গুটি কয়েক দর্শকের কারণে পুরো চট্রগ্রামবাসীর বদনাম হলো। মাঠের গ্যালারিতে বসে একজন প্লেয়ারকে ভুয়া সম্বোধন করা মোটেও ঠিক হয়নি। আমরা দর্শক হিসেবে মন্তব্য করতে পারি, তবে সে মন্তব্যটা পজিটিভ হওয়া উচিত। এমনভাবে কোনো মন্তব্য করা উচিত নয় যেটা একজন মানুষের ব্যক্তিত্বে আঘাত লাগে।
আমরা মানুষ হিসেবে এ কাজটাই বেশি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অন্যকে ছোট করতে পারলেই মনে করি জিতে গেছি! অথচ আপনি কত বোকা! উল্টো আপনি হেরে গিয়েছেন। আপনি প্রমাণ করে ফেলেছেন আপনার মন মানসিকতা কতটা নিচে রয়েছে! একটা বার চিন্তা করুন, আপনাকে পাবলিক প্লেসে দাড়ঁ করান হলো! তারপর সেখানে আপনাকে সবাই মিলে যা তা বলে গেল একের পর এক! আপনি তখন কি করবেন?নিজেকে সামলে রাখতে পারবেন? খুবই কঠিন নিজেকে সামলিয়ে রাখা! আমাদেরকে কেউ অপমান করলে সেটা আমরা নিতে পারেনি। উল্টো আমরা তাকে অপমান করে বসি। আর সেটা করতে পেরেই মনে করি আমরা জিতে গেছি!
আমাদের উচিত কি জানেন? প্রকৃত মানবতার পরিচয় যদি দিতে চান তাহলে একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাদের সাথে সদয় আচরণ করুন। আমরা যেমন নিজের অধিকারকে অনেক মূল্যবান মনে করি, ঠিক অন্যজনের অধিকারকেও মূল্যবান মনে করা উচিত। খেয়াল রাখা জরুরি আপনারা দ্বারা যেন কারো অধিকারে আঘাত না লাগে। আমাদের উচিত মানুষের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করা।একইসঙ্গে একে অন্যের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল আচরণ করা। তবেই পৃথিবীটা হবে সুন্দর।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter share
Puss tweet